২৫ টিঅনলাইনব্যবসারআইডিয়া
২৫ টিঅনলাইনব্যবসারআইডিয়াএবংই–কমার্সব্যবসারনতুনসম্ভাবনাক্ষেত্র
১। মেকআপবা সাজসজ্জাঃ
বিয়ে, উৎসব কিংবা বিভিন্ন অনুষ্ঠানেনারী–পুরুষ উভয়ের জন্যেইসাজসজ্জা বা মেকআপ একটিঅত্যাবশ্যকীয় বিষয় হয়ে উঠছেবিগত কয়েক বছর ধরেঅনলাইনের মাধ্যমে আপনিও এই সেবানিয়ে কাজ করতে পারেনঅফলাইনের জন্যে এবং অর্ডারঅনুযায়ী এই বিষয়ক বিভিন্নপ্রোডাক্ট বিক্রি থেকে শুরুকরে কাস্টমারদের অনুষ্ঠানে আপনার প্রতিষ্ঠানের মাধ্যমেসার্ভিস দিতে পারেন।(অনলাইন ব্যবসা কিভাবে শুরু করা যায়) বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে নিজের প্রতিষ্ঠানেরগ্রহণযোগ্যতা যত বৃদ্ধি পাবেততই নতুন এক সম্ভাবনারদ্বার উন্মোচিত হবে আপনার ওপ্রতিষ্ঠানের।
২।বাড়ি পাল্টানোর জন্যে সহায়তাকারী প্রতিষ্ঠানঃ
প্রতিমাসে কিংবা প্রতিদিন কলকাতাশহরসহ দেশের সকল জায়গায়অনেক মানুষ বাড়ি পাল্টায়কিন্তু বিশ্বস্ত মানুষ কোথায় পাবেকিংবা কোন প্রতিষ্ঠান বাকাদের দিয়ে এ কাজকরাবে তার জন্যে তাদেরহন্যে হয়ে খোঁজ– খবরনিতে হয়। কিন্তুবাড়ি পাল্টানোর সেবার সহায়তার ক্ষেত্রেআপনার প্রতিষ্ঠানও অনলাইনের মাধ্যমে মানুষের কাছে খুব সহজেপৌছাতে পারে। অনলাইনেমানুষ তার কাজের জন্যেঅর্ডার দিলো আর আপনারপ্রতিষ্ঠান সেই কাজ নির্বিঘ্নেকোন ঝামেলা ছাড়া অর্থেরবিনিময়ে করলো।
৩। লন্ড্রিঃ
বাড়িরকাপড় ধোয়া থেকে শুরুকরে ইস্ত্রি করা নিয়ে অনেকসমস্যায় পরতে হয় কর্মচঞ্চলএই কলকাতা শহরের মানুষকে। অনলাইনেলন্ড্রি সেবা নিয়েও আপনারপ্রতিষ্ঠান কাজ শুরু করতেপারে এলাকা ভিত্তিক কিংবাপুরো শহরজুড়ে। এতেকরে ঘরে বসেই মানুষজনসার্ভিস নিতে পারবে।
৪। রেন্টএ কারঃ
দেশেরবিভিন্ন প্রান্তে যেতে আমাদের বিভিন্নসময় গাড়ি ভাড়া করতেহয়, কিন্তু অনলাইনেই যদিএই গাড়ি ভাড়ার নেয়ারব্যবস্থা থাকে এবং নিজেরপছন্দ অনুযায়ী গাড়ি ভাড়া নিয়েনিজের কাজে কলকাতার বাইরেকিংবা অন্য শহর থেকে কলকাতাতে আসা যায়, তবে কেমনহয়?
