ডিজিটাল হচ্ছে ভারতবর্ষ। আর এর সম্পূর্ণ ছোঁয়া পড়তে চলেছে রেশন দপ্তরে। এবার রেশন দোকান থেকে চাল গম বা অন্যান্য সামগ্রী কিনতে বাধ্যতামূলক হতে চলেছে আধার কার্ড। রেশন এবং আধার নং লিংক করতে হবে। সারা দেশ জুড়ে এক দেশ এক রেশন কার্ড এর জন্য আধার এবং রেশন কার্ডের লিংক করারনো খুব গুতুত্বপূর্ণ।
প্রথমেই বলে রাখা ভাল, আগামী বছরের ৩০ জুনের মধ্যে ‘এক দেশ, এক রেশন কার্ড’ প্রকল্প চালু করতে চায় কেন্দ্রীয় সরকার। ওই প্রকল্পের আওতায় রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর জুড়তে বলা হয়েছে।
তা না হলে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্তই রেশন দোকান থেকে জিনিসপত্র কেনা যাবে। তবে সেই সঙ্গে কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবণ্টন মন্ত্রক এ-ও জানিয়েছে, আধার নম্বর না থাকার জন্য কোনও উপভোক্তাকে রেশন থেকে বঞ্চিত করা যাবে না।
রেশন কার্ডের সঙ্গে আধার নম্বরের লিংক অনলাইন এবং অফলাইন— দু’ভাবেই করা যাবে। আমরা এখানে দুটো পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।
অফলাইনে কী ভাবে রেশন কার্ডের সঙ্গে আধার নম্বরের সংযুক্ত করবেন ? Ration Aadhar Card link Offline Process
>যে সমস্ত উপভোক্তা অনলাইনে ততটা স্বচ্ছন্দ নন, তাঁরা রেশন দোকানে গিয়েও সংযুক্তিকরণ করতে পারেন।
>অনলাইনে আধার এবং রেশন নং লিংক করার জন্য আপনার ( আপনার পরিবারের সদস্য থাকলে তাঁদেরও) আধার কার্ডের ফোটোকপি প্রয়োজন।
>এ ছাড়া পরিবারের কর্তার একটি পাসপোর্ট সাইজের ফোটো এবং রেশন কার্ড লাগবে।
>কোনও উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার নম্বরের সঙ্গে সংযুক্ত না থাকলে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবইয়ের ফোটোকপি জমা দিতে হবে।
>এবার আপনি রেশন আধার লিংক এর জন্য নির্দিষ্ট ফরম ১১ পূরণ করুন।
>এ বার আপনার আধার নম্বরের সঙ্গে এই সমস্ত কিছুই জমা করুন।
>রেশন কার্ডের সঙ্গে আধার নম্বরের সংযুক্তিকরণ হয়ে গেলে আপনি এসএমএস (SMS) এর মাধ্যমে জানতে পেরে যাবেন।
রেশন কার্ডের সাথে আধার কার্ড ও মোবাইল নং কিভাবে লিংক করবেন অনলাইনে – Ration Aadhar Card link Online Process
১ ) এরজন্য আপনাকে খাদ্য দপ্তরের ওয়েবসাইটে আসতে হবে https://food.wb.gov.in/
২ ) এরপর পর বাদিকে Ration Card অপশনে ক্লিক করতে হবে ।
৩ ) তারপর সাব মেনু থেকে Apply Online এ ক্লিক করে এগিয়ে যেতে হবে ।
৪ ) এরপর Ration Card Form 11 অপশনে ক্লিক করে পরের পেজে আসতে হবে ।
৫ ) আপনি যে মোবাইল নাম্বার লিংক করতে চান রেশন কার্ডে সেই মোবাইল নাম্বার টাইপ করুন এবং Get OTP তে ক্লিক করুন।
এরপর রেজিস্টার মোবাইল নাম্বারে একটি OTP আসবে তা বসিয়ে দিয়ে Proceed এ ক্লিক করুন।
৬ )পরিবার যে কোনো একজন সদস্যের রেশন কার্ড নাম্বার দিন এবং কার্ডের ক্যাটাগরি সিলেক্ট করুন । তারপর সার্চ এ ক্লিক করে এগিয়ে যান।
৭ ) পরিবারের সমস্ত সদস্যের নাম চলে আসবে। পাশে আধার কার্ডের ঘর টি ফাঁকা থাকবে ও আধার কার্ডটি আপলােড এর বক্সটি ফাকা থাকবে এবং সেই ব্যক্তির জন্ম তারিখ বসানাের ঘর টি ফাঁকা থাকবে ।
প্রতিটি ফাঁকা ঘরে নির্দিষ্ট তথ্য দিয়ে পূরণ করুন।
আধার কার্ড এর একটি ছবি তুলে আপলোড করে দিন।
৮ ) এরপর নিচে একটি মোবাইল নাম্বার বসিয়ে দিয়ে T & C বক্স গুলােতে / মার্ক দিয়ে Next এ ক্লিক করুন ।
৯ ) পরবর্তী পেজে GET OTP তে ক্লিক করতে হবে , এরপর মোবাইল নং একটি OTP আসবে তা বসিয়ে দিয়ে submit OTP তে ক্লিক করুন । তাহলে আপনার ‘ration aadhar card link’ ও মোবাইল নাম্বার লিংক করার আবেদন পাঠানাে হয়ে যাবে ।
এরপর আপনি পরবর্তীতে চেক করে দেখে নিতে পারবেন যে , রেশন কার্ডের সাথে আধার কার্ড ও মোবাইল নাম্বার লিংক হয়েছে কিনা ।
রেশনে আধার লিঙ্ক করার ফলে কি সুবিধা হবে।
>গোটা প্রক্রিয়া সম্পন্ন হলে দেশের যে কোনও প্রান্ত থেকেই রেশন দোকান থেকে খাদ্যশস্য বা অন্যান্য সামগ্রী কেনা যাবে।
>কেন্দ্রীয় সরকারের দাবি, এর ফলে ভুয়ো রেশন কার্ডের ব্যবহার বন্ধ করা যাবে।
>অন্য দিকে, এই প্রকল্প চালু হলে কোনও উপভোক্তা ভিন্-রাজ্যে গিয়ে বসবাস শুরু করলেও রেশন থেকে বঞ্চিত হবেন না।
>কারণ, দেশের সমস্ত রেশন কার্ডের তথ্য জমা থাকবে একটি সার্ভারে।
>যা থেকে দেশের যে কোনও প্রান্তে বসেই রেশন ডিলারের হাতের মুঠোয় থাকবে উপভোক্তার তথ্য।
>ফলে বাসস্থান বদলালেও নতুন করে রেশন কার্ড তৈরির ঝামেলা এড়ানো যাবে।