মাধ্যমিক পাশে পৌরসভায় স্বাস্থ্য কর্মী নিয়োগ, আবেদন করুন

যদিআপনি মাধ্যমিক পাশ করে থাকেন সরকারি চাকরির সন্ধানকরছেনতাহলেআপনার জন্য রাজ্য সরকারনিয়ে এসেছে সরকারি চাকরি রাজ্যেরপৌরসভায় স্বাস্থ্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তিপ্রকাশিত হয়েছে ইতিমধ্যেইশুধুমাত্র মাধ্যমিক পাশ করে থাকলেইআপনি এখানে আবেদন করতেপারবেন মাধ্যমিকথেকে বেশি ক্লাসে পাশকরলেও আবেদন করতে পারবেন নিম্নেবিস্তারিত আলোচনা করা হলো

 

West Bengal Municipality Health Worker Recruitment 2021/ West Bengal Municipality HHW Recruitment 2021 Notification Pdf
 

পদেরনামঃহেলথ ওয়ার্কার (HHW)

মোট শূন্যপদঃ ৫১ টি

শিক্ষাগতযোগ্যতাঃ মাধ্যমিক পাশ থাকলেই আবেদনকরতে পারবেন, শিক্ষাগত যোগ্যতা বেশি থাকলেও আবেদনকরতে পারবেন তবেএই পদে শুধুমাত্র মহিলারাইআবেদন করতে পারবেনআবেদনকারীকে অবশ্যই বিবাহিতা হতেহবে অথবা বিধবা হতেহবে কিংবা বিবাহ বিচ্ছিন্নাহলেও আবেদন করা যাবে অর্থাৎঅবিবাহিতা মহিলারা এই পদে আবেদনকরতে পারবেন না

বয়সঃএই পদে আবেদন করতেগেলে ০১/০১/২০২১তারিখে প্রার্থীর বয়স ৩০ থেকে৪০ এর মধ্যে হতেহবে আরSC/ ST/ OBC/ PWD শ্রেণীভুক্তপ্রার্থীদের বয়স হতে হবে২২ থেকে ৪০ বছরেরমধ্যে

 বেতনঃএই পদে বেতন দেওয়াহবে প্রতিমাসে ,৫০০ টাকাকরে

আবেদনপদ্ধতিঃ যোগ্য ইচ্ছুকপ্রার্থীদর আবেদন করতে হবেঅফলাইনের মাধ্যমে আবেদনফর্ম টিwww.burdwanmunicipality.gov.in এইওয়েবসাইট থেকে ডাউনলোড করতেপারবেন এরপরফর্মটি ফিলাপ করে, সেইআবেদনপত্রের সঙ্গে সমস্ত ডকুমেন্টসএকসাথে করে বর্ধমান মিউনিসিপালিটিঅফিসে গিয়ে সরাসরি জমাদিতে হবে তবেমনে রাখবেন পোস্ট অফিসেরমাধ্যমে পাঠালে সেই সমস্তআবেদনপত্র গ্রাহ্য করা হবে না

 

আবেদনেরশেষ তারিখঃ–  ২৬অক্টোবর ২০২১

 

আবেদনপত্রের সঙ্গে যা যা ডকুমেন্টস লাগবে-

) বয়সের প্রমাণপত্রঃ– (মাধ্যমিকের এডমিট কার্ড)

) বসবাসের প্রমাণপত্রঃ– (আধার কার্ড/ ভোটারকার্ড/ রেশন কার্ড)

) মাধ্যমিক পরীক্ষার মার্কশিট

) জাতিগত শংসাপত্র (যদি থাকে)

)বিবাহিত মহিলাদের ক্ষেত্রেঃম্যারেজ সার্টিফিকেট বা আধার কার্ডকিংবা ভোটার কার্ড অথবারেশন কার্ড যেখানে আবেদনকারীরস্বামীর নাম উল্লেখ থাকবে

)বিধবা মহিলাদের ক্ষেত্রেঃস্বামীর মৃত্যু শংসাপত্র (যদিবিধবা হয়ে থাকেন)

) বিবাহ বিচ্ছিন্ন শংসাপত্র (ডিভোর্স মহিলাদের ক্ষেত্রে)

 

নিয়োগকোথায় করা হবেঃ নিয়োগকরা হবে বর্ধমান মিউনিসিপালিটিতেতবেএই পদে সেই সমস্তমহিলারাই আবেদন করতে পারবেনযাদের বাড়ি সংশ্লিষ্ট মিউনিসিপালিটিএলাকার মধ্যে এককথায়যারা বর্ধমান মিউনিসিপালিটির স্থায়ী বাসিন্দা তারাইআবেদন করতে পারবেন


Official Website:-Apply Now

Official Notice:-Download Now


আশাকরছি সকলের এই পােষ্টটিভালাে লেগেছে এরকমধরনের সরকারি চাকরির খবরপাওয়ার জন্য প্রতিদিন আমাদেরওয়েবসাইটে প্রবেশ করুনএই পােষ্টটি বন্ধুদের শেয়ার করে অবশ্যইসকল ছাত্রছাত্রীদের উপকার করুনআর নিজের শিক্ষাগত যােগ্যতাঅনুযায়ী মিলিয়ে শেষ তারিখের আগঅবশ্যই আবেদন করে ফেলুন

Leave a Comment