OLD AGE PENSION WEST BENGAL LIST 2022 | বার্ধক্য ভাতার লিস্ট দেখার সহজ উপায় | West Bengal Old Age Pension Prakalpa 2021| বিধবা ভাতা প্রকল্প পশ্চিমবঙ্গ

 

আপনিকি বার্ধক্য ভাতা, বিধবা, প্রতিবন্ধীভাতা জন্য আবেদন করেছিলেনবা ভাতা লিস্ট দেখতেচাইছেন? আজকে আমরা আলোচনাকরব “old age pension west bengal list” কিভাবে, EGRAMSWARAJ ওয়েবসাইট থেকে কিভাবে বার্ধক্যভাতার লিস্ট দেখা যায়তার সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব এইআর্টিকেলের মধ্যে

     পশ্চিমবঙ্গ, এই বাংলায় অনেকগরীব বয়স্ক মানুষ রয়েছেযারা সম্পূর্ণভাবে অসহায় এবং তাদেরদেখাশোনার জন্য অর্থ নেই এইকারণে আমাদের পশ্চিমবঙ্গ সরকারেরউদ্যোগে ওল্ড এজ ভাতাবা বার্ধক্য ভাতা নামে একটিস্ক্রিম তৈরি করেছেবিধবা প্রতিবন্ধী ভাতাতার মধ্যে এনে অনেকমানুষের উপকৃত হয়েছেবার্ধক্য ভাতার জন্য কেন্দ্রসরকার 500 টাকা এবং রাজ্যসরকার 500 টাকা  মিলেহাজার টাকা করে দেওয়াহয় এই তিনটি প্রকল্পে

    আরও পড়ুন : ওয়েস্ট বেঙ্গল বার্ধক্য ভাতা অনলাইন এপলাই ২০২২ | বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা অনলাইন আবেদন শুরু হলো, দেখুন কিভাবে

    Join Our Telegram Channel Join Now
    join Our Google News Join Now

    প্রকল্পটিরমাধ্যমে অনেক বৃদ্ধ মানুষউপকৃত হয়েছেন এবং বেশিরভাগ মানুষআবেদন করে রেখেছে কিন্তুএখনো পর্যন্ত জানতে পারেনি তাদেরবার্ধক্য ভাতা লিস্ট নামআছে কিনা? আপনারা চাইলেআপনার বাড়ির কাছে কিংবাআপনার বাড়ির কোন বয়স্কব্যক্তির old age pension 2022 এই লিস্টের নাম আছে কিনাখুব সহযে জানতে পেরেযাবে  EGRAMSWARAJ এর মাধ্যমে

    old age pension বা বার্ধক্য ভাতা কি? 

    একটা নির্দিষ্ট বয়স কালে কোন ব্যক্তি সরকার দ্বারা পেনশন বা ভাতা হিসাবে যে অর্থ প্রদান করা হয় তাকে বার্ধক্য ভাতা বা old age pension বলে।

    আবেদনকারীর যোগ্যতা বা Eligibility কি?

    • এইপ্রকল্পের আওতায় পেনশন পাওয়ারএকজন ব্যক্তি নিম্নলিখিত শর্তাদি পূরণ করতে হবে[বিধবা ভাতা প্রকল্প ২০২১]: –

    •  এইব্যক্তি 60 (ষাট) বছর বয়সহতে হবে এবং সেরাজ্যের বাসিন্দা: তবে শারীরিক মানসিক প্রতিবন্ধী ব্যক্তির ক্ষেত্রে বয়সসীমা পঞ্চাশ বছর হবে
    •   কোনব্যক্তির কাছে সাহায্য পাননা বা কেউ দেখভালকরেন না
    •   প্রতিমাসে আয় 1000 (এক হাজার টাকা) টাকার কম
    •  বয়স্কপেনশনের জন্য আবেদন করাব্যক্তি অন্য কোনও সরকারীপেনশনের প্রাপক নয়
    •   বিধবাভাতা প্রকল্প আবেদনটি করার তারিখে ব্যক্তিটিদশ বছর রাজ্যে বসবাসকরছেন

    কোথায় আবেদন করব?

