e-shram card benefits 2022 | ই-শ্রম কার্ড কি কি সুবিধা রয়েছে | ই শ্রম কার্ড অনলাইন আবেদন | জেনে নিন বিস্তারিত!

 

ভারতেরঅনেক মানুষ শ্রমকার্ড অনলাইন আবেদন করেছেনকিন্তু এর শ্রমকার্ডের সুবিধা কি কিরয়েছে এখনো মানুষ ঠিকভাবে  অজানারয়েছে আজকে আমরা সম্পূর্ণহবে আলোচনা করব “e shram card benefits” ফর্ম ফিলাপ, registration সমস্ত তথ্যআলোচনা করব

    ভারতেরপ্রায় 33 কোটি মানুষ রয়েছেযারা আন অর্গানাইজেশন সেক্টরেকাজ করে ভারতসরকার এইসব ব্যক্তিদের একছাদের তলায় আনার জন্য শ্রম কার্ড শুরুকরেছে যাতে মানুষ  আবেদন করে এরসম্পূর্ণ লাভ পেতে পারে ভারতেরবেশিরভাগ মানুষ এখনো পর্যন্তসঠিকভাবে জানতে পারল না শ্রম কার্ড সুবিধাকি কি রয়েছে? এখনোপর্যন্ত ভারতে  অনেকমানুষ ”e shram card registration online apply 2022” শুরুরআগে নথিভূক্ত জন্য পিছিয়ে আছে

    কেন্দ্রীয়সরকার তথা মাননীয় প্রধানমন্ত্রীনরেন্দ্র মোদী এর অনুপ্রেরণায়ভারতীয় অসংগঠিত শ্রমিকদের নতুন প্রকল্প চালুকরেন এইe-shram card আওতায় প্রত্যেক অসংগঠিত শ্রমিক পাবেন প্রতিমাসে প্রায় 3000 টাকা

    e-shram card আবেদন করার শেষতারিখ কবে?

    শ্রম কার্ড এরইতিমধ্যে বিভিন্ন রাজ্যের থেকে প্রায় 196130675 জনএই কার্ডের আওতায় নাম নথিভুক্তরয়েছে এখনআপনার রেজিস্টার করতে পারেন, এইe-shram portal অফিসিয়ালনোটিশ অনুযায়ী এখনও কোনো আবেদনকরার শেষ তারিখ প্রকাশিতহয়নি আপনারাযদি চাইলে 2022 সালে নতুন করেআবেদন করতে পারেনতবে এই প্রকল্পের আওতায়যারা 2021 আর্থিক বছরে 31 শেডিসেম্বর এর আগে রেজিস্টারকরছেন তারা কিন্ত এইপ্রকল্পের সুবিধা পাবেন খুবশীঘ্রই

    e-shram card আবেদন করার জন্যকি কি ডকুমেন্ট প্রয়োজন?

    শ্রম কার্ড নতুনকরে অনলাইন রেজিস্ট্রেশন করারজন্য আবেদনকারী যেমস্ত ডকুমেন্টস প্রয়োজনসেগুলো

    • আধারকার্ড
    • মোবাইল নম্বর (আধার কার্ড এরসঙ্গে লিঙ্ক থাকতে হবে)
    • স্কুল সার্টিফিকেট
    • ইনকাম সার্টিফিকেট
    • নিজস্ব ব্যাংক একাউন্ট

    e-shram card নতুন করে কিভাবেআবেদন করবেন?

    যদিএকজন অসংগঠিত শ্রমিক হন, 2021 আর্থিকবছরে 31 শে ডিসেম্বর এরআগে “e-shram card” রেজিস্টার না করেন তাহলেআপনি 2022 সালে নতুন করেআবেদন করতে পারেনএর জন্য আপনাকে “e-shram portal” এর অফিসিয়াল ওয়েবসাইটেযেতে হবে


    এরপরহোম পেজে REGISTER on e-Shram অপশনে ক্লিক করবেন পরবর্তীপেজটি ওপেন হবে সেখানেআধার কার্ডের সঙ্গে যে মোবাইলনম্বরটি রেজিস্টার আছে সেই মোবাইলনম্বরটি দেবেন এবং ক্যাপচারকোডটি বসিয়ে Sent OTP তে ক্লিক করুন এরপরOTP বসিয়ে Submit করলে পরবর্তী পেজটিওপেন হবে সেখানে আধারনম্বর দিয়ে “I agree to the terms & conditions for registration under eSHRAM Portal” অপশনে ক্লিক করেSent OTP ক্লিক করবেন এরপরOTP বসিয়ে Submit করলে পরবর্তী পেজটিতেআপনার আধার কার্ডের সমস্তডিটেলস চলে আসবে এরপরParsonal Details , Nominee Details, Address, Qualification and Income Details, Occupation Details, Bank Account Details সমস্ততথ্য দিয়ে Submit করতে হবে, তাহলেআপনার “e-shram card” আবেদন সম্পন্ন হবে

    e-shram card এর কি কিসুবিধা পাবেন?

