দেখে নিন উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন 2022 | WB Higher Secondary Exam Routine 2022

 

WB HS Exam Routine 2022

প্রকাশিতহলো উচ্চমাধ্যমিক পরীক্ষা ২০২২ এর রুটিন WB Higher Secondary Exam Routine 2022 চলুন দেখেনেওয়া যাকতোমাদেরমনে অনেকের প্রশ্ন আছে2022 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষাকবে হবে? এবং একজনছাত্রছাত্রী হিসাবে তোমাদের মনেএই প্রশ্ন থাকা সাধারণ

    WBCHSE HS Exam Routine 2022:

    Examination Board:

    West Bengal Council of Higher Secondary Education

    Exam Name:

    Wbchse HS Exam 2022

    State:

    West Bengal

    Topic:

    WB 12th Routine

    WB HS 2022 Exam Date:

    05-20 April 2022

    Higher Secondary Exam Subjects:

    FIRST LANGUAGE,2nd LANGUAGE, OTHER COMP. SUBJECTS, ADDITIONAL SUBJECTS

    Exam Mode:

    Offline

    Official Website:

    @wbchse.nic.in

    WB HS Exam Date:

    সমস্ত কিছু ঠিক থাকলে বিগত বছরের মতো উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে ২০২২ সালের 2-রা এপ্রিল তারিখ থেকে

    উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল/স্থগিত হবে?

    পর্ষদ একদম প্রস্তুত অফলাইনে পরীক্ষা নেওয়ার জন্যতাই ২০২২ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা অফলাইনে হবেইইতিমধ্যে পর্ষদ দিন ঘোষণা করেছে

    এই বছর মহামারীর জন্য স্কুল বন্ধ থাকায় তোমাদের পরীক্ষা বাতিল হয়েছেআশা করছি তোমারা পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক পরীক্ষা ২০২২এর জন্য ভালোভাবে সকলে প্রস্তুতি নিচ্ছো

    পর্ষদের অফিশিয়ালভাবে নতুন উচ্চ মাধ্যমিক রুটিন ২০২২ প্রকাশিত হয়েছে। আমরা নীচের আপডেট করে দিলাম

    উচ্চমাধ্যমিক পরীক্ষার রুটিন ২০২২:-

    •   রা এপ্রিল, ২০২২ (শনিবার)- বাংলা (A), ইংলিশ(A), হিন্দি (A), নেপালি(A), উর্দু, সাঁওতালি, উড়িয়া, তেলেগু, গুজরাটি, পাঞ্জাবি

     

    •   ঠা এপ্রিল, ২০২২ (সোমবার)- ইংলিশ (B), বাংলা(B), হিন্দি (B), নেপালি(B), উর্দু, অল্টারনেটিভ ইংলিশ

     

    •   এপ্রিল, ২০২২ (মঙ্গলবার)- হেলথকেয়ার, অটোমোবাইল, অর্গানাইজড রিটেইলিং, সিকিউরিটি, আইটি এবং আই.টি..এস, ট্যুরিজম, হসপিটালিটি, প্লাম্বিং, কনস্ট্রাকশন, ভোকেশনাল সাবজেক্ট

     

    •   এপ্রিল,২০২২ (বুধবার)- বায়োলজিক্যাল সাইন্স, বিজনেস স্টাডিজ, পলিটিক্যাল সাইন্স

     

    •   এপ্রিল,২০২২ (শুক্রবার)- গণিত, সাইকোলজি, অ্যানথ্রোপলজি, এগ্রোনোমি, ইতিহাস

     

    •   এপ্রিল, ২০২২ (শনিবার)- কম্পিউটার সাইন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, এনভায়রনমেন্টাল স্টাডিজ, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, মিউজিক, ভিজুয়াল আর্টস

     

    •  ১১ এপ্রিল, ২০২২ (সোমবার)- পদার্থবিদ্যা, পুষ্টিবিদ্যা, এডুকেশন, একাউন্টান্সি

     

    •  ১৩ এপ্রিল, ২০২২ (বুধবার)- কমার্শিয়াল এবং প্রিলিমিনারিজ অফ অডিটিং, ফিলোজফি, সোসিওলজি

     

    •  ১৬ এপ্রিল, ২০২২ (শনিবার)- রসায়নবিদ্যা, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্শিয়ান, আরবিক, ফ্রেঞ্চ

     

    •  ১৮ এপ্রিল, ২০২২ (সোমবার)- স্ট্যাটিসটিক্স, ভূগোল, কাস্টিং এবং টাক্সেশন, হোম ম্যানেজমেন্ট এবং ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট

     

    •  ২০ শে এপ্রিল, ২০২২ (বুধবার)- ইকোনমিক্স
    পরীক্ষার সময়সীমা:- ৩ ঘণ্টা ১৫ মিনিট (১০:০০ টা থেকে দুপুর ১:১৫ পর্যন্ত)

    WBCHSE Higher Secondary Exam Routine 2022:

    উচ্চ মাধ্যমিক রুটিন ২০২২

     Wbchse HS Exam 2022 Result


    Available Soon
    Official Website

    খবরটি ছড়িয়ে দিন সকলের মধ্যে। এরকমই আরও সমস্ত খবর সবার আগে পেতে ডানদিকের নীচে থাকা টেলিগ্রাম আইকনে ক্লিক করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন।

    2 thoughts on “দেখে নিন উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন 2022 | WB Higher Secondary Exam Routine 2022”

    Leave a Comment