    আপনি যদি 60 বছরের উর্ধ্বে হয়ে থাকেন তাহলে আপনার স্থানীয় অঞ্চল অফিস কিংবা বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন এবং এছাড়া আপনাদের স্থানীয় দুয়ারের সরকার কেন্দ্রে গিয়ে সম্পুর্ন ফ্রী তে আবেদন করতে পারেন।

    বার্ধক্য ভাতা লিস্ট কোথায় দেখব?

    আপনি যদি এই ভাতার লিস্ট দেখতে চান তাহলে আপনারা EGRAMSWARAJ ওয়েবসাইটে গিয়ে এর সম্পূর্ণ লিস্ট দেখতে পাবেন।

    বার্ধক্য ভাতার লিস্ট দেখতে চান তাহলে – Click Here

    বার্ধক্য ভাতা লিস্ট দেখার পদ্ধতি?

    আপনি যদি এই ভাতার লিস্ট দেখার পদ্ধতি জানতে চান তাহলে আপনাকে যেকোন একটি ব্রাউজার ওপেন এবং সার্চ অপশনে টাইপ করতে হবে EGRAMSWARAJ লিখে সার্চ দিবেন।

     

    • আপনারমোবাইল বা কম্পিউটারে  সার্চ রেজাল্টের  প্রথমলিঙ্কে ক্লিক করতে হবেবা আপনি সোজা এখানেক্লিক করে যেতে পারেন
    • ওয়েবসাইটওপেন হওয়ার পর নিচেরদিকে এসে Reports অপশনের মধ্যে Beneficiary Report টি তেক্লিক করুন (ফটোরমাধ্যমে দেওয়া তথ্য দেখুন)
    • নতুনপেজ ওপেন হওয়ার পরক্লিক করুন Panchayat Wise অপশনে
    • আপনিআপনার স্ক্রিম নামটি বেছে নিন( বার্ধক্য ভাতার জন্য IGNOAPS এটাইক্লিক করুন)
    • এরপরেরনতুন লিস্ট দেখার জন্য2022-23  সিলেক্টকরুন
    • এরপরসিলেক্ট করুন আপনার রাজ্য
    • রাজ্যসিলেক্ট করার পরে সিলেক্টকরুন আপনার জেলা
    • এরপরসেট করুন Block Panchayat & Equivalent বা আপনার ব্লক
    • এরপরসিলেক্ট করুন Gram Panchayat & Equivalent বা আপনার স্থানীয় অঞ্চলঅফিস
    • এরপরনিচে ক্যাপচা টেক্সট নিচের ফাঁকাঘরে বসিয়ে Get Reported এই অপশনটিতে ক্লিককরুন
    • এরপরকিছুক্ষণের মধ্যে আপনার সমস্তবার্ধক্য ভাতার লিস্ট চলেআসবে
    • এইভাবেআপনি আপনার এলাকার সমস্তবার্ধক্য ভাতা পশ্চিমবঙ্গ 2021-22 লিস্টদেখুন বা  old age pension list 2022 west bengal (বোঝানোর জন্য ইমেজ দোয়াথাকলো)

    যে কোন ভাতার লিস্ট কিভাবে দেখব?

    যেকোনো ভাতার লিস্ট দেখার জন্য উপরে দেয়া প্রসেসটি ফলো করবেন এবং Scheme Name সিলেকশন এর মধ্যে আপনার পছন্দসই সিলেক্ট করে দেখতে পারেন। নিচের দোয়া অপশন এর বাংলা মানে কি দেখে নিন বা ফলো করতে পারেন।

    • প্রথমের অপশনটি প্রধানমন্ত্রী আবাস যোজনা লিস্ট।
    • Pm-kisan সম্মন নিধি লিস্ট।
    • বার্ধক্য ভাতা লিস্ট
    • বিধবা ভাতা লিস্ট
    • প্রতিবন্ধী ভাতা লিস্ট
    • জাতীয় পরিবার সুবিধা প্রকল্প লিস্ট
    • স্বচ্ছ ভারত গ্রামীন লিস্ট                                                         

    এইরকম সরকারি প্রকল্প সংক্রান্ত আরও নানান গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের পেজটি ফলো করুন এবং নীচের ডানদিকের আইকনে ক্লিক করে আজই যুক্ত হন আমাদের টেলিগ্রাম চ্যানেলে

    Leave a Comment