ভারতের অধিকাংশ মানুষের কাছে রেশন খুবই গুরুত্বপূর্ণ ব্যবস্থা। এই ব্যবস্থার মাধ্যমে দেশের ৮০ কোটিরও বেশি মানুষ বিনামূল্যে বা স্বল্পমূল্যে খাদ্য সামগ্রী পান। দেশে অনেক মানুষ আছে যারা এই রেশন ব্যবস্থার মাধ্যমে প্রাপ্ত খাদ্য সামগ্রীর উপর বেঁচে থাকে।
রেশনের গুরুত্বের কথা মাথায় রেখে সরকার বিভিন্ন শ্রেণীর রেশন কার্ড চালু করেছে। বিভিন্ন বিভাগের এই সমস্ত রেশন কার্ডগুলি বিভিন্ন পরিমাণে খাদ্য সামগ্রী সরবরাহ করে। পশ্চিমবঙ্গের খাদ্য ও সরবরাহ দফতরের তরফ থেকে কোনও মাসে কী পরিমাণ খাদ্য সামগ্রী দেওয়া হবে তা আগেই জানিয়ে দেওয়া হয়। যাতে কেউ হোঁচট না খায়।
অন্যদিকে, রমজান মাস চলার কারণে পশ্চিমবঙ্গ খাদ্য ও সরবরাহ বিভাগ বিশেষ প্যাকেজ (রমজানের জন্য রেশন বিশেষ প্যাকেজ) দেবে। রমজান মাসে চিনি, ছোলা এবং ময়দা রাজ্য সরকার ভর্তুকি দেবে। যদিও এই সুবিধা সব গ্রাহকদের দেওয়া হবে না। শুধুমাত্র অন্ত্যোদয় অন্নযোজনা (AAY) এবং বিশেষ অগ্রাধিকার (SPHH) রেশন কার্ড গ্রাহকরা এই সুবিধা পাবেন৷ এই সুবিধাটি 24 মার্চ শুরু হয়েছিল এবং 21 এপ্রিল পর্যন্ত চলবে।
রমজান মাসে দেওয়া বিশেষ প্যাকেজের মধ্যে অন্ত্যোদয় অন্নযোজনা (AAY) এবং বিশেষ অগ্রাধিকার (SPHH) কার্ডধারীরা পরিবার প্রতি এক কেজি চিনি পাবেন। ১ কেজি চিনির জন্য তাদের দিতে হয় ৩২ টাকা। এছাড়াও, প্রতিটি পরিবারকে এক কেজি ছোলা দেওয়া হবে এবং এর জন্য তাদের দিতে হবে 49 টাকা। প্রতিটি পরিবারকে এক কেজি আটা দেওয়া হবে এবং দাম হবে ৩০ টাকা।
অন্যদিকে, অন্ত্যোদয় অন্নযোজনা কার্ডধারীরাও প্রতি কেজি 13.50 পয়সা দরে চিনি পাবেন। কিন্তু রমজান মাসের জন্য যে বিশেষ প্যাকেজ দেওয়া হচ্ছে তার চিনি নিতে হলে দিতে হবে ৩২ টাকা।