এবার বাড়িতে বসেই ই-শ্রম কার্ড আপডেট অথবা সংশোধন করুন । Now you can update or to correct e-shram card at online sitting at home

 



আপনিকি জানেন বাড়িতে বসেইআপনি শ্রম কার্ডেরবিভিন্ন তথ্য আপডেট অথবা সংশোধন করতেপারবেন? যদি না জেনেথাকেন তবে এই আর্টিকেলটি  আপনার জন্য (update or to correct e-shram card) কেন্দ্রীয় সরকারের তরফে ভারতীয় নাগরিকদেরজন্য যে জনকল্যাণমূলক প্রকল্পগুলিকার্যকরী করা হয়েছে তারমধ্যে অন্যতম জনপ্রিয় প্রকল্পহল শ্রম কার্ডপ্রকল্প ভারতেরদরিদ্র অসংগঠিত ক্ষেত্রেরশ্রমিকদের সাহায্য করার জন্যই কেন্দ্রীয়সরকারের তরফে এই শ্রম কার্ড প্রকল্পটিচালু করা হয়েছে

 

ইতিমধ্যেইঅসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের একাংশ এই প্রকল্পেনিজেদের নামও নথিভুক্ত করেছেকেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী, ইতিমধ্যেইভারতের প্রায় ২৭.২৮কোটি শ্রমিক শ্রমকার্ড প্রকল্পের অধীনে নিজেদের নামনথিভুক্ত করেছেন তবেঅনেক ক্ষেত্রেই দেখা যায়, বিভিন্নকারণে শ্রম কার্ডেরবিভিন্ন তথ্য আপডেট করারপ্রয়োজন হয় অনেকেইজানেন না বাড়িতে বসেকিকরে শ্রম কার্ডেরবিভিন্ন তথ্য আপডেট বাসংশোধন করা সম্ভব

আজআমরা এই আর্টিকেলে আলোচনা করবো, কিভাবেআপনারা বাড়িতে বসেই অনলাইনে শ্রম কার্ডের বিভিন্নতথ্য সংশোধন বা আপডেটকরতে পারবেন:-

* প্রথমেই শ্রম কার্ডেরঅফিসিয়াল ওয়েবসাইটhttps://eshram.gov.in/ যেতে হবে

* এরপর আপনাকে Already Registered Update অপশনটিতে যেতে হবে

* এরপর আপনার সামনে যেওয়েব পেজটি আসবে তাতে  শ্রম কার্ডের UAN Card Number জন্মতারিখ সঠিকভাবে বসিয়ে সাবমিট করুন

* উপরোক্ত সমস্ত তথ্য সঠিকভাবেপূরণ করে সাবমিট করলেআপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরটিতে ওটিপি(OTP) আসবে

* এরপর ওটিপি (OTP) টি সঠিকভাবে প্রদানকরুন এবং তা দিয়েআপনার অ্যাকাউন্টে লগ ইন (Login) করতেহবে

* এরপর আপডেট প্রোফাইল (Update Profile) অপশনটিতে ক্লিককরুন এবং আপনার ঠিকানা, অ্যাকাউন্ট নাম্বার, শিক্ষাগত যোগ্যতা, ইনকাম ইত্যাদি যাকিছু সংশোধন অথবা আপডেটকরতে চান তা আপনিআপডেট করতে পারবেন এইঅপশনটির মাধ্যমে

* এরপর Card Download অপশনটিতে ক্লিক করলেই আপনারশ্রম কার্ডটি ডাউনলোডকরতে পারবেন

  •  অফিসিয়াল ওয়েবসাইট:- Click Here

Leave a Comment