Lakshmir Bhandar News 1st September 2021 :
আজ 1st September, Lakshmir Bhandar এর টাকা Account এ আজ থেকেই আসার কথা, বলেছিলেন মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়।
16 august থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম বিভিন্ন দুয়ারে সরকার ক্যাম্প এ জমা করতে শুরু করেছে, মেয়ে ও বউরা।এতিমধ্যে অসংখ্য ফর্ম জমা পড়েছে, তাদের মধ্যে কিছু সংখক ফর্ম রেজিস্ট্রেশন হয়েছে আবার অনেকেরই বাকি রয়েছে।
কিন্তু বলা হয়েছিল 1সেপ্টেম্বর থেকেই টাকা দেওয়া হবে। SC/ST দের 1,000/- টাকা ও General /OBC দের 500/- টাকা।
অনেকেরই এতিমধ্যে দুটো Sms চলে এসেছে।
একটি হল Registration Sms of Lakshmi Bhandar.
অন্যটি হল – Sanctioned Sms of Lakshmir Bhandar.
যাদের দ্বিতীয় sms এসেছে তারা সবার আগে প্রথম Instalment এর Lokhir bhandar এর payment পাবেন।
আর যাদের এখনো আসেনি তারাও পাবেন, চিন্তার কারণ নেই তবে একটু দেরি হতে পারে।
Lakshmi Bhandar payment Date 1st September 2021:
লক্ষ্মীর ভান্ডার এর টাকা কবে থেকে ঢুকবে? আপনারা নিশ্চয়ই জানেন যে মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী আজ অর্থাৎ 1সেপ্টেম্বর থেকে টাকা দেওয়ার কথা।
যদি আপনারা কেউ আজকে লক্ষ্মীর ভান্ডার এর টাকা পান, তাহলে অবশ্যই আমাদের কন্টাক্ট করে জানান আমরা তা জেনে থাকবো ।
When was Lakshmir Bhandar 1st payment released?
1 September কিন্তু আরো কিছুদিন দেরিও হতে পারে।মুখ্যমন্ত্রীর কথা মত 1st September থেকেই দেওয়ার কথা।এখন দেখার আজকে করো account এ লক্ষ্মীর ভান্ডার এর প্রথম পেমেন্ট কবে আসে।
Lakshmi Bhandar Payment Beneficiary List:
যাদের Sanctioned হয়ে গেছে তাদের account 1st Instalment of Lakshmi Bhandar Payment আসার কথা আজ থেকেই।
লক্ষী ভান্ডার ফর্ম ফিলাপ করেছিলাম সেপ্টেম্বর মাসের 2 তারিখে। কিন্তু এখনো পর্যন্ত আমার ফোনে কোন এসএমএস আসেনি। এর অর্থ কি আমার ফর্ম বাতিল হয়ে গিয়েছে?
1101472134011200
Kaba daya haba taka