সহজ, সস্তা সিকিম, রেল পরিষেবা এখনই শুরু হচ্ছে

নিজস্ব প্রতিবেদন: দার্জিলিং আর সিকিম মানেই পাহাড়ে বেড়াতে যাওয়া। অন্তত এই দুটি জায়গা বাঙালির খুব প্রিয় হয়ে উঠেছে। টুক ট্রেনে নিউ জলপাইগুড়ি (এনজেপি) থেকে নামার পরে, সোজা পাহাড়ে যান। কিন্তু নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং বা শিলিগুড়ি পর্যন্ত ভাড়া গাড়িতে যেতে অনেক সময় লাগে এবং খরচও বেশি হয়।

তবে এখন সেই সমস্ত পর্যটকদের জন্য সুখবর রয়েছে যারা সিকিম যেতে ভালবাসেন। কারণ আগামী দিনে সিকিমে যাওয়া যেমন সহজ হবে, তেমনি সস্তাও হবে। যেখানে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে গ্যাংটক পর্যন্ত গাড়ির ভাড়া সাশ্রয় হচ্ছে রুপি। ভারতীয় রেল এই খরচ বাঁচাচ্ছে।

কারণ সেবক থেকে রংপো রেললাইনের কাজ দ্রুতগতিতে চলছে ভারতীয় রেলওয়ে। রেলওয়ের তরফ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে 75 শতাংশ কাজ শেষ হয়েছে। সেবক থেকে রংপো পর্যন্ত রেললাইন স্থাপনের জন্য রেলওয়ে বরাদ্দ করেছে ৪০৮৫ কোটি টাকা। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরেই লাইন বসানোর কাজ শেষ হবে এবং সেবা শুরু হবে।

রেলওয়ে সূত্র জানায়, সেবক থেকে রংপো পর্যন্ত রেললাইনে মোট পাঁচটি স্টেশন থাকবে। স্টেশনগুলো হল সেবক, রিয়াংস মেলি, রংপো এবং তিস্তাবাজার। রুটে মোট ১৪টি টানেল রয়েছে। এ ছাড়া এ রেললাইন নির্মাণে রেলওয়েকে নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়। তবে সে সব বাধা অতিক্রম করে দ্রুত গতিতে চলছে রেললাইন নির্মাণের কাজ। চলতি বছরেই এই লাইন চালু হবে বলে রেল সূত্রে জানা গেছে।

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2009 সালে সেবক থেকে রংপো পর্যন্ত রেললাইনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী ছিলেন। কিন্তু ভিত্তিপ্রস্তর স্থাপনের পর কাজ শুরু করতে দীর্ঘ সময় লেগে যায়। কাজ শুরু হলেও আইনি জটিলতা ও অন্যান্য কারণে বন্ধ হয়ে যায়। পরে সুপ্রিম কোর্টের নির্দেশে অনেক জট খুলে কাজ শুরু হয়।

Leave a Comment