প্রধানমন্ত্রীআবাস যোজনা গ্রামীণ 2022 সালেরনতুন লিস্ট কিভাবে দেখবেন? ওই লিস্টে আপনার রয়েছেকিনা কিভাবে চেক করবেন, এছাড়াও সম্পূর্ণ লিস্ট কিভাবে ডাউনলোডকরবেন। আজকেআমারা “pradhan mantri awas yojana 2022” এরকারা বাড়ি পাবেন এবংকারা পাবেন না তাআপনাদের শেয়ার করবো।এই “প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ2022″ আপনার এলাকায় সম্পূর্ণ লিস্ট কিভাবে দেখবেন? তা এই আর্টিকেল এরমাধ্যমে বিস্তারিত জেনেনিন।
এইযোজনার আওতায় প্রত্যেক গরীবও মধ্যবিত্ত বাড়ি পাবেন।এই “প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ” প্রত্যেকে প্রায় 2 লক্ষ 67 হাজার টাকা পাবে। তাহলেআপনি জেনে নিন যেআপনার নাম লিস্টে রয়েছেকিনা।
pradhan mantri awas yojana 2022 কারা সুবিধা পাবেন?
প্রধানমন্ত্রীআবাস যোজনা গ্রামীণ এইপ্রকল্পের আওতায় যে সকলব্যক্তি “bangla awas yojana” বাড়ি বা ঘর পাইনিসেই ব্যক্তি এই প্রকল্প বাযোজনার অধীনে কেন্দ্রীয় সরকারেরতরফ থেকে “pradhan mantri awas yojana 2022” বাড়ির জন্য টাকা পাবেন। তবেযারা এই প্রকল্পে সুবিধাপাবেন–
- ভারতীয়নাগরিক হতে হবে।
- প্রত্যেক গরীব ও মধ্যবিত্ত পরিবারপাবেন।
- আবেদনকারীর নিজস্ব জমি বা বাস্তুথাকতে হবে।
যেসবসকল ব্যক্তির বাৎসরিক ইনকাম 1 লক্ষ বা তারনিচে একমাত্র তারাই আবেদন করতেপারেবেন।
তবেসরকারি চাকুরিজীবিরা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণএর জন্য নাম নথিভুক্তকরতে পারবে না।
pradhan mantri awas yojana আবেদন করতে কিকি ডকুমেন্ট লাগবে?
প্রধানমন্ত্রীআবাস যোজনা গ্রামীণ এইপ্রকল্পের আওতায় নাম নথিভুক্তকরার জন্য আবেদনকারী যেসমস্ত নথিপত্র প্রয়োজনীয় সেগুলো হলো –
- আধারকার্ড।
- ভোটার কার্ড।
- পাসপোর্ট সাইজ কালার ফটো।
- আবেদনকারীর নিজস্ব ব্যাংক একাউন্ট।
- বিডিও ইনকাম সার্টিফিকেট।
- নিজস্ব জমির কম্পিউটার রেকড বা পর্চা।
- জাতিগত শংসাপত্র শুধু মাত্র (SC/ST/OBC) আবেদনকারীরজন্য।
- রেজিস্টার মোবাইল নাম্বর।
pradhan mantri awas yojana আবেদন কিভাবে আবেদনকরবেন?
আপনিযদি 2021 সালে “pradhan mantri awas yojana” এর জন্য আবেদন নাকরে থাকেন তাহলে আপনিনতুন করে আবেদন করতেপারবেন এর জন্য আপনাকেhttp://pmaymis.gov.in অফিসিয়ালওয়েবসাইটে যেতে হবে।এরপর ‘মেনু বার‘-এর“সিটিজেন অ্যাসেসমেন্ট” অপশন ক্লিক করেঅনলাইন আবেদন করতে পারবেন। এই“pradhan mantri awas yojana 2022” নতুনকরে আবেদন কিভাবে করবেনতা আমরা পরবর্তী আর্টিকেলএর মাধ্যমে বিস্তারিত তথ্য আপনাদের শেয়ারকরবো।
pradhan mantri awas yojana 2022 এর সম্পূর্ণ লিস্টকিভাবে দেখবেন?
আপনিযদি 2021 সালে “pradhan mantri awas yojana” এর জন্য আবেদন করেথাকেন তাহলে আপনি খুবসহজে “pradhan mantri awas yojana 2022 new list” চেককরতে পারেন। এরজন্য আপনাকে –
- প্রথমেআপনাকে গুগলে সার্চ করতেহবে https://egramswaraj.gov.inঅফিসিয়াল ওয়েবসাইট।
- এরপরঅফিসিয়াল ওয়েবসাইট হোম পেজে নীচেরদিকে দেখতে পাবেন ‘Beneficiary Report’ এই অপশনে ক্লিককরতে হবে।
- Beneficiary Report অপশনে ক্লিক করারপর নতুন একটি পেজওপেন হবে সেখানে আপনাকেPanchayat Wise অপশনে ঠিক মার্ক দিয়েScheme Name Select অপশনেক্লিক করে “Pradhan Mantri Awas Yojana-Gramin” এইScheme বা প্রকল্প সিলেক্ট করতে হবে।
- এরপরPlan Year অপশনে আপনি যে আর্থিকবৎসরের স্ট্যাটাস চেক করতে চাইছেনসেই আর্থিক বছর সিলেক্টকরুন। এবারState Name,District Panchayat & Equivalent, Block Panchayat & Equivalent, Gram Panchayat & Equivalent সিলেক্টকরে নীচে Capthca দেওয়া রয়েছে সেটিবসিয়ে Get Report অপশনে ক্লিক করবেন।
এরপরপরবর্তী পেজটিতে আপনার এলাকার সম্পূর্ণলিস্ট আপনি দেখতে পাবেন। এছাড়াওআপনার নাম আপনি Search বক্সেসার্চ করে দেখে নিতেপারবেন, কিংবা সম্পূর্ণ লিস্টpdf ডাউনলোড করতে পারবেন।
অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক – Click Here
FAQ-
pradhan mantri awas yojana 2022 কারা সুবিধা পাবেন?
pradhan mantri awas yojana আবেদন করতে কি কি ডকুমেন্ট লাগবে?
pradhan mantri awas yojana আবেদন কিভাবে আবেদন করবেন?
pradhan mantri awas yojana 2022 এর সম্পূর্ণ লিস্ট কিভাবে দেখবেন?
এইরকম সরকারি প্রকল্প সংক্রান্ত আরও নানান গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের পেজটি ফলো করুন এবং নীচের ডানদিকের আইকনে ক্লিক করে আজই যুক্ত হন আমাদের টেলিগ্রাম চ্যানেলে।