    1. আপনার“e-shram card” বানানোথাকে তাহলে আপনি “e-shram card benefits 2022” যে সুযোগ সুবিধাপাবেন সেগুলো দেখুন
    2. শ্রম কার্ড থাকলেকেন্দ্র সরকারের তরফ থেকে প্রধানমন্ত্রীসুরক্ষা বীমা থেকে এককালীন2 লক্ষ টাকা পাবেন
    3. আপনারযদি কোনো দুর্ঘটনার কারণে, যদি আপনি শারীরিকভাবে পুরোপুরিঅক্ষম হন তাহলে আপনি2 লক্ষ টাকা পর্যন্ত বীমাপাবেন
    4. আপনারযদি দুর্ঘটনার কারণে, যদি আপনিশারীরিকভাবে আংশিক অক্ষম হনতাহলে আপনি 1 লক্ষ টাকাপাবেন
    5. এছাড়াওআপনি যদি প্রতি মাসে55 টাকা প্রধানমন্ত্রী মানধন পেনশন স্কিমেজমা করেন, তাহলে আপনি60 বছর বয়সে, এই “e-shram card” এর মাধ্যমে প্রত্যেকমাসে 3000 টাকা ভাতা বাপেনশন পাবেন

    শ্রম কার্ড সুবিধা লিস্ট?

    প্রথমেকিন্তু এই কার্ডের সুবিধাকতটা ছিল না কিন্তুপর পর এর সুবিধাগুলোএকটিভ করা হচ্ছেএর মধ্যে অনেকগুলো সুবিধাe shram portal থেকে সোজাসুজি আবেদন করতে পারবেন নিম্নলিখিতএর সুবিধা গুলি জেনেনিন

     e shram card benefits list

    • প্রধানমন্ত্রীশ্রম যোগী মানধন(PM-SYM) পেনশন যোজনা
    • স্বনিযুক্ত ব্যক্তিদের জন্য জাতীয় পেনশনস্কিম (NPS)
    • প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা(PMJJBY)
    • প্রধানমন্ত্রী নিরাপত্তা বিমা যোজনা (PMSBY)
    • অটল পেনশন যোজনা (APY)
    • PDS (যে কোনোপরিবারে 15 থেকে 59 বছরের মধ্যে কোনোসদস্য নেই তাদের জন্যপ্রতি মাসে 35 কেজি চাল বাগম)
    • প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ (PMAYG)
    • ন্যাশনাল সোশ্যাল অ্যাসিসট্যান্স প্রোগ্রাম বা বার্ধক্য সুরক্ষা(NSAP)
    • আয়ুষ্মান ভারত যোজনা (PMJAY)
    • তাঁতিদের জন্য স্বাস্থ্য বীমা (HIS)
    • জাতীয় সাফাই কর্মচারি (NSKFDC) মেথর হিসাবে জড়িতব্যক্তি
    • ম্যানুয়াল স্ক্যাভেঞ্জারদের পুনর্বাসনের জন্য স্বকর্মসংস্থানপ্রকল্প OTCA (সংশোধিত)

    সম্পূর্ণজানতে ক্লিক করে eshram জান অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক-Click Here

    e shram card registration 2022 online apply

    আপনারানিজের মোবাইল বা কম্পিউটারথাকে নিজের শ্রমকার্ড অনলাইন আবেদন করতেপারেন এরজন্য শ্রম অফিসিয়ালওয়েবসাইট যেতে হবে এবংREGISTER on e-Shram ক্লিক করে আপনারাঅনলাইন রেজিস্ট্রেশন করতে পারবেন

    শ্রম কার্ড অনলাইন ফর্মফিলাপ কিভাবে করব?

    এইকার্ড করার জন্য কয়েকটিস্টেপ ফলো করলেই আপনিe shram card online form fillup করতেপারবেন খুব সহজেনিম্নলিখিত স্টেপ গুলির ফলোকরলে আপনি নিজে অনলাইনফর্ম ফিলাপ করতে পারবেন

    আপনিআপনার মোবাইলের যেকোনো ব্রাউজার ওপেনকরুন এবং টাইপ করুনe shram সার্চ দিন সার্চরেজাল্টের প্রথম ওয়েবসাইটে ক্লিককরবেন এবং REGISTER on e-Shram এই অপশনটিতে ক্লিককরবেন

     e-Shram register Aadhar card

    যদিআপনি অনলাইন আবেদন করতেযাচ্ছেন তাহলে আধার কার্ডেরপ্রয়োজন রয়েছে এবং আধারকার্ডের সঙ্গে ফোন নাম্বারযুক্ত থাকা বাধ্যতামূলক রয়েছে আধারকার্ডের সঙ্গে যুক্ত থাকাফোন নাম্বারটি প্রথমে ফাকা বক্সেবসাবেন, সঠিক ভাবে ক্যাপচাভরবেন এবং send otp তে ক্লিক করবেন ওটিপিআসার পর নিচের ফাকাবক্সে বসিয়ে নেক্সট করবেন

