পশ্চিমবঙ্গেরসমস্ত মহিলা চাকরিপ্রার্থীদের জন্যবিরাট সুখবর। পশ্চিমবঙ্গেরবিভিন্ন মিউনিসিপালিটির তরফ থেকে স্বাস্থ্যকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবারওনতুন করে রাজ্যের ২টি পৌরসভায় হেলথ ওয়ার্কার নিয়োগেরবিজ্ঞপ্তি জারি হয়েছে।উভয় বিজ্ঞপ্তির ক্ষেত্রেই পদের নাম, শিক্ষাগতযোগ্যতা, বয়স সীমা, বেতনএবং আবেদন পদ্ধতি সমান। কেবলআবেদনপত্র জমা দেওয়ার স্থানও শূন্যপদের সংখ্যা আলাদা।কোন কোন পৌরসভায় নিয়োগকরা হবে, শূন্যপদের সংখ্যাকত, রইল বিস্তারিত প্রতিবেদন।
পদেরনাম– হেলথ ওয়ার্কার (HHW)
শিক্ষাগতযোগ্যতা– মাধ্যমিক পাশ। শুধুমাত্রমহিলারাই (বিবাহিত, ডিভোর্সি, বিধবা) আবেদন করতেপারবেন। অর্থাৎঅবিবাহিতা প্রার্থীরা আবেদন করতে পারবেননা।
বয়স–০১/০১/২০২১ তারিখেপ্রার্থীর বয়স ৩০ থেকে৪০ বছরের মধ্যে হতেহবে। সংরক্ষিতশ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে বয়স হতে হবে২২ থেকে ৪০ বছরেরমধ্যে।
বেতন– প্রতিমাসে ৪,৫০০ টাকা।
নিয়োগপদ্ধতি– নিয়োগ করা হবেইন্টারভিউ এবং মাধ্যমিকে প্রাপ্তনম্বরের উপর ভিত্তি করে। প্রতি১ টি শূন্য পদেরজন্য ১০ জন প্রার্থীকেইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। মাধ্যমিকেপ্রাপ্ত নম্বরের উপরে ৯০% (weightage) এবংইন্টারভিউতে ১০% (weightage).
আবেদনপদ্ধতি– অফলাইনের মাধ্যমে প্রার্থীরা আবেদন করতে পারবেন। এইপ্রতিবেদনে আবেদনপত্রের লিংক সংযুক্ত করাআছে। লিংকেক্লিক করে আবেদনপত্র ডাউনলোডকরতে পারবেন।
আবেদনপত্রেরসঙ্গে ডকুমেন্টসলাগবে–
১) বয়সের প্রমাণপত্র।
২) মাধ্যমিকের মার্কশীট ও সার্টিফিকেট।
৩) সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট।
৪) সেল্ফ অ্যাটেস্টেড করার ম্যারেজ সার্টিফিকেট/ভোটার কার্ড/রেশনকার্ড/আধার কার্ড।
৫) বিধবা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর মৃত্যুর সার্টিফিকেট।
নিয়োগেরস্থান– নিয়োগ করা হবেসিউড়ি মিউনিসিপ্যালিটি এবং বরানগর মিউনিসিপ্যালিটি–তে। আবেদনকারীকেসংশ্লিষ্ট মিউনিসিপালিটি এলাকার স্থায়ী বাসিন্দাহতে হবে। একবছর চুক্তির ভিত্তিতে প্রার্থী নিয়োগ করা হবেএবং পরে কাজের উপরভিত্তি করে সময়সীমা বাড়ানোহতে পারে।
শূন্যপদেরসংখ্যা– সিউড়ি মিউনিসিপালিটি –তেমোট শূন্যপদ ৫ টি।বরানগর মিউনিসিপ্যালিটি মোট শূন্যপদের সংখ্যা৩০ টি।
আবেদনপত্রজমা দেওয়ার স্থান– সঠিকভাবে পূরণকরা আবেদন পত্রের সাথেসমস্ত প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে একটি মুখবন্ধ খামে সংশ্লিষ্ট মিউনিসিপালিটিঅফিসের নির্দিষ্ট ড্রপবক্সে জমা দিতে হবে। পোস্টঅফিসের মাধ্যমে আবেদনপত্র পাঠালে গৃহীত হবেনা।
আবেদনকরার শেষ তারিখ– উভয়পৌরসভার বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনপত্র জমা দেওয়ার শেষতারিখ ২৬/১০/২০২১বিকেল ৫ টা।
আশাকরছি সকলের এই পােষ্টটিভালাে লেগেছে। এরকমধরনের সরকারি চাকরির খবরপাওয়ার জন্য প্রতিদিন আমাদেরওয়েবসাইটে প্রবেশ করুন।এই পােষ্টটি বন্ধুদের শেয়ার করে অবশ্যইসকল ছাত্রছাত্রীদের উপকার করুন।আর নিজের শিক্ষাগত যােগ্যতাঅনুযায়ী মিলিয়ে শেষ তারিখের আগঅবশ্যই আবেদন করে ফেলুন।