[Download] ডিজিটাল রেশন কার্ড ডাউনলোড অনলাইন মোবাইলে,আজ থেকে চালু[Digital e-Ration Card]

 

যদি আপনার রেশন কার্ডটি হারিয়ে যায়?তাহলে আপনি এখন খুব সহজেই মোবাইল ফোন দিয়ে ডিজিটাল রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন এই ডিজিটাল রেশন কার্ড কিংবা e-Ration Card দিয়ে আপনি রেশন দোকান থেকেও আপনার পর্যাপ্ত খাদ্য সংগ্রহ করতে পারবেন।[E Ration Card download West Bengal] তাহলে কিভাবে ডাউনলোড করতে হয় এই e Ration Card ?এরজন্য নিচের পদ্ধতি গুলো ফলো করুন

 

) প্রথমে আপনাকে রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবেকিংবা Google এসে সার্চ করুন food.wb.gov.in লিখে তাহলেও অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন কিংবা নিচের লিংকে ক্লিক করুন….

লিংকঃ– 

 


) এরপর ওয়েবসাইটে থাকা বাদিকে Ration Card অপশনে ক্লিক করুন সেখানে কিছু সাব মেনু খুলে আসবে সেখান থেকে e-Ration Card ক্লিল করতে হবে

 

) এরপর পরবর্তী পেজে একদম নিচে আসতে হবে সেখানে একটি লেখা রয়েছে Click to download e-Ration Card এখানে ক্লিক করতে হবে

 

) এরপর পরবর্তী পেজে আপনার রেশন কার্ড নাম্বার বসিয়ে দিন রেশন কার্ড টি কোন ক্যাটাগরির তা বসিয়ে দিয়ে Download ক্লিক করতেই আপনার রেশন কার্ড ডাউনলোড হয়ে যাবে

e Ration Card Online Download Link:-




e-Ration Card এর কিছু বৈশিষ্ট্যঃ

) রেশন কার্ড আর খাদ্য সরবরাহ দপ্তরের দেওয়া প্রিন্ট ডিজিটাল রেশন কার্ডদুটো কার্ড এর বৈধতা একই

 

) নির্দিষ্ট রেশন দোকানে খাদ্য সামগ্রী কেরোসিন তেল নেওয়ার জন্য e-Ration Card ব্যবহার করা যাবে

 

) রেশন কার্ড সফট কপিও রেশন কার্ডের প্রমাণপত্র হিসাবে বিবেচিত হবে

 

) ন্যায্য মূল্যের রেশন দোকান গুলি e-Ration Card অনুয়ায়ী রেশন দ্রব্য দিতে বাধ্য থাকিবে

Leave a Comment