গরমে এ অবস্থা! কালবৈশাখী আসবে! হাওয়া অফিস কী বলল?

নিজস্ব প্রতিবেদন: মার্চ মাস ভালো কাটলেও এপ্রিলের শুরু থেকেই দহন শুরু হয়। প্রখর রোদে চারপাশের অবস্থা রুক্ষ। অধিকাংশ জেলায় তাপমাত্রা এখন ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। আমাদের মানুষের অবস্থা খারাপ। পরিস্থিতির কথা মাথায় রেখে ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস।

এমন বাজে পরিস্থিতিতে মানুষ ছাড়াও পশু-পাখির অবস্থাও খারাপ হয়েছে। এই ভয়াবহ পরিস্থিতি থেকে বাঁচতে সবাই তাকিয়ে আছে কালবৈশাখীর দিকে। সাধারণ মানুষ কালবৈশাখীর দিকে তাকিয়ে থাকলেও খুব একটা আশা দেখাতে পারেনি হাওয়া অফিস।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিন অন্তত বাংলায় কোনও বজ্রঝড়ের সম্ভাবনা নেই। পরিবর্তে, আগামী কয়েক দিন শুষ্ক এবং গরম থাকবে। এটি ছিল সাত বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ এপ্রিল। হাওয়া অফিসের বিশেষজ্ঞদের মতে, এই অস্বস্তিকর পরিস্থিতি আগামী পাঁচ দিন চলবে। কালবৈশাখীর পাঁচ দিন থাকার কোনো সম্ভাবনা নেই। অস্বস্তি বাড়বে।

ছোট নাগপুর মালভূতি, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গের মাটি উষ্ণ হলে এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বাংলায় প্রবেশ করলে কালবৈশাখী হওয়ার সম্ভাবনা থাকে। এমন পরিস্থিতিতে বজ্রপাত হয় এবং বজ্রপাত ও বৃষ্টির সম্ভাবনা থাকে। কিন্তু এপ্রিলে তা হচ্ছে না।

হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আপাতত কাপড়, ছাতা, টুপি ইত্যাদি ব্যবহার করতে হবে যাতে কয়েকদিন বাইরে যাওয়ার সময় সরাসরি সূর্যের আলো শরীরে না আসে। আগামী পাঁচ দিনে প্রতিটি জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি বাড়বে। পশ্চিমাঞ্চলীয় জেলাগুলোতে তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে।

Leave a Comment