বাংলা শস্য বীমা ভোটার আইডি দিয়ে স্ট্যাটাস চেক | বাংলা শস্য বীমাস্ট্যাটাস চেক | বাংলা শস্যবীমা স্টেটাস | Bangla sasya bima status check online
পশ্চিমবঙ্গসরকার তথা ‘এগ্রিকালচারাল ইন্সুরেন্সকোম্পানি অফ ইন্ডিয়া লিমিটেড‘ এর উদ্যোগেখরিফ মরসুমে ফসলের ক্ষতিজন্য ‘বাংলা শস্য বীমাযোজনা‘ শুরু করেছে।আপনি কি এই যোজনায়আবেদন করেছেন। তাহলে“Bangla sasya bima status check online” কিভাবে করবেন।
আজকেএই আর্টিকেল এর মাধ্যমে বাংলাশস্য বীমা কি? আবেদনকরার শেষ তারিখ কবে? কি কি ডকুমেন্ট লাগবে? কিভাবে আবেদন করবেন? কিভাবেঅনলাইন স্ট্যাটাস চেক করবেন? সমস্তকিছু বিস্তারিত আলোচনা করবো।
বাংলা শস্যবীমাকি?
প্রাকৃতিকদুর্যোগে অনেক সময় বাংলারকৃষকের ফসল নষ্ট হয়েযায়। তাইকৃষকদের আর্থিক সাহায্যের জন্যপশ্চিমবঙ্গ সরকার তথা “এগ্রিকালচারালইন্সুরেন্স কোম্পানি অফ ইন্ডিয়া লিমিটেড” বাংলা শস্য বীমা যোজনা(BSB) প্রকল্প শুরু করেছে।এই যোজনার আওতায় প্রত্যেককৃষক প্রাকৃতিক দুর্যোগে এর মাধ্যমে ফসলেরক্ষতি হলে ইন্সুরেন্স এরদ্বারা টাকা পাবেন।
আবেদনকরার শেষ তারিখ কবে?
বাংলাশস্য বীমা যোজনায় নতুনকরে নাম নথিভুক্ত করারশেষ তারিখ 15-09-21 পর্যন্ত আবেদন করতে পারবেন।
কিকি ডকুমেন্ট লাগবে?
বাংলাশস্য বীমা যোজনায় নতুনকরে নাম নথিভুক্ত করারজন্য আবেদনকারী–
- ভোটারকার্ড
- আধার কার্ড
- কৃষক বন্ধু আইডি নম্বর
- খতিয়ান / পরচা (Computer Record) বা পাট্টা বা দলিল
- নিজস্ব ব্যাংক একাউন্ট
তবেভাগ চাষিদের ক্ষেত্রে নিজের নামে জমিনা থাকেল চাষের জমিরআয়তন সমেত শংসাপত্র লাগবে।
বাংলাশস্য বীমা যোজনা আবেদনপদ্ধতি?
পশ্চিমবঙ্গসরকার তথা “এগ্রিকালচারাল ইন্সুরেন্স কোম্পানি অফ ইন্ডিয়া লিমিটেড” এর উদ্যোগেখরিফ মরসুমে ফসলের ক্ষতিজন্য ‘বাংলা শস্য বীমাযোজনা‘ নাম নথিভুক্ত করতেপারবেন অনলাইন ও অনলাইনেরমাধ্যমে। অনলাইনআবেদন করার জন্য বাংলাশস্য বীমা যোজনা (BSB) এরঅফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতেপারেন। এছাড়াঅফলাইনের মাধ্যমে করতে পারেন এরজন্য আপনাকে স্থানীয় অঞ্চলঅফিস কিংবা কৃষি দপ্তরথেকে ফর্ম পাবেন ওইফর্মটি প্রয়োজনীয় নথি দিয়ে ফিলাপকরে এবং ভোটার কার্ড, আধার কার্ড, খতিয়ান / পরচা(Computer Record) বা পাট্টা বা দলিল, এবং নিজস্ব ব্যাংক একাউন্টেরজেরক্স কপি দিয়ে অঞ্চলঅফিস কিংবা কৃষি দপ্তরেজমা করতে হবে।
বাংলা শস্য বীমা যোজনা (BSB) ফর্ম pdf download –Click Here
কিভাবেঅনলাইন স্ট্যাটাস চেক করবেন?
বাংলাশস্য বীমা যোজনায় নামলিস্টে রয়েছে কিনা আপনারাখুব সহজে “Bangla sasya bima status check online” করতেপারবেন। এরজন্য আপনাকে বাংলা শস্যবীমা যোজনার banglashasyabima.net অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করবেন।এরপর উপরের দিকে Farmer Corner অপশনেক্লিক করুন, এবার একটিনতুন পেজ ওপেন হবেসেখানে আপনাকে আপনার ভোটারআইডি কার্ডের নম্বর এবং আপনিযে আর্থিক বৎসরের স্ট্যাটাসদেখতে চাইছেন সেই সালটিসিলেক্ট করে Check অপশনে ক্লিক করুন। পরবর্তীপেজটিতে আবেদনকারীর পুরো ডিটেইলস শোকরবে, এরপর Download certificate অপশনে ক্লিক করেcertificate pdf download করবেন।
বাংলা শস্য বীমা অফিসিয়াল ওয়েবসাইট – Click Here
এবারbanglashasyabima.net অফিসিয়ালওয়েবসাইটে নীচের দিকে Application status অপশনে ক্লিককরলে এবার একটি নতুনপেজ ওপেন হবে সেখানেআপনাকে Application ID (আপনি যে certificate টিpdf download করেছেন সেখানে) বসিয়ে Search অপশনে ক্লিক করলেআবেদনকারীর সমস্ত ডিটেইলস চলেআসবে।
প্রিয়দর্শক আজকে আমরা বাংলাশস্য বীমা স্ট্যাটাস চেকসম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম আশাকরিসবাই বুঝতে পেরেছেন, যদিকোনো সমস্যা থাকে তাহলেআপনারা নীচে কমেন্টবক্সে জানতে পারেন।
এইরকম সরকারি প্রকল্প সংক্রান্ত আরও নানান গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের পেজটি ফলো করুন এবং নীচের ডানদিকের আইকনে ক্লিক করে আজই যুক্ত হন আমাদের টেলিগ্রাম চ্যানেলে।