    আপনারসঙ্গে নতুন একটি উইন্ডোওপেন হবে, এখানে আধারকার্ড থাকা ষোলটি নাম্বারউপরে ফাকা বক্সে বসেএবং ক্যাপচা সঠিকভাবে ভোরে নেক্সট করবেন, এরপর আপনার আধার কার্ডেরসঙ্গে যুক্ত থাকা ফোননাম্বারে ওটিপি আসবে সঠিকভাবে গুছিয়ে নেক্সট করবেনআপনার ছবি সহ আধারকার্ডের সমস্ত তথ্য আপনারমোবাইল স্ক্রীনে চলে আসবে এবংনিচের প্রসিড বোটনে ক্লিককরবেন

    ব্যক্তিগতবিবরণ

    এরপরের পেজের মধ্যে  আপনার পারসোনাল ডিটেইলসফিলাপ করতে হবেএই পার্সোনালিটি দেশের মধ্যে রয়েছেআবেদনকারীর ফোন নাম্বার, ইমারজেন্সিফোন নাম্বার, আপনি বিয়ে করেছেনকিনা, আবেদনকারীর বাবার নাম সোশ্যাল ক্যাটাগরি দিয়ে নেক্সট করবেন

    নমিনীরবিবরণ

    এরপরেরপেজটি ওপেন হলে আপনারনমিনির নাম ডিটেলসসম্পন্ন করতে হবেযেমন নমিনির নাম, জেন্ডার, নমিনির সঙ্গে আপনার রিলেশন নমিনির জন্ম তারিখভরে নেক্সট করেন

     ঠিকানা

    নতুন  পেজেরমধ্যে আপনার রাজ্য, বর্তমানকোন এড্রেসে আছেন, ওই জায়গারমধ্যে আপনি কত বছরআছেন, মাইগ্রেট  ওয়ার্কারহলে yes করবেন, কি কারণেকাজ করছেন আপনিবর্তমানে কোথায় আছেন এইসমস্ত সঠিকভাবে ফিলাপ করুন নেক্সটকরবেন

    যোগ্যতাএবং আয়ের বিবরণ

    এরপরেরপেজটি কোয়ালিফিকেশন ইনকাম ডিটেইলস দিতেহবে আপনারপড়াশোনা কতদূর এবং আপনারমাসে আয় কত সঠিকভাবেভরতে হবে সঠিকভাবেপূরণ করার পর নেক্সট ক্লিক করবেন

     পেশারবিবরণ

    নতুনপেজটিতে আপনার অকুপেশন ডিটেলসসাবমিট করতে হবেপ্রথমে আপনার প্রধান জীবিকাকি, কত বছর ধরেএই পেশার মধ্যে আছেন, আপনার এই পেশা কোথাওথেকে ট্রেনিং পেয়েছেন কিনা, এছাড়া আপনারঅন্য কিছুর মধ্যে ইন্টারেস্টআছে কিনা, যদি ইন্টারেস্টথাকে তাহলে কোথা থেকেশিখেছেন? এসব তথ্য কমপ্লিটকরে নেক্সট বাটনে ক্লিককরবেন

    ব্যাঙ্কঅ্যাকাউন্টের বিবরণ

    সবশেষেআপনাকে আপনার ব্যাংক অ্যাকাউন্টডিটেইলস সাবমিট করতে হবে  এই তথ্যের মধ্যে প্রথমেআপনাকে ব্যাংক একাউন্ট নাম্বার, ব্যাংক একাউন্ট ফোল্ডারের নাম, IFSC COD, ব্যাংকের নাম ব্রাঞ্চেরনাম সহ সঠিকভাবে ফিলাপকরে আপনাকে নিচে ডিক্লারেশন ক্লিক করে সাবমিটকরতে হবেএইপ্রসেস করলে আপনি কিন্তুসঠিকভাবে শ্রম কার্ডঅনলাইন ফর্ম ফিলাপ করতেপারবে

    আশা করি ই শ্রম কার্ড অনলাইন আবেদন করতে পারবেন এখন এবং ই শ্রম কার্ড সুবিধা রয়েছে আজকে আমরা সম্পূর্ণ হবে আলোচনা করলাম e shram card benefits, ফর্ম ফিলাপ, registration সমস্ত তথ্য বুঝাতে পেরেছি। আপনাকে ধন্যবাদ । 


    Banglarbarta24x7 ওয়েবসাইট এর সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সমস্ত সরকারি প্রকল্প, যোজানার খবরা-খবর এখানেই সবসময় সর্বপ্রথম দেওয়া হয়। তাই Googla এ search করুন Banglarbarta24x7

    Leave a Comment