ভারত হেভি ইলেক্ট্রিক্যাল লিমিটেডে (Bharat Heavy Electricals Limited) কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কবে থেকে কবের মধ্যে কীভাবে আবেদন করা যাবে, তা বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছে। কোনও শিক্ষাগত যোগ্যতা ও বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন, তাও বলে দেওয়া হয়েছে। এই কাজের জন্য প্রার্থীর কী অভিজ্ঞতা প্রয়োজন, নিয়োগ সংক্রান্ত কোনও ফি দিতে হবে কিনা, তাও বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছে। নির্বাচিত হলে কত টাকা বেতন পাওয়া যাবে এবং আবেদনের সঙ্গে কী কী তথ্য জমা দিতে হবে, আর কী কী সুবিধা পাওয়া যাবে, সে ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।
বিজ্ঞপ্তি নম্বর : PSER-01/2021
মোট শূন্যপদ : ২২ কোন কোন শূন্যপদ
ইঞ্জিনিয়ার-সিভিল (Engineer-Civil) – ৭ (জেনারেল ৫, এসসি ১, ওবিসি ১)
সুপারভাইজার-সিভিল (Supervisor-Civil) – ১৫ (জেনারেল ৮, এসসি , এসটি ১, ওবিসি ৩)
বিভাগ : কারিগরি কোথা থেকে আবেদন ১) রাজ্যের যে কোনও প্রান্ত থেকে আবেদন করা যাবে। ২) প্রার্থীকে ভারতের নাগরিক হতে হবে।
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
১) ইঞ্জিনিয়ার-সিভিল (Engineer-Civil) – ইঞ্জিনিয়ারিং/টেকনোলজিতে ফুল টাইম ব্যাচেলর ডিগ্রি বা পাঁচ বছরের ইন্টিগ্রেটেড মাস্টার ডিগ্রি। ২ বছরের অভিজ্ঞতা।
২) সুপারভাইজার-সিভিল (Supervisor-Civil) – স্বীকৃত বিশ্ববিদ্য়ালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ফুল টাইম ডিপ্লোমা। ন্যূনতম ৬০ শতাংশ নম্বর। ২ বছরের কাজ করার অভিজ্ঞতা।
style=”text-align: justify;”>
বয়সসীমা :
১) বয়সের উর্ধ্বসীমা – ৩৪ বছর
২) ওবিসি প্রার্থীদের জন্য বয়সে ৩ বছরের ছাড়।
৩) এসসি/এসটি প্রার্থীদের জন্য বয়সে ৫ বছরের ছাড়।
আবেদনের ফি:
১) জেনারেল – ২০০ টাকা
২) এসসি/এসটি/শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ফি দিতে হবে না।
বেতন:
১) ইঞ্জিনিয়ার-সিভিল (Engineer-Civil) – প্রতি মাসে ৭১,০৪০ টাকা
২) সুপারভাইজার-সিভিল (Supervisor-Civil) – প্রতি মাসে ৩৯,৬৭০ টাকা
৩) ২ লক্ষ টাকা পর্যন্ত মেডিক্লেম পাবেন কর্মী। পরিবারের সদস্যরাও তাতে অন্তর্ভূক্ত থাকবেন।
প্রার্থী নির্বাচন পদ্ধতি :
পার্সোনাল ইন্টারভিউ
গুরুত্বপূর্ণ দিন:
আবেদন জমা নেওয়া শুরু – ০৪/০৯/২০২১ ২)
আবেদন জমা দেওয়ার শেষ দিন – ২৪/০৯/২০২১
আবেদনের পদ্ধতি:
অনলাইনে আবেদন করতে হবে।
অনলাইনে আবেদন Link: https://careers.bhel.in/bhel/jsp/