আধার সেন্টার খুলতে কিভাবে আবেদন করতে হয় দেখুন Aadhaar Center Open

 

আমরা প্রত্যেকেই চাই যে একটি আধার সেন্টার খুলতে? তবে প্রশ্ন হলো… আধার সেন্টার কিভাবে খুলতে হয়? তা নিয়ে আজকে আমরা আলোচনা করবো। আধার সেন্টার এর আইডি নিতে গেলে তার আগে ফর্ম ফিলাপ করতে হবে অনলাইনে ও পাশাপাশি কিছু টাকা পেমেন্ট করতে হবে।এরপর আপনাকে আধার সেন্টার নেওয়ার জন্য পরীক্ষায় বসতে হবে।পরীক্ষায় পাশ করলে আধার সেন্টার খোলার একটি সার্টিফিকেট পাবেন। এখন প্রশ্ন কিভাবে ফর্ম ফিলাপ করতে হয়? 


নিচের ধাপ গুলো ফলো করুন:


How To Open Aadhaar Enrollment/Update Center:–

১) প্রথমে আপনাকে আধার সেন্টার নেওয়ার জন্য অফিসিয়াল ওয়েবসাইট আসতে হবে।
ওয়েবসাইট লিংকঃ https://uidai.nseitexams.com/UIDAI/LoginAction_input.action

২) এরপর User Id & Password দিয়ে লগইন করতে হবে।নতুন হলে আপনাকে Create New User এ ক্লিক করে রেজিষ্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় আপনাকে আধার কার্ড এর XML File আপলোড করতে হবে। XML File বানানোর জন্য আধার কার্ড এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এরপর Aadhaar Service> Aadhaar Paperless Offline e-KYC(Beta)> Aadhaar Number>4 Digit Code>OTP>Download
৩) এরপর আধার কার্ড XML File আপলোড করে এগিয়ে যেতে হবে।
৪) এরপর আপনাকে আপনার ফর্ম ফিলাপ করতে হবে, শিক্ষাগত যোগ্যতা, রাজ্য,পরীক্ষার সেন্টার ইত্যাদি বসিয়ে দিয়ে সাবমিট করতে হবে।
৫) এরপর আপনাকে পেমেন্ট অপশনে ক্লিক করে ৪৭০ টাকা ৮২ পয়সা অনলাইন পেমেন্ট করতে হবে।

৬) এরপর রেজিস্ট্রার মোবাইল নাম্বারে আপনার সমস্ত ডিটেইলস পাঠিয়ে দিবে।আইডি পাসওয়ার্ড সমস্ত কিছু। এছাড়াও কোনোরকম অভিযোগ বা জানার থাকলে এই নাম্বারে বা জিমেইল এ যোগাযোগ করতে পারবেনঃ-

Toll free: 022-42706500

Timing : 9:30 AM – 6:00 PM (Monday – Saturday)

Candidates can also send their queries at uidai_admin@nseit.com

আধার কার্ড XML File বানানোর সরাসরি লিংকঃ https://resident.uidai.gov.in/offline-kyc
আধার সেন্টার প্রশ্ন পত্র লিংকঃ– আধার সেন্টার পরীক্ষায় কিরকম প্রশ্ন আসবে তার ডাউনলোড লিংক নিচে দেওয়া হলো উত্তর সহকারেঃ 


1 thought on “আধার সেন্টার খুলতে কিভাবে আবেদন করতে হয় দেখুন Aadhaar Center Open”

  1. এটাতো প্রাইমারি ধাপ। এরপর কি কি করতে হবে কত টাকা ঘুষ দিতে হবে, ঘুরতে ঘুরতে জুতো কটা ছিঁড়বে। সেগুললো কে লিখবে।

    Reply

Leave a Comment