বিশ্বস্তএকটা প্রতিষ্ঠানই পারে সহজে দেশেরযেকোন প্রান্তের মানুষকে অনলাইনের মাধ্যমে এই সেবা নেয়ারজন্যে গাড়ি বুকিং সার্ভিস।
৫। কম্পিউটারসার্ভিসিং এবং ইলেকট্রিক বাইলেক্ট্রনিক্স সার্ভিসঃ
ব্যস্তশহরে যানজট ঠেলে কেচায় তার বাসার কম্পিউটারবা ল্যাপটপ এর সমস্যার জন্যেদোকানে যেতে, কিন্তু বিশ্বস্তকোন অনলাইন প্রতিষ্ঠান নেইযে নিশ্চিন্তে তাদের বলবে যেআমার বাড়ি থেকে আমার পিসি বাল্যাপটপ নিয়ে সার্ভিস দিয়েআমাকে বাসায় দিয়ে যান। আপনারপ্রতিষ্ঠান দিতে পারে সেইচমৎকার সার্ভিস, সেবাটি ভালভাবে দিতেপারলে এবং জনপ্রিয় করতেপারলে দারুণ এক ব্যবসাশুরু হয়ে যাবে।এছাড়া বিল্ডিং করতে কিংবা বাসাবদলের সময় বিভিন্ন ধরনেরইলেকট্রিক বা ইলেকট্রনিক্স জিনিসপত্রেরপ্রয়োজন পরে এবং সার্ভিসদেয়ার দরকার পরে, আপনারঅনলাইন সাইটের মাধ্যমে সেইসবসার্ভিস কিংবা প্রোডাক্ট সহজেমানুষ পেতে পারে।
৬। ফটোগ্রাফিএবং ইভেন্ট ম্যানেজমেন্টঃ
বিয়েকিংবা বিভিন্ন অনুষ্ঠানে ফটোগ্রাফি থাকবেনা তা কি সম্ভব? কখনোই সম্ভব না।এখন অধিকাংশ ফটোগ্রাফি বিষয়ক অর্ডারগুলো অনলাইনেইহয়। যদিআপনি ভাল ফটোগ্রাফার হয়েথাকেন তবে আপনার প্রতিষ্ঠানেরএকটি ওয়েবসাইট করতে পারেন এবংআপনার ফটোগ্রাফি পেশাকে অনলাইন সাইটেরমাধ্যমে জনপ্রিয় এবং অনলাইন সাইটেরমাধ্যমে অর্ডার নেয়া শুরুকরতে পারেন। এরপাশাপাশি কোন প্রতিষ্ঠান ইভেন্টম্যানেজমেন্ট সার্ভিসও দিতে পারে।
৭। খাবারঅর্ডার সার্ভিসঃ
বিয়েকিংবা বিভিন্ন অনুষ্ঠানে মানুষ বিভিন্ন মজাদারখাবার পরিবেশন করতে চায় অতিথিদের, আপনার প্রতিষ্ঠান সেই মজাদার খাবারতৈরি এবং অর্ডার নিয়েসার্ভিস দিতে পারে।অথবা বিভিন্ন নামকরা খাবার দোকানেরখাবার আপনার প্রতিষ্ঠান এরকমঅনুষ্ঠানে অর্ডার অনুযায়ী ডেলেভারিদিতে পারে।(বর্তমানে সবচেয়ে লাভজনক ব্যবসা)
৮। অফিসসাজানো এবং ইনটেরিয়র ডিজাইনঃ
অফিসেরসুন্দর ইনটেরিয়র ডিজাইন করে দেয়ারসার্ভিস আপনার প্রতিষ্ঠান দিতেপারে এবং অনলাইনে এরঅর্ডার নিতে পারে আপনারপ্রতিষ্ঠান। এছাড়াবিভিন্ন অফিসের শোভাবর্ধনের জন্যেগাছসহ ফুলের টব কিংবাবিভিন্ন প্রয়োজনীয় জিনিস আপনার প্রতিষ্ঠানসার্ভিস দিয়ে থাকতে পারে। আপনারপ্রতিষ্ঠান সুন্দর সুন্দর বাহারিরকমের গাছসহ টব বিভিন্নঅফিসের জন্যে সার্ভিস দিবেএবং তা কয়েকদিন পরপর রক্ষণাবেক্ষণ করে দিবে।
৯। অফিসেরবিভিন্ন প্রয়োজনীয় স্টেশনারী জিনিসঃ
অফিসেকাগজ থেকে শুরু করেকলম এবং অন্যান্য বিভিন্নপ্রয়োজনীয় স্টেশনারী জিনিসপত্র লাগে, আপনার প্রতিষ্ঠানঅনলাইনের মাধ্যমে বিভিন্ন অফিসের কাছ থেকেসেইসব প্রোডাক্ট এর অর্ডার নিতেপারে এবং তা ডেলেভারিকরতে পারে।
১০। কাঁচাবাজারঃ
