নতুন WB Food Supply Recruitment 2021-এর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে।
পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দপ্তরের অধীনে Food Supply Recruitment 2021-এ একাধিক শূন্যপদে নিয়োগ করা হবে। এই পোস্টে আমরা Food Supply Recruitment 2021 in West Bengal-এর আবেদনের শেষ তারিখ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি, মোট শুন্যপদ, চাকরির স্থান, বেতন ইত্যাদি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো।
Recruitment Board | Goverment Of West Bengal |
Advt.No | 1239-FS/O/Sectt/IT/15/2011 |
Post Name | Various Post |
Total Vacancy | 35 |
Application Mode | Online |
Job Type | Contractual Basis |
Job Location | Food & Supplies Department |
State | West Bengal |
Education Qualification:
- >Senior Software Developer(SSD): এই পদে আবেদনের জন্য MCA(1st Class) করা থাকতে হবে অথবা B.E.(1st Class)/B.Tech(1st Class) বা M.Sc.in IT/CS (1st Class) করা থাকতে হবে এবং কমপক্ষে 5 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- >Database Administrator: এই পদে আবেদনের জন্য MCA(1st Class) করা থাকতে হবে অথবা B.E.(1st Class)/B.Tech(1st Class) বা M.Sc.in IT/CS (1st Class) করা থাকতে হবে এবং কমপক্ষে 5 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- >Software Developer(SD): এই পদে আবেদনের জন্য MCA(1st Class) করা থাকতে হবে অথবা B.E.(1st Class)/B.Tech(1st Class) বা M.Sc.in IT/CS (1st Class) করা থাকতে হবে।
- >Technical Support Personnel(TSP): এই পদে আবেদনের জন্য MCA(1st Class) করা থাকতে হবে অথবা B.E.(1st Class)/B.Tech(1st Class) বা M.Sc.in IT/CS (1st Class) করা থাকতে হবে এবং কমপক্ষে 6 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- >Project Manager(PM): এই পদে আবেদনের জন্য MCA(1st Class) করা থাকতে হবে অথবা B.E.(1st Class)/B.Tech(1st Class) বা M.Sc.in IT/CS (1st Class) করা থাকতে হবে এবং কমপক্ষে 8 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
Others Qualification:
Senior Software Developer(SSD):
- >Software design, Development documentation এবং Implementation suport এ কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
Database Administrator:
- >Software design, Development documentation এবং Implementation suport এ কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
Software Developer(SD):
- >Software design, Development documentation এবং Implementation suport এ কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
Technical Support Personnel(TSP):
- >Software design, Development documentation এবং Implementation suport এ কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- >Project Manager(PM): Microsoft Certified Database Administrator বা Solution Developer কে অধিক প্রাধান্য দেওয়া হবে।
Total Vacancy:
- >Senior Software Developer(SSD): 03
- >Database Administrator: 01
- >Software Developer(SD): 02
- >Technical Support Personnel(TSP): 28
- >Project Manager(PM): 01
Age Limit:
- >Senior Software Developer(SSD): আবেদনকারীর বয়স 18 বছর থেকে 40 বছরের মধ্যে হতে হবে।
- >Database Administrator: আবেদনকারীর বয়স 18 বছর থেকে 40 বছরের মধ্যে হতে হবে।
- >Software Developer(SD): আবেদনকারীর বয়স 18 বছর থেকে 40 বছরের মধ্যে হতে হবে।
- >Technical Support Personnel(TSP): আবেদনকারীর বয়স 18 বছর থেকে 40 বছরের মধ্যে হতে হবে।
- >Project Manager(PM): আবেদনকারীর বয়স 18 বছর থেকে 45 বছরের মধ্যে হতে হবে।
Salary ( Per Month):
- >Senior Software Developer(SSD): Rs. 32,000/-
- >Database Administrator: Rs. 32,000/-
- >Software Developer(SD): Rs. 27,000/-
- >Technical Support Personnel(TSP): Rs. 40,000/-
- >Project Manager(PM): Rs. 1,00,000/-
Selection Process:
আবেদনকারীদের মেধা এবং অভিজ্ঞতার ভিত্তিতে প্রাথমিক সিলিকশন করা হবে। এরপর দুটি ধাপে পরীক্ষা নেওয়া হবে, প্রথমে কোডিং টেস্ট ও পরে পারসোনালিটি টেস্টের মাধ্যমে ফাইনাল সিলেকশন হবে।
Application Fees:
কোনোরকম আবেদন ফি লাগবে না।
How To Apply:
West Bengal Food & supplies Department Recruitment-এ আবেদনের জন্য প্রথমে নীচের বক্সে দেওয়া লিংক থেকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে ভালো করে পড়ে নিতে হবে।
আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। অফলাইনে কোনো আবেদন গ্রহণ করা হবে না। খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট @food.wb.gov.in থেকে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার শেষ তারিখ 17/09/2021.
Official Site: https://food.wb.gov.in/
Officia Notice:- Downloan Now