লক্ষীরভান্ডারের নতুন নিয়ম ।লক্ষীর ভান্ডার প্রকল্প নিয়ম | লক্ষীর ভান্ডার প্রকল্প wikipedia| LAXMIR BHANDAR NEW RULE
আপনিকি জানেন লক্ষীর ভান্ডারেরনতুন নিয়ম শুরু করলরাজ্য পশ্চিমবঙ্গ সরকারের “Laxmir bhandar New rule” কি হয়েছে সমস্ত কিছু জানবএই আর্টিকেল এর মধ্যে।
আপনারানিশ্চয়ই জানেন পশ্চিমবঙ্গ সরকারমাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা ভোটের আগে ইস্তেহারেজানিয়েছিল পশ্চিমবঙ্গের সমস্ত মহিলাদের ‘Laxmir bhandar’ প্রকল্পেরমাধ্যমে জেনারেল কাস্ট মহিলাদের একাউন্টে500 টাকা এবং ST/SC মহিলাদের জন্য 1 হাজার টাকাকরে প্রতিমাসে ব্যাংক একাউন্টের মাধ্যমেদেওয়া হবে।
তৃতীয়বারক্ষমতায় আসার পর রাজ্যসরকার ঘোষণা অনুযায়ী কাজখুব তাড়াতাড়ি শুরু হয়ে যায়এই প্রকল্পটির বাস্তবায়ন করার জন্য।দুয়ারে সরকার প্রকল্প মাধ্যমেলক্ষীর ভান্ডার আবেদন করে সমস্তমহিলাএবং পশ্চিমবঙ্গের আড়াই কোটি মহিলাআবেদন করেছিল।
বর্তমানএই প্রকল্পের টাকা প্রত্যেকটি মহিলারএকাউন্টে চারথেকে পাঁচ কিস্তি টাকাপ্রত্যেকটি আবেদনকারীর ব্যাংক একাউন্টের মাধ্যমেসরাসরি পৌঁছে গিয়েছে।বর্তমান Laxmir bhandar New rule বদলে দেওয়া হয়েছে।আজকে আমরা জানবো লক্ষীরভান্ডার প্রকল্পের কি কি নিয়মবদলে দিয়েছে তা বিস্তারিত আলোচনাকরব।
লক্ষীরভান্ডারের নতুন নিয়ম 2022
আপনিযদি Laxmir bhandar প্রকল্পের আবেদন করে থাকেনতাহলে এর নিয়ম কিকি বদলে গিয়েছে নিম্নলিখিতশর্ত গুলি দেখুন এবংনতুন যারা আবেদন করবেতাদের অবশ্যএইশর্তাবলী পূরণ করলেই আপনিকরতে পারবেন লক্ষীর ভান্ডারআবেদন।
Laxmir bhandar New rule
- ব্যাংকএকাউন্টের রদবদল : যারা নতুন করেআবেদন করবেন আবেদনকারীর Bank account জয়েন্ট হলেখুব শীঘ্রই সিঙ্গেল একাউন্টকরে নিন, যদি আপনারজয়েন একাউন্ট হয়ে থাকে তাহলেআপনি আবেদন করতে পারবেনা।
- বেনিফিসারী ব্যাংকএকাউন্ট: যদি আপনারা জয়েন্টব্যাংক একাউন্ট দিয়ে রেখেছেন, লক্ষীভান্ডার এর টাকা পাচ্ছেনতাহলে খুব শীঘ্রই আপনিআপনার ব্যাংক একাউন্ট বদলেসিঙ্গেল একাউন্ট করে নিন নাহলেএরপর থেকে আপনার ব্যাংকএকাউন্টে আর লক্ষীভান্ডার টাকা আসবে না।
- রেশনকার্ড কেওয়াইসি: আপনি যখন লক্ষীরভান্ডারে আবেদন করেছিলেন তখনআপনার প্রয়োজন হয়েছিল রেশন কার্ড, এইরেশন কার্ডের যদি আপনার kyc না হয়ে থাকেতাহলে আপনার লক্ষীর ভান্ডারবাতিল হতে পারে।
- স্বাস্থ্যসাথী কার্ড: যদি আপনারস্বাস্থ্য সাথী কার্ড এরসঙ্গে আধার কার্ড এবংখাদ্য সাথী কার্ড এরলিংক না থাকে তাহলেআপনি খুব শীঘ্রই করেফেলুন লিংক। নাহলে আপনি আপনার লক্ষীরভান্ডার প্রকল্প থেকে নাম বাতিলহতে পারে।
কেন এমন সিদ্ধান্ত?
জয়েন্টএকাউন্ট থাকা আবেদনকারীদের বহুসমস্যার কারণে এই সিদ্ধান্তনিয়েছে সরকার। বিশেষ করে টাকাতোলার ক্ষেত্রে যার প্রাপ্য টাকাতাকে ছাড়া ব্যাংক থেকেটাকা তুলে নেওয়া হচ্ছে এবংবহু সমস্যার কথা জানিয়ে এইসিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার তাইLaxmir bhandar New rule বদলেফেলা হয়েছে।
Laxmir bhandar New apply 2022
যদিআপনারা নতুন করে আবেদন করবেনতাহলে নিম্নলিখিত তথ্যগুলি দেখে নিন।
সিঙ্গেলব্যাংক একাউন্ট
স্বাস্থ্যসাথী কার্ড
রেশনকার্ড
আধারকার্ড
পাসপোটসাইজ ফটো
ডকুমেন্টগুলি অবশ্যই প্রয়োজন রয়েছেযদি আপনার নতুন করেআবেদন করতে যাচ্ছেন।