গ্রূপ-ডি কর্মী নিয়োগ, অষ্টম শ্রেণী পাশে আবেদন, চলবে ১৫ নভেম্বর পর্যন্ত

 

পশ্চিমবঙ্গ সরকার অধীনস্থ  মালদা জেলার ডিস্ট্রিক লিগ্যাল সার্ভিস অথরিটিতে গ্রূপ-সি ও গ্রূপ-ডি সহ আরও বিভিন্ন পদে প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে প্রার্থী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকেই প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম- লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট কাম একাউন্টেন্ট কাম অফিসার মাস্টার।

শূন্যপদ- ১ টি।

বেতন- প্রতিমাসে ১৩,৫০০ টাকা ।

শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশ সঙ্গে কম্পিউটারে ডিপ্লোমা এবং ইংরেজিতে প্রতি মিনিটে ২০ শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে।

পদের নাম- লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট কাম ক্যাশিয়ার।

শূন্যপদ- ১ টি।

বেতন- প্রতিমাসে ১৩,৫০০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশ সঙ্গে কম্পিউটারে ডিপ্লোমা এবং ইংরেজিতে প্রতি মিনিটে ২০ শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে।

পদের নাম- গ্রূপ-ডি ।

শূন্যপদ- ১ টি।

বেতন- প্রতিমাসে ১২,০০০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা- অষ্টম শ্রেণী পাশ।

বয়স– উপরুক্ত প্রতিটি পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স ০১/০১/২০২১ তারিখে ১৮ থেকে ৩৭ এর মধ্যে হতে হবে।

আবেদন পদ্ধতি-

আগ্রহী প্রার্থীরা শুধুমাত্র অফলাইনের মাধ্যমে প্রার্থীর আবেদন করতে পারবেন। আবেদনপত্রটি মুখ বন্ধ খামে স্পিড পোস্ট/ অডিনারি পোস্ট/ রেজিস্টার পোস্ট/ কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় প্রার্থীরা পাঠাতে পারবেন।

আবেদন ফি- 

গ্রূপ-ডি পদের জন্য ২০০ টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে এবং বাকি দুটি পদের জন্য ৩০০ টাকা ধার্য করা হয়েছে।

আবেদনপত্র পাঠাবার ঠিকানা-

 Office of the Chairman, District Legal Service Authority, Malda

আবেদনপত্রের সঙ্গে যেসব ডকুমেন্টস লাগবে-

1) পাসপোর্ট সাইজ কালার ফটো।

2) সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কশিট।

3) সেল্ফ অ্যাটেস্টেড করা এবং পোস্টাল স্ট্যাম্পে দেওয়া একটি এনভেলাপ।

আবেদন করার শেষ তারিখ- ১৫/১১/২০২১ বিকেল ৫ টা পর্যন্ত।

Official Notice:- Download Now

Official Website:-  Click Here

Leave a Comment