সম্প্রতি, স্বামীর তৃতীয় বিয়ে বানচাল করতে পুরুষটির প্রথম স্ত্রী (ফ্রিস্ট ওয়াইফ) একটি বিবাহ হলে উপস্থিত হন। ছেলেকে কোলে নিয়ে সবার সামনে সেই ব্যক্তিকে স্বামী হিসেবে ঘোষণা করলেন। আর এমন ঘটনায় অবাক অতিথিরাও। আর সেই ব্যক্তির ভবিষ্যৎ তৃতীয় স্ত্রীর সংসার মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাবে। আর সেই ঘটনা ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
ছেলেকে নিয়ে বিয়েতে এসেছিলেন মহিলা। তার পরনে ছিল কালো বোরকা। অতিথিদের জন্য রয়েছে খাওয়া-দাওয়ার ব্যবস্থা। বরের বাড়ির আত্মীয়রাও উপস্থিত। সে সময় ওই নারী নিজেকে পাত্রের প্রথম স্ত্রী বলে দাবি করেন। তিনি বলেন, তার স্বামী তিনদিনের জন্য হায়দ্রাবাদ যাচ্ছেন বলে বাড়ি থেকে বেরিয়ে যান। না জানিয়ে বিয়ে করতে এসেছেন। আর এই বিয়ের কথা শুনে অসুস্থ হয়ে পড়েন ওই ব্যক্তির দ্বিতীয় স্ত্রী। তাই তিনি মণ্ডপে পৌঁছাতে পারেন না।
মহিলাটি (প্রথম স্ত্রী) তার ছেলেকে কোলে নিয়ে বিয়ের মঞ্চে হাজির হয়ে বলল, এটা ওই ব্যক্তির সন্তান। আর এই লোকটি কিছুদিন আগে আরেকটি বিয়ে করেছে। এখন আবার বিয়ে করছেন। হায়দরাবাদের এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
ভিডিওটি @gharkekalesh নামে একটি টুইটার পেজ শেয়ার করেছে। ভিডিওটি ২৬শে মার্চ শেয়ার করা হয়েছে। পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই এই ভিডিওটি ৯৪.৩ হাজার ভিউ পেয়েছে। ভিডিও দেখে অনেকেই তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। টুইটারে পোস্ট করা ভিডিওটি ইতিমধ্যে 38,000 বার দেখা হয়েছে।
কালেশ স্ত্রী এবং তার স্বামী তার স্বামীর দ্বিতীয় বিবাহের পরে pic.twitter.com/z3WavXAbi6
— ঘর কে কালেশ (@ঘরকেকালেশ) 26 মার্চ, 2023
এই বিয়েতে রাজি হওয়ার জন্য ওই মহিলা ঘটনাস্থলে উপস্থিত বরের বাবা-মাকে তিরস্কার করেন। এরপর কনের পরিবার তাকে একটি ঘরে নিয়ে যায়। সেখানে তার কাছ থেকে গোটা ঘটনা শোনেন কনের বাড়ির লোকজন। ওই নারী জানান, ২০১৪ সালের ১০ অক্টোবর তার স্বামী তাকে বিয়ে করেন। এখন যিনি তৃতীয়বার বিয়ে করতে যাচ্ছেন। তার সঙ্গে বিয়ের ছয় বছর পর দ্বিতীয় বিয়ে করেন তার স্বামী। আর এবার তৃতীয়বারের মতো বিয়ে করতে যাচ্ছেন তিনি।