[Apply]Oasis Scholarship 2021 Online Application – SC-ST-OBC Scholarship 2021 – ওয়েসিস স্কলারশিপ 2021

BanglarBarta24x7 এ আপনাকে স্বাগত আজকথা বলবো ওয়েসিস স্কলারশিপেরব্যাপারে কারাকারা এই স্কলারশিপ পাবে যোগ্যতাকি? কত টাকা করেদেওয়া হবে সমস্ত নীচেআলোচনা করা হলো

Oasis Scholarship 2022 Online Application – SC-ST-OBC Scholarship 2021 – ওয়েসিস স্কলারশিপ 2022

    কারা কারা Oasis স্কলারশিপেরজন্য আবেদন করতে পারবে?

     

    () SC/ST অর্থাৎ তপসিলি জাতি এবংতপশিলি উপজাতির ছাত্রছাত্রীরাই আবেদনকরতে পারবেন

    () আবেদনকারীর পারিবারিক বাৎসরিক আয় .৫ লক্ষ টাকার নীচে হতেহবে

    () প্রি মেট্রিক এরজন্য ক্লাস ১০এবং পোস্ট ম্যাট্রিক এরজন্য ক্লাস ১১এরথেকে শুরু করে কলেজেপড়া পড়ুয়ারা আবেদন করতে পারবেন

     

    কে কত টাকা পায়?

     

    প্রি মেট্রিক অথবা নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা মাসিক১৫০ টাকা করে এবং হোস্টেলাররা মাসিক ৭৫০ টাকাসরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পেয়েযাবে এবংপোস্ট মেট্রিক ছাত্রছাত্রীরা মাসিক৭৫০ টাকা এবং হোস্টেলাররামাসিক ১০০০ টাকা সরাসরিব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবে

     

    Oasis আবেদনকরবার জন্য প্রয়োজনীয় ডকোমেন্সঃ

     

    •  previous year mark sheet
    • স্কুল, কলেজ বা ইউনিভার্সিটি আইডেন্টি
    •  ব্যাঙ্কেরবই
    • কাস্ট সার্টিফিকেট
    •  ইনকামসার্টিফিকেট
    •  আধারকার্ড
    •  অভিভাবকেরআধার কার্ড
    •  ফটো
    •  মোবাইলনাম্বার
    •  ইমেল

     

    Oasis এর জন্য কোথায়আবেদন করবেন?

     

    আবেদনকরবার জন্য অফিসিয়াল ওয়েবসাইটoasis.gov.in গিয়ে আবেদন করতেহবে

     

    Oasis এ কিভাবেআবেদন করবেন?

     

    অফিসিয়ালওয়েবসাইট  oasis.gov.in এ যাওয়ার পর রেজিস্ট্রেশন এরজন্য স্টুডেন্টস রেজিস্ট্রেশন এই অপশন ক্লিক করে আপনার জেলাসিলেক্ট করবেন এরপরযে ছাত্র বা ছাত্রীরয়েছে তার নামটি দিতেহবে এরপরবাবা/ মা কিংবা অভিভাবকেরনাম উল্লেখ করতে হবে এরপরমেল/ফিমেল সিলেক্ট করবেন এরপরকাস্ট সার্টিফিকেটটি সিলেক্ট করবেন এবং সার্টিফিকেটনাম্বারটি ইনপুট করবেনতারপর যে ক্যাপচা কোডটি দেখাবে সেটি ইনপুটকরবেন এরপরসাবমিট করবেন

     

    এরপর কাস্ট সার্টিফিকেটের ডিটেলসআপনাকে দিতে হবেতারপর পুনরায় যে ক্যাপচা কোডটি দেখাবে সেটি ইনপুটকরবেন এবং তারপর ভেরফাইএবং প্রসিডে ক্লিক করবেনএরপর আপনার ফর্মটি ওপেনহবে এরপরএটিকে ফিল আপ করতেহবে প্রথমেইডেট অফ বার্থটি দেবেন এরপরকাস্ট সিলেক্ট করে কার্ড নাম্বারটিদিতে হবে এরপরসাবকাস্ট সিলেক্ট করবেন এরপরকোর্স টাইপ সিলেক্ট করবেন এরপরশেষ পরীক্ষা দেওয়ার বছরটি দেবেনএর মাধ্যমে আপনার পোস্ট মেট্রিকবা প্রি মেট্রিক টিসিলেক্ট হবে

     

    এরপর একটি পাসপোর্ট সাইজেরফটো আপলোড করতে হবে এরপরবার্ষিক ইনকাম দিতে হবে এরপরআপনার আধার নাম্বার দিতেহবে এরপরস্টেট, ডিস্ট্রিক্ট, ব্লক, মিউনিসিপ্যালিটি, এবংবর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের নামএগুলি সিলেক্ট করতে হবেএরপর রয়েছে টেলিফোন নাম্বারএর জায়গাতারপর ইমেইল আইডি দিতেহবে ( যদিও এটি আবশ্যক নয়)

