বিবাহ বিচ্ছেদ বা বিবাহ বিচ্ছেদের সংখ্যা অনেক বেড়েছে। বিবাহবিচ্ছেদের পর ভরণপোষণের ব্যবস্থাও রয়েছে। কিন্তু একজন মহিলা তার স্বামীর বিবাহবিচ্ছেদের প্রতিশোধ নিতে যা করলেন তা হতবাক। ডিভোর্স মেনে নিতে পারেননি ওই নারী। তখনই তিনি তার স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে চলে যান। আদালতে মামলা করেন।
তবে আদালতে মামলার খরচ জোগাড় করা ওই নারীর পক্ষে সম্ভব হয়নি। এরই পরিপ্রেক্ষিতে ওই নারীর বিরুদ্ধে স্বামীর গরু-ছাগল চুরির অভিযোগ ওঠে। চোরাই গরু-ছাগল বিক্রি করে যে টাকা এসেছে তা নিয়ে তিনি এখন মামলা চালাচ্ছেন। শুক্রবার পুলিশ চুরি যাওয়া গরু ও ছাগল উদ্ধার করলে ঘটনাটি জানা যায়।
এমনই ঘটনা ঘটেছে বরিশালের লাটু চৌধুরী সড়কে। বরিশালের ঠাকুরবাড়ির রুয়ারপোল এলাকা থেকে তার চোরাই গরু ও ছাগল উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া গরুর মধ্যে তিনটি অস্ট্রেলিয়ান গরু রয়েছে। যার দাম আট লাখ টাকা। একটি বাছুর ও ১০টি ছাগলও উদ্ধার করা হয়েছে। এসব গরুর মালিক আমিনুল ইসলাম শামীম।
ওই ব্যক্তির সাবেক স্ত্রী শামসুন্নাহা তিপ্তির বিরুদ্ধে এই বিপুল পরিমাণ গরু চুরির অভিযোগ উঠেছে। তৃপ্তির বাড়ি বারেকগঞ্জ এলাকায়। আমিনুল ইসলাম শামীম অভিযোগ করেছেন, গরু-ছাগল চুরি করে বিক্রির টাকা নিয়ে তৃপ্তি তার শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন মামলা করেছে।
জানা যায়, ২০০৮ সালে দুজনের বিয়ে হয় এবং আমিনুল ইসলাম শামীম ২০২২ সালে শামসুন্নাহার তৃপ্তিকে তালাক দেন। বিবাহ বিচ্ছেদের পর তৃপ্তি আদালতের দ্বারস্থ হন এবং একের পর এক মামলা করেন। এর মধ্যে আইনগতভাবে বিবাহবিচ্ছেদ হয় না। অপরদিকে, রুইয়ার পোল এলাকার বাসিন্দা সাইজ উদ্দিন হাওলাদার এসব গরু-ছাগল কিনে ক্ষোভে ফেটে পড়েন। তিনি ৪ লাখ ৩০ হাজার টাকায় তিনটি গরু ও একটি বাছুর কিনেছেন। কিন্তু তিনি জানতেন না এগুলো চুরি হয়েছে।