রাতারাতি কোটিপতি মাছ ব্যবসায়ী, খবরে আনন্দে অজ্ঞান হয়ে গেলেন

রাতারাতি কোটিপতি হতে কার না ভালো লাগে। এই পৃথিবীতে খুব কম মানুষই আছে যারা টাকার লোভী নয়। কিন্তু শখ থাকলেও সেই শখ এত সহজে পূরণ হয় না। যদিও ইদানীং এমন অনেকেই আছেন যারা প্রিয় লটারিতে রাতারাতি কোটিপতি হয়ে গেছেন।

রাতারাতি কোটিপতির তালিকায় ঢুকে পড়েছেন বীরভূমের বোলপুরের এক মাছ বিক্রেতা। অনেকদিন ধরেই বড় মানুষ হওয়ার স্বপ্ন দেখেছিলেন। কিন্তু সেই স্বপ্ন কোনোভাবেই পূরণ হয়নি। মাছ বিক্রেতা তার স্বপ্ন পূরণের জন্য মাঝে মাঝে লটারির টিকিট কিনেছেন। এবং অবশেষে সেই লটারির টিকিট তাকে কোটিপতি করে।

বোলপুর পৌরসভার অধীন 9 নম্বর ওয়ার্ডের বাসিন্দা জীবন দাস 15 বছর ধরে বোলপুর শান্তিনিকেতন এলাকার বিভিন্ন জায়গায় মাছ বিক্রি করছেন। সে সাইকেল চালাতে পারে না এবং সাইকেল চালাতে পারে না বলে মাথায় ঝুড়ি নিয়ে মাছ বিক্রি করে এলাকায় ঘুরে বেড়ায়। অন্যদিকে তার স্ত্রী মালা সাহানিও একজন মাছ বিক্রেতা। বড় ছেলে মুন্না হাকিরি ট্রেনে এবং ছোট ছেলে সঞ্জীব রং মিস্ত্রি।

একদিনের লটারির টিকিটে সারাদিনের পরিবারের পুরো পরিবেশটাই বদলে গেল। গত রবিবার লটারির টিকিটে কোটি টাকা জেতার খবর পান জীবন বাবু। খবর পেয়ে তিনি অজ্ঞান হয়ে যান। অতঃপর জ্ঞান ফিরলে আনন্দের সংবাদ দিতে তড়িঘড়ি করে বাড়িতে চলে আসেন।

লটারিতে কোটি টাকা জেতার পর জীবন দাস তার অভিজ্ঞতার কথা জানালেন, কোটি টাকা জেতার খবর পেয়ে আমি অজ্ঞান হয়ে পড়ি। এ ছাড়া আতঙ্ক শুরু হয়ে যায়, কেউ সেই টাকা ছিনিয়ে নিয়ে চলে যাবে না। ”

এরপর তিনি লটারির টিকিটে কোটি কোটি টাকা পাওয়ার বিষয়ে থানায় অবহিত করেন এবং টাকা নেওয়ার জন্য পরবর্তী পদক্ষেপ শুরু করেন। যদিও তিনি এখনো টাকা পাননি বলে জানান। টাকা পেলে সেই টাকা দিয়ে স্বপ্নের বাড়ি তৈরি করবেন বলে জানান তিনি।

Leave a Comment