
১. রাজ্যের খাদ্য দপ্তরে নিয়োগ:
শিক্ষাগত যোগ্যতা– এখাানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে তার জন্য বিভিন্ন রকম যোগ্যতা লাগবে । পুরো ডিটেলস জানতে নিচের লিংক দিয়েছে ওই লিংকে ক্লিক করে দেখে নিতে পারবেন।
বয়স -18 থেকে 40 বছর বয়স হলে আপনারা আবেদন করতে পারবেন রিজার্ভ ক্যান্ডিডেটেরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন।
আবেদন পদ্ধতি– অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ – 17/09/ 2021 তারিখ পর্যন্ত আবেদন চলবে।
2. জেলা পরিষদের গ্রুপ ডি পদে নিয়োগ:
শিক্ষাগত যোগ্যতা – অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় আপনারা আবেদন করতে পারবেন।
বয়স – ২০ বছর বয়স হতে হবে।
আবেদন পদ্ধতি – অনলাইন অফলাইন দুভাবেই আপনারা আবেদন করতে পারবেন। চাইলে চাইলে সরাসরি আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ – 13 /09 /2021 তারিখ পর্যন্ত আপনারা আবেদন চলবে।
3. রাজ্যে বিভিন্ন জেলায় 10000 অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগ
শিক্ষাগত যোগ্যতা – মাধ্যমিক এবং অষ্টম শ্রেণী পাস।
আবেদন পদ্ধতি– আবেদন অনলাইনের মাধ্যমে করতে হবে। আবেদনপত্রটি পূরণ করে ব্লক অফিসে জমা দিয়ে আসতে হবে । এই নোটিশটি সম্বন্ধেে পুরো পুরো ডিটেলস এখনোো অফিশিয়ালি প্রকাশ করা হয়নি যখনই এর পুরো ডিটেলস প্রকাশ করা হবে আপনারা আমাদের ওয়েবসাইটে আপডেট পেয়ে যাবেন।
Apply Link: update soon
4.মিড ডে মিল প্রকল্পের গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ।
শিক্ষাগত যোগ্যতা– যেকোন শাখায় স্নাতক হতে হবে। আর কম্পিউটার প্রশিক্ষণের সার্টিফিকেট থাকতে হবে।
বয়স – 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হলে আপনার আবেদন করতে পারবেন।
আবেদন পদ্ধতি– এই পদের জন্য আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ– 24/09/2021
5. রাজ্যের বিভিন্ন জেলায় 13000 আশা কর্মী নিয়োগ
শিক্ষাগত যোগ্যতা– মাধ্যমিক পাাস যোগ্যতার আপনারা আবেদন করতে পারবেন। (তবে প্রার্থীর যদি স্বনির্ভর গোষ্ঠীর সদস্যয হন তাহলে অগ্রাধিকার পাবেন।)
আবেদন পদ্ধতি– আবেদন অনলাইনের মাধ্যমে করতে হবে। আবেদনপত্রটি পূরণ করে ব্লক অফিসে জমা দিয়ে আসতে হবে । এই নোটিশটি সম্বন্ধেে পুরো পুরো ডিটেলস এখনোো অফিশিয়ালি প্রকাশ করা হয়নি যখনই এর পুরো ডিটেলস প্রকাশ করা হবে আপনারা আমাদের ওয়েবসাইটে আপডেট পেয়ে যাবেন।
Apply Link: Update soon
6. পশ্চিমবঙ্গের মেডিকেল কলেজগুলোতে হোস্টেল ওয়ার্ডের নিয়োগ:
ওয়েস্ট বেঙ্গল হেলথ রেক্রুটমেন্ট বোর্ড এর তরফ থেকে এই রিকুটমেন্ট করা হবে এই রিক্রুটমেন্ট এর অফিশিয়াল নোটিশ এখনো জানানো হয়নি অফিশিয়াল নোটিশ প্রকাশিত হলে আপনারা আমাদের অফিশিয়াল ওয়েবসাইটে আপডেট পেয়ে যাবেন।
মোট শূন্য পদ–165
শিক্ষাগত যোগ্যতা– মাধ্যমিক পাাস যোগ্যতার আপনারা আবেদন করতে পারবেন।
আবেদন পদ্ধতি – অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
Apply Link: Update soon
7. বর্ডার সিকিউরিটি ফোর্স এর কনস্টেবল নিয়োগ
শিক্ষাগত যোগ্যতা– মাধ্যমিক পাাস যোগ্যতার আপনারা আবেদন করতে পারবেন।
বয়স – 18 থেকে 23 বছর
আবেদন পদ্ধতি – অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ – 22/09/2021 পর্যন্ত আবেদন চলবে।
Apply Link: https://rectt.bsf.gov.in/
8. ভারতীয় রেলে কর্মী নিয়োগ
শিক্ষাগত যোগ্যতা– B.E/B.Tech থাকতে হবে।
আবেদন পদ্ধতি – শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে।
ইন্টারভিউ এর তারিখ– সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এর ক্ষেত্রে 20/09/2021থেকে 22 /09/ 2021 পর্যন্ত এবং জুনিয়রটেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এর ক্ষেত্রে 23/09/2021থেকে 25/09/ 2021 তারিখ পর্যন্ত।
Apply Link: Update soon
9. ইন্ডিয়ান এয়ার ফোর্স এর গ্রুপ সি পদে নিয়োগ
শিক্ষাগত যোগ্যতা – যে কোন বিষয়ে স্নাতক হতে হবে।
বয়স – 18 থেকে 25 বছর এরমধ্যে বয়়স হতে হবে।
আবেদন পদ্ধতি – অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ – 07/09/2021 পর্যন্ত আবেদন চলবে।
আবেদন করার জন্য নিচের লিংকে ক্লিক করুন
Apply Link: https://indianairforce.nic.in/
10. অয়েল ইন্ডিয়া লিমিটেড এ প্রার্থী নিয়োগ
শিক্ষাগত যোগ্যতা– এখাানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে তার জন্য বিভিন্ন রকম যোগ্যতা লাগবে । পুরো ডিটেলস জানতে নিচের লিংক দিয়েছে ওই লিংকে ক্লিক করে দেখে নিতে পারবেন।
বয়স -18 থেকে 30 বছর বয়স হতে হব।
আবেদনের শেষ তারিখ – 23/09/2021 পর্যন্ত আবেদন চলবে।
Apply Link: https://www.oil-india.com/