BSB STATUS CHECK 2022 | বাংলা শস্য বীমা 2022 স্ট্যাটাস চেক

 

BSB STATUS CHECK 2022 | বাংলা শস্য বীমা 2022 স্ট্যাটাস চেক

 

বাংলাশস্য বীমা 2022  রবিমৌসুমে স্ট্যাটাস চেক করতে চাইছেনবা আপনি কি এইবীমার টাকা পাচ্ছেন না? আজকে আমরা জানবো BSB status check 2022 কিভাবে করবেন, টাকাকেন পাচ্ছেন না, কি করাউচিতকিভুল থাকলে টাকা পাবেনা সমস্ত কিছু এইআর্টিকেলের মধ্যে জানবো

    পশ্চিমবঙ্গেরকৃষকদের জীবন দায় প্রকল্পbsb portal এর অধীনে কৃষকরাকোন প্রাকৃতিক দুর্যোগের কারণে ফশন নষ্টহয়ে গেলে bsb bima 2022 থেকে চাষীরা টাকাপেয়ে থাকে কৃষিজউৎপাদন ব্যয় হিসাব এইটাকা বরাদ্দ করা হয় আপনিযদি এই টাকা বাবাংলা শস্য বীমা লাভপেতে চান তাহলে আপনাকেফরম ফিলাপ করে জমাকরতে হবে আজকেআমরা জানবো bsb status check 2022  কিভাবেকরবেন

    বাংলা শস্য বীমা 2022

    আপনিযদি এই বীমার টেটাসচেক করতে চাইছেন তাহলেআপনি আপনার মোবাইলে মাধ্যমেকরতে পারেন যদি আপনারbangla shasya bima application id দিয়েচেক করতে পারেনযদি আপনি অফলাইনে চেককরতে চান তাহলে আপনারস্থানীয়  ব্লককৃষিদপ্তর গিয়ে যোগাযোগকরতে পারেন এবং এখানথেকে আপনি সমস্ত তথ্যপেয়ে যাবেন

     

    BSB application id কোথায় পাবেন?

    যদিআপনি এই প্রকল্পের আবেদনকরে থাকেন বাংলা শস্যবীমা রবি তে আবেদনকরে থাকেন তাহলে আবেদনকরার সময় যে রিসিভকপি আপনাকে দিয়েছিল তারমধ্যে রয়েছে আপনার অ্যাপ্লিকেশনআইডি এছাড়াওআপনি আপনার bsb status check voter card দিয়ে download certificate of insurance ক্লিককরে দেখুন

     

    BSB insurance certificate কিভাবে করবেন ?

    আপনিযদি বাংলা শস্য বীমাইন্সুরেন্স সার্টিফিকেট ডাউনলোড করতে চান তাহলেbanglashasyabima.net ওয়েবসাইটে যান, ক্লিক করুনdownload certificate of insurance অপশন, আপনার ভোটার কার্ড নাম্বারফাকা বক্সে টাইপ করুন, রবি মৌসুম সিলেক্ট করুন, এরপর সিলেক্ট করুন 2022 এবং নিচে সার্চবাটন ক্লিক করেআপনার  ইন্সুরেন্সসার্টিফিকেট  ডাউনলোডকরুন

     

    bsb status check 2022 কিভাবে করবেন?

    আপনিযদি শস্য বীমা টেটাসচেক করতে চান তাহলেনিচের স্টেপ গুলি ফলোকরে আপনি আপনার ফসলবীমার স্ট্যাটাস চেক করতে পারেন

     

    •  গুগলসার্চ অপশনে টাইপ করুনbanglashasyabima net এবংসার্চ দিন
    • সার্চ রেজাল্ট প্রথম ওয়েবসাইটের লিংকেক্লিক করুন
    • ওয়েবসাইট ওপেন হলে application status অপশন এর মধ্যেক্লিক করুন
    • আপনার বাংলা শস্য বীমা application id  দিয়েসার্চ অপশনে ক্লিক করুন
    • আপনার বাংলা শস্য বীমা টেটাসচেক এর মাধ্যমে সমস্তকিছু  তথ্যপেয়ে যাবেন
    • এছাড়া আপনার স্থানীয় কৃষি দপ্তরে গিয়েস্ট্যাটাস চেক করতে পারেনখুব সহজে

     

    BSB bima টাকা কেনপাচ্ছেন না?

    পশ্চিমবঙ্গেরঅনেক কৃষক রয়েছে যারাশস্য বীমা প্রকল্প টাকাপাচ্ছিনা এবং বারবার ফরমফিলাপ করে জমা দেওয়ারপর কাজ হচ্ছে না আপনিযদি কয়েকটি ভুল করে থাকেনতাহলে bsb টাকা পাবে না নিম্নলিখিততথ্য গুলো দেখে নিন

     

    1. রিসেন্টআপনার কৃষি  জায়গারপর্চা
    2. ব্যাংকের আইএফসি কোড এবং ব্যাঙ্কনাম্বার ভুল
    3. ব্যাংক একাউন্ট আনএক্টিভ
    4. নিজের নামের সঙ্গে আপনার পর্চানামের সঙ্গে অমিল
    5. অন্য কোনো ব্যক্তির পর্চা দিয়ে রেখেছে
    6. এইসব তথ্য যদি আপনি দিয়েথাকেন তাহলে আপনার বাংলাশস্য বীমার টাকা  অ্যাকাউন্ট আসবে না

     

    কিকরা উচিত?

    আপনিযদি টাকা না পেয়েথাকেন তাহলে আপনাকে সবকিছু তথ্য সঠিকভাবে দেওয়াঅবশ্য প্রয়োজন রয়েছে যদিআপনি bsb bima ফরম ফিলাপ করারসময় ছোটখাট ভুল করেথাকেন তাহলে আপনার একাউন্টেটাকা আসবে নানিম্নলিখিত তথ্য সঠিকভাবে আবেদনকরলে আপনার bsb portal এর টাকা ব্যাংকেআসবে

     

    • আপনিযে ফসলের জন্য আবেদনকরেছেন ফসল যুক্ত কৃষিজমির কারেন্ট পর্চা  আপনাকেআবেদনপত্রের সঙ্গে জমা করতেহবে
    • সঠিকভাবে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট, ব্যাংক ifsc cod এবং আপনার ব্যাংকেরএকাউন্ট একটিভ আছে কিনাযাচাই করে নিবেন
    • আপনার কৃষি জায়গার পর্চা নাম এবংআধার কার্ড ভোটারকার্ড  নামেরসঙ্গে  যোগআছে কিনা সঠিকভাবে দেখেনেবেন
    • আপনি যদি ভাগচাষী হয়ে থাকেন তাহলেজমির মালিকের কারেন্ট  পর্চাজেরক্স, অঞ্চল শংসাপত্র, গ্রামপঞ্চায়েত শংসাপত্র এবং বিডিও অফিসারেরশংসাপত্র আবেদনপত্রের সঙ্গে জমা করতেহবে

    1 thought on “BSB STATUS CHECK 2022 | বাংলা শস্য বীমা 2022 স্ট্যাটাস চেক”

    Leave a Comment