নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কবে থেকে কবের মধ্যে কীভাবে আবেদন করা যাবে, তা বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছে। কোনও শিক্ষাগত যোগ্যতা ও বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন,[পশ্চিমবঙ্গের সরকারি চাকরির খবর 2021] তাও বলে দেওয়া হয়েছে। এই কাজের জন্য প্রার্থীর কী অভিজ্ঞতা প্রয়োজন, নিয়োগ সংক্রান্ত কোনও ফি দিতে হবে কিনা, তাও বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছে। নির্বাচিত হলে কত টাকা বেতন পাওয়া যাবে এবং আবেদনের সঙ্গে কী কী তথ্য জমা দিতে হবে, সে ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।
বিজ্ঞপ্তি নম্বর : Reg /880
মোট শূন্যপদ : ২ (এসটি সংরক্ষিত)
নিয়োগের বোর্ড : পশ্চিমবঙ্গের নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়।
কোন শূন্যপদ: ১) ডেপুটি রেজিস্ট্রার (Deputy Registrar)
২) স্টোর কিপার (Store Keeper)
চাকরির মেয়াদ : সম্পূর্ণ সময়ের জন্য স্থায়ী কর্মী নিয়োগ করা হবে।
কোথা থেকে আবেদন: ১) পশ্চিমবঙ্গের যে কোনও জেলা থেকে আবেদন করা যাবে।
২) আবেদনকারীকে ভারতের নাগরিক হতে হবে।
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা:
১) ডেপুটি রেজিস্ট্রার (Deputy Registrar)- স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে কমার্স/ফিনান্সে মাস্টার ডিগ্রি। অডিট এবং অ্যাকাউন্ট্যান্সিতে ১০ বছরের কাজ করার অভিজ্ঞতা। পাঁচ বছর অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রারের দায়িত্ব পালন করা প্রার্থীকে বাড়তি গুরুত্ব দেওয়া হবে।
২) স্টোর কিপার (Store Keeper)- উচ্চমাধ্যমিক পাস। প্রার্থীকে কম্পিউটারে ৬ মাসের ডিপ্লোমা বা সার্টিফিকেটধারী হতে হবে। অভিজ্ঞ প্রার্থীদের প্রাধান্য দেওয়া হবে।
বয়সসীমা:
১) ডেপুটি রেজিস্ট্রার (Deputy Registrar)- প্রার্থীকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
২) স্টোর কিপার (Store Keeper) – প্রার্থীকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের ফি : কোনও ফি দিতে হবে না।
বেতন:
১) ডেপুটি রেজিস্ট্রার (Deputy Registrar)- প্রতি মাসে ৭৯,৮০০ টাকা বেতন দিয়ে শুরু (পে লেভেল ১২)। ২) স্টোর কিপার (Store Keeper) – প্রতি মাসে ২৭,৫০০ টাকা বেতন দিয়ে শুরু (পে লেভেল ৫)।
প্রার্থী নির্বাচন পদ্ধতি : কিছু বলা হয়নি।
গুরুত্বপূর্ণ দিন:
১) আবেদন জমা নেওয়া শুরু – ২৩/০৮/২০২১ ২) আবেদন জমা দেওয়ার শেষ দিন – ১৫/০৯/২০২১
আবেদনের পদ্ধতি:
১) অফলাইনে আবেদন করতে হবে।
২) ঠিকানা – Registrar of the University at DD-26, 5th Floor, Salt Lake, Sector – I, Kolkata – 700 064. ৩) সব তথ্য-প্রমাণাদি সহ আবেদনপত্র হয় উপরোক্ত ঠিকানায় পোস্ট করতে হবে, না হয় ড্রপ বক্সে ফেলতে হবে।
=> Official Notification- Download Now
=> ডেপুটি রেজিস্ট্রার পদে আবেদনের জন্য ফর্ম ডাউনলোড
=> স্টোর কিপার পদে আবেদনের জন্য ফর্ম ডাউনলোড
=> ওয়েবসাইট: http://www.wbnsou.ac.in/