আপনিকি জানেন জয় বাংলাপ্রকল্প কি, আজকেআমরা জানবো “জয় বাংলা প্রকল্প” বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, সামাজিক ও মানবিক প্রকল্পসম্বন্ধে সম্পূর্ণ তথ্য।
আপনিহয়তো শুনে থাকবেন জয়বাংলা প্রকল্প কথা, কিন্তু অনেকমানুষই আছে যারা জানেনা এই প্রকল্পের মাধ্যমেমানুষ কি কি সুযোগসুবিধা পাবে। গতবছর অর্থাৎ 2020 সালে মে মাসেরপ্রথম দিকে জয় বাংলাপ্রকল্প “Jai Bangla prakalpa” শুরু করার কথা বলাহয়েছিল এবং মার্চমাসের প্রথম দিকে বাস্তবায়িতকরা হয়। তপশিলিবন্ধু প্রকল্প, জয় জোহার প্রকল্পদুটো পেনশন যোজনা চালুকরা হয়। আগেযেসব পেনশন প্রকল্প গুলোছিল অর্থাৎ বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, বিকলাঙ্গ ভাতাবর্তমান এক সঙ্গে কথাহয়ে গেছে।
তপশিলিপরিবারদের যে পেনশন যোজনাটি পেনশন দেওয়াহচ্ছে সেটা তপশিলি জাতিঅর্থাৎ সিডিউল কাস্ট সম্প্রদায়েরপ্রাপ্ত বয়স্ক মানুষের জন্যকরা হয়েছে তপশিলি বন্ধুপ্রকল্প।জয়জোহার প্রকল্প লাভ পাবে তপশিলিউপজাতি বয়স্ক মানুষের জন্যঅর্থাৎ ST সম্প্রদায় পরিবারের ভিত্তি করে।
বর্তমানরাজ্য সরকার এইসব প্রকল্পগুলিশুরু করে দিয়েছে এবংএতে অনেক পরিবার উপকৃতহয়েছে বলে আশা করাযাচ্ছে। বর্তমান2021 এ দাঁড়িয়ে অনেক দরিদ্র পরিবারগুলোপ্রকল্পের আওতায় এসে গেছে। আরোঅনেক পরিবারকে এই প্রকল্পের আওতায়আনতে দুয়ারে সরকার প্রকল্পটি চালুকরা হয়েছে।
জয়বাংলা প্রকল্প আপডেট 2021-22
জয়বাংলা প্রকল্পে যে সমস্ত নতুনআপডেটগুলি এসেছে। এইআপডেটগুলি শুনলে আশা করিআপনাদের খুব ভালো লাগবে। যেসমস্ত নতুন আপডেট গুলোএসেছে নিম্নলিখিত পয়েন্টগুলি উল্লেখ করা হয়েছেআপনারা একে একে দেখতেপারেন।
জয়বাংলাপ্রকল্পে যুক্ত দুটি নতুনপ্রকল্প যার নাম তপশিলিবন্ধু প্রকল্প ও জয় জোহারপ্রকল্প এবং এই দুটোপ্রকল্পের মাধ্যমে তপশিলি জাতি ওউপজাতি বয়স্ক মানুষরা অনেকউপকৃত হবে।জয়বাংলা প্রকল্প যারা রেজিস্ট্রেশন করেছেনএবং যারা পেনশন পাচ্ছেনসেই সব ব্যক্তি প্রতিমাসে 1000 টাকাকরে পাবে।এইপ্রকল্পের টাকা সোজা সুবিধাভোগীরব্যাংক একাউন্টের মাধ্যমে প্রতিমাসে আসবে।
পুরানোযে সমস্ত সুবিধাভোগীরা বার্ধক্যভাতা বিধবা ভাতা এবংবিকলাঙ্গ ভাতা পাচ্ছিলেন সেইসবব্যাক্তিদের জয় বাংলা প্রকল্পেরআওতায় আনা হয়েছে।যদি আপনারা 600 টাকা থেকে 750 টাকাপেয়ে থাকেন বর্তমান ওইসব ব্যক্তিরা 1000 হাজার টাকা করেপাচ্ছি। যদিআপনি না পেয়ে থাকেনতাহলে আপনার স্থানীয় অঞ্চলঅফিস বা বিডিও অফিসেযোগাযোগ করতে পারেন।ট্রাইবালডেভেলপমেন্ট বিভাগের জয় জোহার প্রকল্পবার্ধক্য ভাতা সঙ্গে যুক্তকরা হয়েছে এবং মানবিকপেনশনের সঙ্গে যুক্ত করাহয়েছে W&CD বিকলাঙ্গ পেনশনের সঙ্গে এতে মানুষেরঅনেকটা সুবিধা হবে বলেমনে করা হচ্ছে।
জয়বাংলা যুক্ত হওয়া প্রকল্পেরনাম কি?
