TRAFFIC FINE LIST 2022 WEST BENGAL | নতুন ট্রাফিক ফাইন জানুন
এবার থেকে traffic rules বিধি ভঙ্গ কারীদেরমোটা অঙ্কের জরিমানা হতেপারে নতুন ট্রাফিক ফাইন। আজকে আপনাদের আমরা জানবো new traffic rules in west bengal 2022 কি কি জরিমানা বাড়ছেতার সম্বন্ধে সমস্ত তথ্য এবং“traffic fine list 2022 west bengal” এইআর্টিকেলের মধ্যে জানতে পারবেন।
পশ্চিমবঙ্গেপেট্রোল চালিত দু চাকাবাহন এবং চারচাকা বাহনচালকরা বেআইনিভাবে ট্রাফিক আইন অমান্য করেগাড়ি চালানোর চেষ্টা করত।অতিরিক্ত ট্রাফিক আইন বিধিভেঙ্গে বেপরোয়াভাবে গাড়ি চালানোর জন্যকঠোর হলো পশ্চিমবঙ্গ ট্রাফিকব্যবস্থা।
দুই চাক্কা এবং চারচাকাপেট্রোল ডিজেল চালিত যানবাহনেরক্ষেত্রে একগুচ্ছ new traffic fine list 2022 নিয়ে এসেছে রাজ্য সরকার। অতিরিক্তট্রাফিক ফাইন বাড়িয়ে বোঝাচাপিয়ে দিল চালকদের উপর।
Traffic fine list 2022 west bengal
এক ধাক্কায় বাড়ল নতুন ট্রাফিকফাইন লিস্ট, নিম্নলিখিত কললিস্ট দেখে নিন কিসেকত টাকা বেড়েছে।
- ট্রাফিকলাইট অমান্য জরিমানা :- গাড়িচালানোর সময় মোবাইল ফোনব্যবহার করলে বা ট্রাফিকলাইট ক্রস করলে আগে ফাইনকরা হতো 500 টাকা এবং বর্তমানএইখানে বাড়িয়ে করা হয়েছে 5000 টাকা। বর্তমানMV আইন সংশোধন করার পরএক ধাক্কায় বাড়লোদশগুণ ট্রাফিক ফাইন।
- বেপরোয়াগাড়ি চালানোর ফাইন :- আপনি যদিবেপরোয়াভাবে গাড়ি চালান আপনাকেআগে জরিমানা স্বরূপ দিতে হতো400 টাকা এবং বর্তমান ওইফাইন বাড়িয়ে করা হয়েছে 4000 টাকা। 3 বছরেরমধ্যে আপনি যদি বিপদজনক ড্রাইভিং করে থাকেন তাহলেআপনাকে 10 হাজার টাকা পর্যন্তজরিমানা স্বরূপ দিতে হবে।
- ড্রাইভিং নিয়ম লঙ্ঘন জরিমানা:- আপনি যদি কোনো কারণবশতড্রাইভিং নিয়ম লঙ্ঘন করেকরে থাকেন আগে চার্জকরা হতো 500 টাকা কিন্তু বর্তমান1000 টাকা সার্চ করা হতেপারে এবং রাস্তায় দৌড়ানোরক্ষেত্রে 5 হাজার টাকা জরিমানাদিতে হবে।
- লাইসেন্সছাড়া গাড়ি চালানোর ফাইন:- লাইসেন্স ছাড়া গাড়ি চালানোরক্ষেত্রে 5000 টাকা জরিমানাবর্তমান ধার্য করা হয়েছে, যেটা আগে শুধু মাত্র500 টাকা ছিল। এটাPTI রিপোর্ট অনুযায়ী জানা যায়।
- রাস্তায়অনুমতি ছাড়া গাড়ি চালানোরফাইন :- রাস্তায় অনুমতি ছাড়া কোনোযানবাহন চলাচল করলে 10,000 টাকাজরিমানা করা হবে, নতুননিয়ম অনুযায়ী এই ফাইল ধার্যকরা হয়েছে।
- হেলমেটছাড়া গাড়ি চালানোর ফাইল:- আপনি যদি বাইক আরোহীহয়ে থাকেন, হেলমেট ছাড়াবাইক চালানোর ক্ষেত্রে 1000 হাজার টাকা ফাইনএবং তিন মাসের জন্যড্রাইভিং লাইসেন্স অযোগ্য বলে ঘোষণাকরা হবে ।
- অযথা হর্ন বাজানো জরিমানা:- আপনি যদি কোন নিরবঅঞ্চলে অযথা হর্ন বাজানতাহলে আপনাকে মোটা অঙ্কেরজরিমানা সম্মুখীন হতে হবে, এরজন্য আপনাকে 2000 টাকার জরিমানা জায়গায়চার হাজার টাকা করাহয়েছে এবং 2000 টাকা গাড়ির বীমাস্ল্যাপ করা হবে।
- PUC সার্টিফিকেটনা থাকলে জরিমানা :- যদিআপনি PUC সার্টিফিকেট বহন না করেথাকেন তাহলে আপনাকে 10,000 টাকাজরিমানা এবং তিন মাসেরজন্য গাড়ির লাইসেন্স বাজেয়াপ্তকরা হতে পারে।
অন্যান্যজরিমানা : স্থগিত লাইসেন্স সহধরা পড়লে 10 হাজার টাকা জরিমানা, কোন ব্যক্তির যানবাহন অনুমোদন ছাড়া ঝগড়া করলেএক লক্ষ টাকা জরিমানা, ট্যাক্সি প্রত্যাখ্যান করালে পুলিশ 500 টাকাজরিমানা করবে।
কেন এই সিদ্ধান্ত?
বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছেnew traffic rules in west bengal 2022 আসারপর। এইবড় সিদ্ধান্ত নেওয়ার কারণ যানবাহন চলাচলেপ্রচুর সমস্যা এড়ানোর জন্যএই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।পশ্চিমবঙ্গে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্টের শিকার হচ্ছে সাধারনপাবলিক ও যানবাহন চালকেরা। বড়সড়ক দুর্ঘটনার কবলে যাতে নাপড়ে new traffic rules শুরু করলো পশ্চিমবঙ্গসড়ক ও পরিবহন দপ্তর। নতুনtraffic rules শুরু হওয়ার পর অনেকটাসচেতন এসেছে বলে জানাযায় এবং পরে আরওসচেতনভাবে গাড়ি চালানোর ক্ষেত্রেসুবিধা আসবে বলে অনেকেরধারণা।