কলকাতাযানজট একটা প্রধান সমস্যাএবং সাথে সাথে আমাদেরদেশের মানুষ ক্রমাগতভাবে ব্যস্তহচ্ছে নিজের কর্মক্ষেত্র নিয়ে, কলকাতা শহরের অভিজাত এলাকারমানুষ অনেক ব্যস্ত এবংসেসব এলাকায় অনলাইনের মাধ্যমেমানুষের কাছ থেকে কাঁচাবাজারের অর্ডার নেয়া যায়এবং কাস্টমারকে হোম ডেলেভারি দেয়াযায়।
১১। ফার্নিচারপ্রোডাক্টঃ
ঘরেরআসবাবপত্র নিয়ে এবং এরডিজাইন নিয়ে অনেকের মাঝেইঅনেক চিন্তা থাকে ওঅনেক রকম ইচ্ছে থাকে। ফার্নিচারনিয়ে ই–কমার্স সাইটকরতে পারে বিভিন্ন প্রতিষ্ঠিতফার্নিচার ব্যবসায়ীরা।(ব্যবসা শুরু করার পদ্ধতি) এতেকরে কেউ যদি অনলাইনেআসবাবপত্র দেখে কিনতে চায়তবে কিনতে পারবে কিংবাদোকানে গিয়ে দেখে এসেঅনলাইনে অর্ডার করতে পারবে।
১২। ভ্রমণসার্ভিসঃ
শহরেরযান্ত্রিকতা ছেড়ে অনেকেরই দেশ–বিদেশের বিভিন্ন জায়গায় ঘুরতে ইচ্ছেকরে, কিন্তু কখন কিভাবেসহজে কোথাও ভ্রমণ করবে, কোথায় থাকবে এবং যাতায়াতএর সময় যাবতীয় সহায়তারপ্রয়োজন পরে। আরএ জন্যে অনলাইনে ভ্রমণবিষয়ক সার্ভিস দেয়ার জন্যে সাইটকরতে পারেন। যাতেকরে বিভিন্ন জায়গায় ভ্রমণের সার্ভিসঅনলাইনে সিলেক্ট করলে এবং পেমেন্টকরে পরবর্তীতে মানুষ সহজে আপনারপ্রতিষ্ঠানের সহায়তায় ঘুরতে যেতে পারে। এছাড়াহোটেল এন্ড রিসোর্ট অনলাইনেঅগ্রিম বুকিং দেয়ার ব্যবস্থাওথাকতে পারে যদি কেঁউনিজে নিজে ভ্রমণ করতেচায়।
১৩। কিচেনআইটেমঃ
রান্নাঘরেরবিভিন্ন প্রোডাক্ট নিয়ে ই–কমার্সসাইট করা যায়, শুধুমাত্ররান্না বিষয়ক ও রান্নাঘরেরজিনিসপত্র এবং এ বিষয়কবইপত্র এই সাইটে ক্রেতারাঅর্ডার দিতে পারবে এবংকিনতে পারবে।
১৪। দৈনন্দিনপ্রয়োজনীয় আনুষঙ্গিক বিষয়ঃ
ডিস, ইন্টারনেট কিংবা সকালে যেহকার পত্রিকা দিয়ে যায় কিংবাপ্রতিদিন ডেইরি প্রোডাক্ট অনেকেরবাড়ির প্রয়োজন পরে থাকে।কিন্তু কোথায় কাকে খুঁজেপাবে এই সার্ভিসের জন্যে, কিংবা বিশ্বস্ত কোন প্রতিষ্ঠানের খোঁজখবরপাওয়া অনেকটা চ্যালেঞ্জ।ইচ্ছে করলেই আপনি একটিব্র্যান্ড তৈরি করতে পারেনশহরের মানুষকে এই সেবাগুলো দিতে। অনলাইনেরমাধ্যমে আপনার প্রতিষ্ঠানে মানুষঅর্ডার করবে এবং আপনারপ্রতিষ্ঠান সেই সেবা দিবে। এছাড়া বাড়ির যদি রং করার প্রয়োজনপরে কখনো, তবে এপ্রতিষ্ঠান অনলাইনে অর্ডার নিয়ে সেইসেবাও দিতে পারে।
১৫। পুরুষদেরপ্রোডাক্টঃ
শুধুমাত্রঅনলাইনে পুরুষদের যাবতীয় পোশাক এবংব্যবহার্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে অনলাইনে আপনারপ্রতিষ্ঠানও বিক্রি শুরু করতেপারে। এতেকরে আপনার প্রতিষ্ঠান অন্যঅনেক অনলাইন সাইট থেকেভিন্নতা নিয়ে আসতে পারবে।
১৬। মহিলাদেরপোশাকঃ
নারীদেরপোশাক ও ব্যবহার্য প্রয়োজনীয়জিনিসপত্র নিয়ে অনেক নারীরইইচ্ছে করলে অনলাইনে নিজেদেরব্র্যান্ড তৈরি করে বিভিন্নপ্রোডাক্ট বিক্রি করতে পারে। ভারতেরঅনেক নারী ইতিমধ্য এধরনের ব্যবসা অনলাইনে করছে।
১৭। পুরনোবইপত্রঃ
