Duare Ration Recruitment 2021 | Notification, Apply Link, Eligibility

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প ‘দুয়ারে রেশন। ২০২১ এর বিধানসভা ভোটের আগেই এই প্রকল্পের কথা তিনি জানিয়েছিলেন। [Duare Ration Recruitment 2021]সেইমতো রাজ্যের বিভিন্ন জেলায় দুয়ারে রেশন প্রকল্পের ট্রায়াল শেষ হয়েছে। কিন্তু দুয়ারে রেশন প্রকল্প চালুর বিপক্ষে ছিলেন রাজ্যের বিভিন্ন রেশন ডিলাররা।[দুয়ারে রেশন প্রকল্প চাকরি]

 

    দুয়ারে রেশন প্রকল্পে কর্মী নিয়োগ


    Duare Ration Recruitment Qualification

    • 8th Pass/10th Pass From Recognized School Board ( যদিও যোগ্যতা নিয়ে কিছু বলা হয়নি এখনও)
    • Permanent Resident Of  Concern Panchayat /Ration Dealer Area ( যে এলাকার রেশন কেন্দ্র, সেই এলাকার বাসিন্দা হতে হবে)

    42 হাজার শুন্যপদ

    এমন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে রেশন প্রকল্পের জন্য রাজ্যে প্রায় 42 হাজার শুন্যপদে কাজের সুযোগের কথা জানালেন।[দুয়ারে রেশন নিয়োগ 2021 ফর্ম পিডিএফ]

    মাসিক বেতন ১০ হাজার টাকা

    ১৬ নভেম্বর, মঙ্গলবার নেতাজি ইন্দোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী দুয়ারে রেশন প্রকল্পের উদ্বোধন করেছেন। আর এই দিনই তিনি জানিয়েছেন- রাজ্যের প্রতিটি রেশন দোকানে দুই জন করে লোক নিয়োগ করা হবে। তাদের প্রতি মাসে ১০ হাজার টাকা করে বেতন দেওয়া হবে। আর এই মাইনের অর্ধেক টাকা দেবে রাজ্য সরকার।duare ration recruitment 2021 apply online

    নতুন ডিলারশিপ

    তিনি আরো জানিয়েছেন- রেশন ডিলার রেশনের দ্রব্য বাড়িতে পৌছে দিলে তাদের ১ লক্ষ টাকাও দেওয়া হবে। আর নতুন করে কেও যদি ডিলারশিপ নিতে চাই তাহলে ১ লক্ষ টাকার বিনিময়ে এই ডিলারশিপ নিতে পারবেন। যদিও বর্তমানে রাজ্যের রেশন ডিলারশিপ মূল্য ৫ লক্ষ টাকা।duare ration recruitment 2021 apply online

    নিয়োগ প্রক্রিয়া

    রাজ্যের প্রতিটি জেলার রেশন দোকানে দুই জন করে লোক নিয়োগের প্রক্রিয়া কেমন হবে এবং কবে থেকে এই নিয়োগ শুরু হবে সে বিষয়ে কোনো কিছু জানানো হয়নি। নিয়োগ প্রক্রিয়া শুরু হলে অথবা কোনো গাইডলাইন প্রকাশিত হলেই আমরা আপনাকে জানিয়ে দেবো।duare ration recruitment 2021 west bengal

    চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান

    Leave a Comment