আজ কথা বলবো ওয়েসিস স্কলারশিপের নতুন আপডেটের ব্যাপারে। বর্তমানে এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া চলছে। তো চলুন দেখে নেওয়া যাক।
কারা কারা এই স্কলারশিপেরজন্য আবেদন করতে পারবে?
(১) SC/ST অর্থাৎ তপসিলি জাতি এবংতপশিলি উপজাতির ছাত্র–ছাত্রীরাই আবেদনকরতে পারবেন।
(২) আবেদনকারীর পারিবারিক বাৎসরিক আয় ২.৫লক্ষ টাকার নীচে হতেহবে।
(৩) প্রি মেট্রিক এরজন্য ক্লাস ৯–১০এবং পোস্ট ম্যাট্রিক এরজন্য ক্লাস ১১–এরথেকে শুরু করে কলেজেপড়া পড়ুয়ারা আবেদন করতে পারবেন।
কে কত টাকাপাব?
প্রি মেট্রিক অথবা নবম ওদশম শ্রেণীর ছাত্র– ছাত্রীরা মাসিক১৫০ টাকা করে এবংহোস্টেলাররা মাসিক ৭৫০ টাকাসরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পেয়েযাবে। এবংপোস্ট মেট্রিক ছাত্র–ছাত্রীরা মাসিক৭৫০ টাকা এবং হোস্টেলাররামাসিক ১০০০ টাকা সরাসরিব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবে।
এই স্কলারশিপে আবেদনের শেষ তারিখ কবে?
এই স্কলারশিপে আবেদনের শেষ তারিখ ছিল১৫ ই নভেম্বর।এই ডেটটি বাড়িয়ে ৩০শে নভেম্বর করা হয়েছে।১৬ ই নভেম্বর থেকেযেহুতু স্কুলগুলি খুলে যাচ্ছে তাইএই স্কলারশিপে আবেদনের হার্ডকপি নিয়ে স্কুলে জমাকরলে স্কলারশিপটি খুব শীঘ্রই পাওয়াযাবে।
স্কলারশিপটিরিনুয়ালের ক্ষেত্রে অনেকের মনেই একটিপ্রশ্ন আছে যে তারাপ্রিভিয়াস ইয়ারের মার্কশিটের হার্ডকপি এখনো হাতে পায়নি, তারা অনলাইনে রেজাল্ট পেয়েছে। তাদেরমনে একটি প্রশ্ন ছিলযে তারা রিনুয়ালের ক্ষেত্রেকিভাবে এপ্লাই করবে।তাদের জন্য বলে রাখাভালো যে অনলাইনে পাওয়ারেজাল্টে দিয়েও স্কলারশিপের জন্যআবেদন করা যাবে এবংকলেজ পড়ুয়ার ক্ষেত্রে যারা একটি সেমিস্টারেররেজাল্ট দিয়ে আবেদন করতেচায় তারাও করতে পারবে।
• এছাড়াওস্কলারশিপে আবেদনের ক্ষেত্রে এই স্কলারশিপের অফিশিয়ালওয়েবসাইটে কিছু সমস্যা হওয়ায়অনেকেই আবেদন করতে পারছিলনা, কিন্তু বর্তমানে এইসমস্যার সমাধান হয়ে গিয়েছেঅর্থাৎ এখন সকলেই এইস্কলারশিপের জন্য আবেদন করতেপারবে।
• এই স্কলারশিপ সংক্রান্ত কোনো রকম কোনোঅসুবিধা বা জিজ্ঞাসার জন্য+91 8420023311 এই হেল্পলাইন নাম্বারে ফোন করতে পারেন।
• oasis scholarship official website – oasis.gov.in