কেন্দ্রসরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্পহলো পিএম কিষান যোজনা। এমনঅনেকে রয়েছে যারা নতুনকরে পিএম কিষানে আবেদনকরেছিলেন, তাদের জন্য রয়েছেখুশির খবর। পিএমকিষানের নতুন লিস্ট প্রকাশিতহয়েছে (PM Kisan new list published), যেখানে নতুন কৃষকদের নামপ্রকাশিত হয়েছে। আপনিযদি নতুন করে পিএমকিষানে আবেদন করে থাকেনতবে এই পদ্ধতি অবলম্বনকরে দেখে নিন আপনারনাম উঠেছে কিনা।
পিএমকিষানের লিস্ট চেক করবারজন্য আপনাকে সবার প্রথমেকেন্দ্রীয় সরকারের পিএম কিষানের অফিসিয়ালওয়েবসাইটে প্রবেশ করতে হবে। লিঙ্কনীচে দেওয়া রইলো।
- এরপর আপনাকে কিছুটা স্ক্রলকরে Farmers Corner লেখা দেখতে পাবেনএবং তার নীচে অনেককটাঅপশন দেখতে পাবেন।
- সেখান থেকে Beneficiary List অপশনটিতে ক্লিক করতে হবে।
এরপরআপনাকে আপনার রাজ্য, জেলা, ব্লক, গ্রাম এর নামসঠিক ভাবে ফিল করতেহবে এবং তারপর Get Report এক্লিক করতে হবে।এরপর আপনার সামনে একটিলিস্ট খুলে যাবে, সেইলিস্টেই আপনি আপনার এলাকারসকলের নাম দেখতে পাবেন। এইলিস্টে আপনার নাম থাকলেইবুঝবেন আপনার নাম পিএমকিষানে উঠে গিয়েছে এবংপরবর্তী কিস্তির টাকাও আপনি পেতেচলেছেন।
• অফিসিয়াল ওয়েবসাইট:-Click Here