Siliguri Municipal Corporation Jobs শিলিগুড়ি পুরনিগমে বিবিধ শূন্যপদ পূরণের বিজ্ঞপ্তি, বিস্তারিত জেনে নিন

শিলিগুড়ি পুরনিগমে বিবিধ শূন্যপদ পূরণের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।কবে থেকে কবের মধ্যে কীভাবে আবেদন করা যাবে, তা বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছে। কোনও শিক্ষাগত যোগ্যতা ও বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন, তাও বলে দেওয়া হয়েছে। এই কাজের জন্য প্রার্থীর কী অভিজ্ঞতা প্রয়োজন, নিয়োগ সংক্রান্ত কোনও ফি দিতে হবে কিনা, তাও বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছে। নির্বাচিত হলে কত টাকা বেতন পাওয়া যাবে এবং আবেদনের সঙ্গে কী কী তথ্য জমা দিতে হবে, সে ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।
বিজ্ঞাপন নম্বর : 183 estt/SMC

মোট শূন্যপদ : ১০ 

কোন শূন্যপদ :

  • >ওএসডি (OSD Legal) – ১
  • >ম্যানেজার (Manager) – ১ 
  • > রাধুঁনি (Cook) – ১ 
  • >সার্ভেয়র (Surbeyor) – ২
  •  >আইটি পার্সোনাল (IT Personal) – ১ 
  •  >সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (Sub Assistant Engineer) – ৪ 
চাকরির মেয়াদ : 
  • >প্রাথমিক পর্বে ৬ মাসের চুক্তিতে কর্মী নিয়োগ করা হবে। 
  • >কোথা থেকে আবেদন ১) রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আবেদন করা যাবে। ২) আবেদনকারীকে ভারতের নাগরিক হতে হবে। 

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা : 

অষ্টম শ্রেণি পাস/মাধ্যমিক পাস/ডিপ্লোমা/ইঞ্জিনিয়ারিং/এলএলবি (পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা। বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি পড়ে নিন)। 

বয়সসীমা: 

  • >ওএসডি (OSD Legal) – উর্ধ্বসীমা ৩৭ বছর। 
  • >ম্যানেজার (Manager) – উর্ধ্বসীমা ৩৫ বছর। 
  • > রাধুঁনি (Cook) – নিম্নসীমা ২০ বছর। 
  • > সার্ভেয়র (Surbeyor) – নিম্নসীমা ২১ বছর। 
  • >আইটি পার্সোনাল (IT Personal) – নিম্নসীমা ২১ বছর। 
  • >সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (Sub Assistant Engineer) – উর্ধ্বসীমা ৪৫ বছর। 


আবেদনের ফি : এ ব্যাপারে কিছু উল্লেখ করা হয়নি। 

বেতন:
  • > ওএসডি (OSD Legal) – প্রতি মাসে ১৬,৫০০ টাকা। 
  • > ম্যানেজার (Manager) – প্রতি মাসে ৩০ হাজার টাকা। 
  •  >রাধুঁনি (Cook) – প্রতি মাসে ১১ হাজার টাকা। 
  • >সার্ভেয়র (Surbeyor) – প্রতি মাসে ১৫ হাজার টাকা। 
  •  >আইটি পার্সোনাল (IT Personal) – প্রতি মাসে ১০ হাজার টাকা। 
  •  >সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (Sub Assistant Engineer) – ১৬,৫০০ টাকা প্রার্থী 


নির্বাচন পদ্ধতি : ওয়াক-ইন-ইন্টারভিউ গুরুত্বপূর্ণ দিন 

  • আবেদন জমা নেওয়া শুরু – ২৭/০৮/২০২১ 
  • আবেদন জমা দেওয়ার শেষ দিন – ০৬/০৯/২০২১ 

আবেদনের পদ্ধতি: 

  •  অফলাইনে আবেদন করতে হবে। 
২) আবেদনের ঠিকানা – To, The Commissioner, Siliguri Municipal Corporation, Baghajatin Road, P.O.:- Siliguri, Dist – Dareeling, Pin – 734001. 
  •  সব তথ্য-প্রমাণ সহ আবেদনপত্র হয় রেজিস্ট্রি পোস্ট করতে হবে। 

Official Notification

Official Site:- http://www.siligurismc.in

Leave a Comment