     

    এরপর আরও একটি ক্যাপচাকোড দেখাবে এবং এরপরপরপর তিনটি টিক দিতেহবে এরপরআপনাকে সাবমিট বাটনে ক্লিককরতে হবে এবারআবার একটি নতুন পেজখুলবে যেখানেআপনার অ্যাকনোলেজমেন্ট এবং লগিন অপশনআসবে লগিনকরার জন্য ইউজার আইডিএবং পাসওয়ার্ড দিতে হবেএবার লগিন নাউ তেক্লিক করবেন এরপরআরো কিছু তথ্য দিতেহবে

     

    এখানেডেট অফ বার্থ টিদিয়ে সাবমিট করতে হবে এরপরব্যাংক একাউন্ট ডিটেলস, প্রিন্ট বা লক অ্যাপ্লিকেশনএগুলি করতে পারবেনএরপর আর একটি নতুনপেজ খুলবে সেখানেআপনার পার্মানেন্ট অ্যাড্রেস ডিটেইলস দিতে হবেএরপর আদার ডিটেলস এরমধ্যে মায়ের নাম, মেটেরিয়ালস্টেটাস, ধর্ম, ফিজিক্যালি চ্যালেঞ্জডকিনা এসব তথ্য দিতেহবে এরপরশেষ দেওয়া পরীক্ষায় কতোমার্কস এবং পার্সেন্টেজ ছিলসেটা লিখতে হবেকোর্স ডিটেলস, টোটাল অ্যাটেন্ডেন্স (দিনহিসেবে) লিখবেন

     

    এরপর সেই ছাত্র বাছাত্রীকে কে পড়াশুনো করায়তার ডিটেলস দিতে হবে এরপরব্যাংক ডিটেলস উল্লেখ করতেহবে এরপরআবেদনকারীর শিক্ষা প্রতিষ্ঠানের নাম ঠিকানা দিতে হবে এরপরআবেদনকারী কোন ক্লাসে পড়েসেটি উল্লেখ করতে হবেএবং সেই ক্লাসে জয়নিংএর ডেট দিতেহবে  এরপর আপনাকে জিজ্ঞেস করাহবে আপনি এর পূর্বেএই স্কলারশিপ বা অন্য কোনোস্কলারশিপ থেকে টাকা পেয়েছেনকিনা যদিপেয়ে থাকেন তবে yes করতেহবে এবং কোন স্কলারশিপএবং কতো টাকা পেয়েছেনসেটি উল্লেখ করতে হবে আর যদিপূর্বে কোনো স্কলারশিপ নাপেয়ে থাকেন তাহলে no করতেহবে এরপরআপনি হোস্টেলে থেকে পড়াশুনো করেনকিনা সেটা সিলেক্ট করবেনএবং হোস্টেল থেকে পড়লে হোস্টেলেরঠিকানা দেবেন এবং হোস্টেলআপনাকে কত টাকা করেদিতে হয় সেটি উল্লেখকরতে হবে

     

    এরপর ব্যাংক ডিটেলস, আধারকার্ডের সাথে ব্যাংকের বইলিঙ্ক করা আছে কিনাএবং IFSC কোডটি দিতে হবে এরপরসেভ অ্যান্ড প্রসিড ক্লিককরবেন এরপরলক অপশনে ক্লিক করবেন এরপরঅ্যাপ্লিকেশন ফরমেট ডাউনলোডের অপশনআসবে এবং সেখানে ক্লিককরে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতেহবে এরপরএইঅ্যাপ্লিকেশন ফর্ম এবং তারসঙ্গে কিছু ডকুমেন্টস (একটিস্ট্যাম্প সাইজ কালার ফটো, কাস্ট সার্টিফিকেট, প্রিভিয়াস পরীক্ষার মার্কশিট, পাসবুক এর জেরক্স, আধার কার্ড বা ভোটারকার্ড বা প্যান কার্ড  নিয়েবিডিও অফিস বা আপনারশিক্ষা প্রতিষ্ঠানে জমা করতে হবে

    Oasis স্কলারশিপে আবেদন করবার শেষতারিখ? ( oasis scholarship 2021 last date )

     

    Oasis স্কলারশিপের জন্য আবেদন চলছে এইআবেদন ডিসেম্বর মাস পর্যন্ত চলবে

    এই স্কলারশিপ সংক্রান্ত কোনো রকম কোনোঅসুবিধা বা জিজ্ঞাসার জন্য918420023311 এই হেল্পলাইন নাম্বারে ফোন করতে পারেন

    Leave a Comment