গরু বেঁধে দড়ি বিক্রি করতেন লতিফ, কিভাবে কোটি টাকার মালিক হলেন

নিজস্ব প্রতিবেদন: গরু পাচার মামলার তদন্ত শুরু হওয়ার পর থেকেই উঠে আসছে আবদুল লতিফের নাম। 7 আগস্ট, 2022-এ সিবিআই কর্তৃক জারি করা চার্জশিটে আব্দুল লতিফের নাম জড়িত ছিল। যদিও তার বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করা হয়েছিল, সিবিআই আধিকারিকরা তাকে ধরতে পারেনি। শান্তিনিকেতনে অস্থায়ী সিবিআই ক্যাম্পের কাছেই আব্দুল লতিফের বিশাল মার্বেল শোরুম। আব্দুল লতিফের পেল্লাই বাড়ি ইলামবাজারের গোরুহাটের কাছে সুখবাজারে। সূত্রের খবর, তাকে মাঝে মাঝে কালো জানালাওয়ালা গাড়িতে অনুগামীদের নিরাপত্তায় আসতে দেখা যায়।

আবদুল লতিফ যেভাবে কোটি টাকার মালিক হলেন তা সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়। তবে আবদুল লতিফের ক্ষেত্রে এমন দৃশ্য জড়িত নয়। এই ধরনের লিপি এই ধরনের ব্যক্তিদের মধ্যে পাওয়া যায়। ঠিক যেমনটা দেখা গিয়েছিল রাজু ঝা-এর ক্ষেত্রে। সামান্য একজন গাড়ি বিক্রি করে কোটি কোটি টাকার মালিক। আবদুল লতিফের ক্ষেত্রেও একই ধরনের ঘটনা জড়িত।

অভাবের কারণে আবদুল লতিফ একবার ইলামবাজারের সুখবাজার বাজারে গরু বাঁধার দড়ি বিক্রি করতে আসেন। সে সময় তিনি নাবালক ছিলেন। অল্প বয়স থেকেই অল্প টাকা রোজগারের জন্য এই ব্যবসায় নামেন তিনি। কিন্তু এরপর টাকার লোভে জড়িয়ে পড়েন গরু পাচারে। এরপর লতিফ ওরফে হিঙ্গুল উল্কা গতিতে উঠতে থাকে।

আব্দুল লতিফ ২০১০ সালে সুখ বাজার হাটে গরু বাঁধার দড়ি বিক্রি করতে গিয়ে এনামুল হকের নজরে আসেন। এরপর ইলামবাজার হাট থেকে মুর্শিদাবাদ হয়ে বাংলাদেশ সীমান্তে গরু পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করেন আবদুল লতিফ। সিবিআই যে অভিযোগপত্র পেশ করেছে, তাতে আবদুল লতিফ শুধু গরু পাচারেই জড়িত নয়, গরুর বাজারও তার নিয়ন্ত্রণে ছিল বলে জানা গেছে।

আর আব্দুল লতিফ এই গরু পাচার ও গরুর বাজার নিয়ন্ত্রণ করে নিজের প্রতিপত্তি বাড়াতে শুরু করেন। বোলপুরে মার্বেলের বিশাল শোরুম ও গোডাউন তৈরি করেন। এসব শোরুম ও গোডাউনের পেছনে রয়েছে বিঘার পর বিঘা জমি। তিনি সুখবাজারের চৌপাহাড়ি এলাকায় পাঁচ একরের বেশি জমিতে হ্যাচারি মুরগির খামার গড়ে তুলেছেন। এছাড়াও ইলামবাজার থেকে দুবরাজপুর পর্যন্ত মহাসড়কে একটি বিশাল গাড়ির শোরুম এবং সার্ভিসিং সেন্টার রয়েছে, জয়দেব রোডে 15 বিঘা জমিতে তিনি পেট্রোল পাম্প থেকে হোটেল পর্যন্ত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলছেন। এছাড়া সে নিজেকে পাথর ব্যবসায়ী বলে দাবি করে এবং সে অবৈধ বালু ব্যবসার সাথে জড়িত বলেও জানা গেছে।

Leave a Comment