অনেকসময় অনেক পুরনো বইপত্রেরপ্রয়োজন পরে, আবার অনেকেপুরাতন বইপত্র বিক্রি করেদিতে চায়। ইচ্ছেকরলে এই চ্যালেঞ্জিং ব্যবসাটিঅনলাইনে আপনিও শুরু করেদিতে পারেন এবং বিভিন্ননামকরা পত্রিকা, ম্যাগাজিনও বিক্রি করতে পারেন।
১৮। শোপিসঃ
ঘরসাজাতে সুন্দর সুন্দর শোপিসঅনেকে পছন্দ করে।তাই আপনার যদি সুন্দরপ্রোডাক্ট নিয়ে কাজ করতেইচ্ছে হয়, তবে আপনিআপনার প্রতিষ্ঠানের মাধ্যমে অনলাইনে মানুষের কাছে শোপিস বিক্রিকরতে পারেন।
১৯। ফার্মেসীও মেডিকেল প্রোডাক্টঃ
প্রতিদিনমানুষের বিভিন্নরকম ওষুধের প্রয়োজন পরে, বেশকিছু ওষুধ থাকে যাসহজে পাওয়া যায়না এবংবিভিন্ন ধরনের মেডিকেল চেকআপএর জন্যে দৈনন্দিন জীবনেঅনেক মেডিকেল প্রোডাক্ট এর প্রয়োজন পরে। এসবপ্রোডাক্ট নিয়ে অনলাইনের মাধ্যমেআপনিও ক্রেতার অর্ডার নেয়ার জন্যেআপনার ই–কমার্স সাইটটিতৈরি করতে পারেন।
২০। খেলাধূলারসরঞ্জামঃ
খেলাধূলারবিভিন্ন প্রোডাক্ট নিয়ে অনলাইন সাইটহলে যারা এই বিষয়কপ্রোডাক্ট কিনতে চায়, কিংবাঅনেকে অনেক বিদেশী খেলাধূলারপ্রোডাক্ট যা সহজে দেশেপাওয়া যায়না, তাদের জন্যেচমৎকার অনলাইন কেনাকাটার সাইটহতে পারে।
২১। সাইকেলও মোটরসাইকেল পার্টসঃ
সাইকেলবা মোটরসাইকেলের বিভিন্ন পার্টস যা কিছুটাআনকমন তা নিয়েও অনলাইনেঅনেকে কাজ করতে পারে। অনেকসময় অনেকের অনেক পার্টসকেনার প্রয়োজন পরে যেগুলো কোথায়পাওয়া যায় তা অনেকেজানেনা, সেসব ক্ষেত্রে দারুণসমাধান হতে পারে এইবিষয় কেনাকাটার সাইট।
২২। লিফটসার্ভিসঃ
আমাদেরদেশে ক্রমাগত নতুন নতুন বাড়িহচ্ছে এবং বেশিরভাগ বাসাতেইএখন ওপরের তালায় যাওয়ারজন্যে লিফট ব্যবহার করাহয়। লিফটবিক্রি কিংবা এর মেইনটেইনএর ক্ষেত্রে অনলাইন–অফলাইন ভালসেবা নিয়েও কাজ শুরুকরা যায়।
২৩। গিফটআইটেমঃ
বিয়ে, বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন ধরনের উপহার মানুষকেদিতে হয়, কিন্তু হঠাৎকরে কি ধরনের ব্যতিক্রমীজিনিস আপনি দিবেন ঠিককরতে পারছেন না, ঠিকশুধুমাত্র গিফট আইটেম নিয়েওআপনি আপনার অনলাইন ব্যবসাশুরু করতে পারেন।
২৪। রিভিউসার্ভিসঃ
বিভিন্নধরনের প্রোডাক্ট রিভিউ, বিভিন্ন বিষয়েরলেখা ই–কমার্স ব্যবসায়ীদেরবিভিন্ন সময় প্রয়োজন পরে। তাইআপনি যদি ভাল লিখতেপারেন, তবে অনলাইনে আপনিআপনার আর্টিকেল নিয়ে কাজ করতেপারেন আপনার নিজের সাইটেরমাধ্যমে।
২৫। মাছও গবাদি পশুর মাংসডেলেভারি সার্ভিসঃ
আপনিহয়ত অনেক ব্যস্ত, তাইহয়ত মাছ বা মাংসকিনতে বাজারে যেতে পারছেননা, কিন্তু এমন যদিকোন অনলাইন শপ থাকেযারা শুধু বিভিন্ন ধরনেরমাছ – মাংস আপনার অর্ডারঅনুযায়ী ডেলেভারি করে দিবে, তাহলেকেমন হয়? যদি কোনপ্রতিষ্ঠান মনে করে তাদেরপক্ষে এইরকম সার্ভিস দেয়াসম্ভব, তবে তারা সুন্দরভাবেচেষ্টা করলে দারুণ একটাউদ্যোগ হবে।