পশ্চিমবঙ্গেআগে যে ভাতা বাপেনশন প্রকল্প গুলো ছিল তারসঙ্গে অনেক নতুন–পুরনোএকত্রিত মিলিত হয়েছে অনেকগুলোপ্রকল্প। নতুনও পুরনো প্রকল্পগুলি যুক্তরকারণে মানুষের অনেকটা বুঝতে সুবিধাহয়েছে। নিচেনিম্নলিখিত প্রকল্পগুলি দেখে নিতে পারেনকোন কোন প্রকল্প গুলিমিলিত হয়ে জয় বাংলাপ্রকল্প নামকরণটি হয়েছে।
- মানবিকপ্রকল্প manabik prakalpa
- কৃষকবার্ধক্য ভাতা Krishak Bardhaka bhata
- শিল্পীবার্ধক্য পেনশন silpi Bardhaka pension
- তাঁতশিল্প বার্ধক্য পেনশন Tatsilpa Bardhaka pension
- জয়জোহার প্রকল্প (NEW) Jai johar prakalpa
- তপশিলিবন্ধু প্রকল্প (NEW) Tapasili bandhu prakalpa
- বিধবাভাতা প্রকল্প Bidhaba bhata prakalpa (W&CD And P&RD, UD&MA)
- বার্ধক্যভাতা Bardhaka Bhata (W&CD And P&RD, UD&MA)
- লোকপ্রসার প্রকল্প Loka prasar prakalpa
জয়যোহর প্রকল্পে নাম নথিভুক্ত সম্পর্কিততথ্য?
এইপ্রকল্পের নাম নথিভুক্ত করতেগেলে আপনাকে কয়েকটি লীগেরতথ্য সংগ্রহ করতে হবে। যাতেআপনাদের আবেদন করার সময়কোন সমস্যার মধ্যে না পড়তেহয়। নিম্নলিখিততথ্যগুলি নিচে দেওয়া রয়েছেআপনারা পড়ে নিতে পারে।
- যিনিআবেদন করবেন সেই ব্যক্তিযেন পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হল।
- জয়জোহার প্রকল্প আবেদনকারীদের বয়স কমপক্ষে 60 বছরেরউর্ধ্বে হতে হলে।
- জয়জোহার প্রকল্প আবেদন করতে গেলেতপশিলি উপজাতি বা আদিবাসী( ST) সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হতে হবে।
- জয়জোহার প্রকল্পের আবেদন কারীরা যদিসরকারি পেনশন পেয়ে থাকেতাহলে কিন্তু আপনি এইপ্রকল্পের সুবিধাথেকে বঞ্চিত হবে।
তপশিলিবন্ধু প্রকল্প নাম নথিভুক্ত সম্পর্কিততথ্য
- আপনিযদি নাম নথিভুক্ত করতেচাইছেন তখন বর্তমান বয়স60 বছরের ঊর্ধ্বে হতেহবে
- এইপ্রকল্পে যদি আপনি কোনসামাজিক নিরাপত্তা pension পেয়ে থাকেন তাহলেআপনি এই প্রকল্পের নামনথিভুক্ত করতে পারবেন না।
- তপশিলিবন্ধু প্রকল্পে আবেদনকারীর অবশ্যই (SC) সম্প্রদায় নথিভূক্ত হতে হবে।
- আপনিযদি কোনো সরকারি পেনশনপেয়ে থাকেন তাহলে আপনিএই প্রকল্পের আওতায় আসবে না।
আশাকরি আপনারা বুঝতে পেরেছেন। যদিআপনার মধ্যে এই সমস্তকাইটেরিয়া গুলি রয়েছে তাহলেঅবশ্যই আপনি তপশিলি বন্ধুপ্রকল্পে নাম নথিভুক্ত করতেপারবেন।
বার্ধক্যভাতা আবেদন পদ্ধতি?
যদিআপনার বয়স 60 বছরের উর্ধ্বে হয়েগেছে তাহলে আপনি অবশ্যইবার্ধক্য ভাতায অংশ নিতেপারেন বা ফরম পূরণকরে জমা দিতে পারেন। আপনিকিন্তু বর্তমান পরিস্থিতিতে অনলাইন আবেদন করতেপারবে না। আপনিচাইলে অফলাইন আবেদন করতেপারেন আপনার স্থানীয় গ্রামপঞ্চায়েত কিংবা বিডিও অফিসেরমাধ্যমে। সবথেকেবর্তমান আবেদনের পদ্ধতি হলো দুয়ারেসরকার প্রকল্পের মাধ্যমে আপনারা আবেদন করতেপারবেন। তোমারেসরকার প্রকল্পের মাধ্যমে অতি সহজে আপনিআপনার নথিপত্রগুলো নিয়ে দুয়ারে প্রকল্পসেন্টারে যাবেন এবং সেখানেগিয়ে যথাযথ নথিপত্র গুলিজমা করে এবং বার্ধক্যভাতা আবেদন ফরম পূরণকরে অফিসারের কাছে জমা দিতেপারেন। যদিআপনি জয় জোহার প্রকল্পফরম বা তপশিলি বন্ধুফরম পূরণ করে জমাদিতে চাইছে তাহলে দোয়ারেসরকার প্রকল্পমাধ্যমে আপনি আপনার নিকটবর্তীযে দুয়ারে সরকার ক্যাম্পটি বসবেসেখানে গিয়ে অবশ্যই জমাকরুন।
বিধবাভাতা বা বার্ধক্য ভাতানামের লিস্ট কিভাবে দেখবেন?
জয় বাংলা প্রকল্প টি শুরু হয়েছে কিন্তু এখানে কোন প্রকার নামের লিস্ট দেখার কোন অ্যাপ বা ওয়েবসাইট নেই কিন্তু আপনি যে ফর্মটা জমা করেছেন তার স্ট্যাটাস দেখার জন্য ওয়েবসাইট রয়েছে। আপনারা জয় বাংলা প্রকল্প অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে চেক করতে পারেন। আপনার নামটি আছে কিনা চেক করার জন্য আপনার স্থানীয় ব্লক অফিসে যাবেন, ওখান থেকে সম্পূর্ণ তথ্যটি আপনি পেয়ে যাবেন।