পিএম কিষান সম্মান নিধি যোজনায় নতুন আপডেট eKYC | Pm kisan eKYC update

পিএমকিষান সম্মান নিধি যোজনায়নতুন আপডেট eKYC করতে হবে সকলকৃষক কে? Pm kisan eKYC update online

    প্রধানমন্ত্রীকিষান সম্মান নিধি যোজনায়নতুন আপডেট, এবার থেকেসকল কৃষককে করতে হবেeKYC আপডেট আপনারাযদি “PM Kisan Samman Nidhi Yojana”  আবেদন করে থাকেন, সেক্ষেত্রে আপনাকে “PM Kisan eKYC Update” করতে হবে eKYC Update নাথাকলে পাবেন না 6000 টাকা, যদিও দশম কিস্তির টাকাঢুকতে চলেছে সকল কৃষকএর একাউন্টে 

    এই“PM Krisan Samman Nidhi Online Registration 2022” কিভাবে করবেন? “pm kisan beneficiary list” কিভাবে চেক করবেন? “pm kisan beneficiary status check online” কিভাবে চেককরবেন? PM Kisan eKYC Update Online কিভাবে করবেন? আজকে এইআর্টিকেল এর মাধ্যমে আমরাপ্রধানমন্ত্রী কিষান সম্মান নিধিযোজনায় সমস্ত কিছু বিস্তারিতস্টেপ বাই স্টেপ আপনাদেরশেয়ার করবো

    অফিসিয়াল ওয়েবসাইট-Click Here

    PM Krisan Samman Nidhi Online Registration 2022 কিভাবেকরবেন?

    • পিএমকিষান সম্মান নিধি যোজনায়নতুন করে Registration করার জন্যে
    • প্রধানমন্ত্রীকিষান সম্মান নিধি যোজনারঅফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন করতে হবে

     

    • এরপরFarmer Corner গিয়ে New Farmer Registration ক্লিককরে আবেদনকারীর আধার কার্ডের নম্বর, রেজিস্টার মোবাইল নম্বর এবংরাজ্যের নাম ক্যাপচারকোড টি বসিয়ে Sent OTP ক্লিককরুন
    • এখনআপনার রেজিস্টার মোবাইল নম্বরে একটিOTP আসবে ওইOTP বসিয়ে Submit অপশনে ক্লিক করবেন
    • এরপরপরবর্তী পেজটি ওপেন হবেএবং একটি ফর্ম ফিলাপকরতে হবে, আবেদনকারীর নাম, ঠিকানা, মোবাইল নম্বর, ব্যাংকএকাউন্ট, জমির পরিমাণ জমির পর্চার রেজিস্ট্রেশন নম্বর(ল্যান্ড রেজিস্ট্রেশন নাম্বার) দিয়ে জমির পরিমাণAdd করতে হবে
    • এছাড়াওUpload Supporting Document অপশনে, জমির পর্চার রেজিস্ট্রেশন নম্বর(কম্পিউটার রেকড বা পর্চা), আধার কার্ড, নিজস্ব ব্যাংকএকাউন্ট PDF বা jpg ফরমেট করেআপলোড করতে হবে, তবেএই ফাইল গুলো 100 kb এরমধ্যে থাকতে হবে
    • এরপর“I certify that all the given details are correct. Please read self declaration form” ক্লিককরে Save করলে অবেদনটি সম্পূর্ণহয়ে যাবে

    pm kisan beneficiary list কিভাবে চেক করবেন?

    পিএমকিষান সম্মান নিধি যোজনায়আপনার এলাকায় কতজন কৃষক এরনাম এসেছে সেটা আপনারামোবাইল এর মাধ্যমে খুবসহজে দেখতে পারবেন এরজন্য আপনাকে

    অফিসিয়ালওয়েবসাইট এর হোম পেজেFarmers Corner অপশনেBeneficiary List অপশনে ক্লিক করুন

    পরবর্তীপেজটিতে Beneficiaries list under PMKisan অপশন এর Select State, Select District, Select Sub District, Select Block, Select Village এরপর Get Report অপশনে ক্লিক করলেআপনার সামনে আপনার গ্রামেরসমস্ত নতুন নামের লিস্টদেখতে পাবেন

    pm kisan beneficiary status check online কিভাবে চেক করবেন?

    পিএম কিষান সম্মান নিধি যোজনায় আপনার নাম রয়েছে কিনা এবং আপনার আধার কার্ড verification বা eKYC update আছে কিনা জেনে নিতে পারবেন “pm kisan beneficiary status check online” এর মাধ্যমেএর জন্য আপনি

    • প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন করতে হবে
    • এরপর হোম পেজে Farmers Corner এর অপশনে ক্লিক করবেন
    • এখন আপনি Farmers Corner অপশনে Beneficiaries Status অপশনে ক্লিক করুন
    • এবার Beneficiaries Status – এর 3 টি অপশন থাকবে Aadhar Number, Account Number এবং Mobile Number এগুলোর মধ্যে যেকোনো একটি অপশনে ক্লিক করুনআপনি Aadhar Number অপশনে ক্লিক করে Aadhar Number বসিয়ে এরপর Get Report অপশনে ক্লিক করলেআপনার আধার কার্ড verification বা eKYC update আছে কিনা দেখতে পাবেন

    pm kisan eKYC update online কিভাবে করবেন?

    পিএম কিষান eKYC আপডেট:-প্রধানমন্ত্রীকিষান সম্মান নিধি যোজনায় আপনার যদি আধার কার্ড verification বা eKYC update না থাকে তাহলে আপনাকে “pm kisan eKYC update online” নতুন আপডেট করতে হবেএর জন্য আপনি

    • পিএম কিষান সম্মান নিধি যোজনা এর অফিসিয়াল ওয়েবসাইট যেতে হবে
    • এরপর Farmer Corner অপশনে eKYC অপশনে ক্লিক করবেন
    • পরবর্তী পেজটিতে আপনাকে আপনার আধার কার্ড নাম্বার ক্যাপচার কোর্ড বসিয়ে দিয়ে Search অপশনে ক্লিক করবেন


    • এরপর আপনার যে মোবাইল নাম্বারটি রেজিস্টার রয়েছে সেই মোবাইল নম্বরটি বসিয়ে এবং OTP বসিয়ে দিয়ে Submit করলে আপনার eKYC Update সম্পূর্ণ হয়ে যাবে

    প্রিয় দর্শক  “pm kisan eKYC update online” কিভাবে করবেন তা আপনাদের সম্পূর্ণ তথ্য শেয়ার করলাম, আশাকরি আপনারা বুঝতে পেরেছেনযদি আপনাদের কোনো কিছু সমস্যা থাকে সেক্ষেত্রে নীচে কমেন্ট বক্সে জানতে পারবেন। 

    Banglarbarta24x7 ওয়েবসাইট এর সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সমস্ত সরকারি প্রকল্প, যোজানার খবরা-খবর এখানেই সবসময় সর্বপ্রথম দেওয়া হয়। তাই Googla এ search করুন Banglarbarta24x7

    Leave a Comment