কেন্দ্রসরকারের তরফে প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা (PM-SYM) নামেনতুন একটি প্রকল্প চালুকরা হয়েছে যার মাধ্যমেআপনি প্রতি মাসে ৩০০০টাকা করে পাবেন।এই প্রকল্পে আবেদনের শর্ত, কীভাবে আবেদনকরবেন, কী কী সুবিধাপাবেন তা সম্পর্কে নীচেআলোচনা করা হলো,
• মানধন যোজনা প্রকল্পটিকী?
প্রধানমন্ত্রীমানধন যোজনা হল বিভিন্নশ্রমিক মানুষদের জন্য চালু করাবার্ধক্য ভাতা মূলক প্রকল্প। যারমাধ্যমে প্রকল্পের উপভোক্তাদের প্রতি মাসে ৩০০০টাকা করে পেনশন দেওয়াহয়।
• কারাএই প্রকল্পে আবেদন করতে পারবেন?
(১) ভারতীয় নাগরিক হতে হবে।
(২) বয়স ১৮–৪০ বছরেরমধ্যে হতে হবে।
(৩) মাসিক ইনকাম ১৫০০০ এরকম হতে হবে।
(৪) অসংগঠিত শ্রমিক হতে হবে।
যেমন:- ফুটপাত ব্যবসায়ী, কৃষিক্ষেত্রে যুক্ত কাজে, নির্মাণশিল্পে, রাজমিস্ত্রি, চর্মশিল্পে, তাঁতশিল্পে কর্মরত শ্রমিকরা, কাঠমিস্ত্রি, জেলে, রিকশা বা অটোচালক প্রভৃতি যেকোনো মানুষ এইপ্রকল্পে আবেদন করতে পারেন।
(৫) EPFO/ESIC/NPS(Govt. Funded) এগুলোরমেম্বার হলে চলবে না।
• এই প্রকল্পের সুবিধা?
(১) ৬০ বছর বয়স হলে উপভোক্তা মাসিক ৩০০০ টাকা করে পেনশন পাবেন।
(২) কোনো কারণে প্রকল্পের উপভোক্তার মৃত্যু হলে তার জীবনসঙ্গী (স্ত্রী/স্বামী) তার ৫০% মাসিক পেনশন পাবেন।
(৩) স্বামী স্ত্রী দুজনেই এই প্রকল্পের অন্তর্ভুক্ত হলে তারা যৌথভাবে প্রতি মাসে ৬০০০ টাকা করে পাবেন।
• কীভাবে আবেদন করবেন?
সম্পূর্ণ অনলাইনে নিজের মোবাইলে বা কোনো কম্পিউটারের দোকানে গিয়ে সহজেই এই প্রকল্পে আবেদন করতে পারবেন।
(১) প্রথমে মানধন যোজনার (PM-SYM) অফিসিয়ালওয়েবসাইট https://maandhan.in/ তে গিয়ে Click here to apply now অপশনে ক্লিক করবেন।
(২) এবার মোবাইল থেকে আবেদন করতে চাইলে Self-Enrollment অপশনে ক্লিক করে নিজের মোবাইল নম্বর, নাম, ইমেল, OTP দিয়েlogin করুন। (সাইবার ক্যাফে তে গেলে CSC VLE অপশনে ক্লিক করে ক্যাফের দোকানদার আপনার অনলাইনে ফর্ম ফিল আপ করে দেবে।)
(৩) এবার Dashboard লেখাটিরপাশে Enrollment অপশনে গিয়ে আপনার ব্যক্তিগত তথ্য যেমন:- আপনার নাম, আধার নম্বর, মোবাইল নম্বর, ইমেল, রাজ্য, জেলা, cast প্রভৃতিলিখবেন এবং তারপরে EPFO/ESIC/NPS এর মেম্বার কিনা ও ইনকাম ট্যাক্স দেন কিনা তা Yes বা No অপশন সিলেক্ট করে sumbit এ ক্লিক করবেন।
উল্লেখ্য যদি আপনি উপরের দুটো অপশন ভুল করে Yes করে দেন, তাহলে আপনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন না।
(৪) এবার আপনাকে OTP বা FMR বা IRIS এর মাধ্যমে বায়োমেট্রিক Authentication করতে হবে। আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিংক থাকলে OTP select করেVerify Using Bio Authentication এ ক্লিক করে আপনার মোবাইলে SMS বা Email এ পাঠানো OTP টাইপ করে verify OTP অপশনে ক্লিক করবেন।
(৩) এবার Dashboard লেখাটিরপাশে Enrollment অপশনে গিয়ে আপনার ব্যক্তিগত তথ্য যেমন:- আপনার নাম, আধার নম্বর, মোবাইল নম্বর, ইমেল, রাজ্য, জেলা, cast প্রভৃতিলিখবেন এবং তারপরে EPFO/ESIC/NPS এর মেম্বার কিনা ও ইনকাম ট্যাক্স দেন কিনা তা Yes বা No অপশন সিলেক্ট করে sumbit এ ক্লিক করবেন।
উল্লেখ্য যদি আপনি উপরের দুটো অপশন ভুল করে Yes করে দেন, তাহলে আপনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন না।
(৪) এবার আপনাকে OTP বা FMR বা IRIS এর মাধ্যমে বায়োমেট্রিক Authentication করতে হবে। আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিংক থাকলে OTP select করেVerify Using Bio Authentication এ ক্লিক করে আপনার মোবাইলে SMS বা Email এ পাঠানো OTP টাইপ করে verify OTP অপশনে ক্লিক করবেন।
- অফিসিয়াল লিংক :- Click Here
- মানধন যোজনা সংক্রান্ত বিস্তারিত তথ্য :- Click Here