কেন্দ্র সরকারের বিভিন্ন রকম স্কলারশিপ রয়েছে পড়ুয়াদের জন্য- তার মধ্যে একটি হলো ন্যাশনাল স্কলারশিপ(National Scholarship 2021-22)। NSP Scholarship 2021-22 অনলাইন আবেদন ইতিমধ্যেই শুরু হয়েছে।
National Scholarship Portal 2021-22 এ ক্লাস১ থেকে শুরু করেপ্রত্যেক ছাত্র ছাত্রী আবেদনকরতে পারবেন। শুধুতাই নয় ন্যাশনাল স্কলারশিপেSC/ST/OBC/GEN প্রত্যেক ক্যাটাগরির ছেলে মেয়েরা আবেদনকরতে পারবেন। এখানেআবেদন করলে সরকার এককালিনপড়ুয়াদের স্কলারশিপের টাকা প্রদান করে।
ন্যাশনালস্কলারশিপ আবেদন পদ্ধতি(National Scholarship 2021-22 Apply) :- ন্যাশনাল স্কলারশিপে আবেদন করতে হবেঅনলাইনে।
১) প্রথমে আপনাকে National Scholarship Portal এর ওয়েবসাইটে আসতেহবে।
ওয়েবসাইটলিংকঃ–
২) এরপর আপনাকে New User Register এ ক্লিককরে রেজিষ্ট্রেশন করতে হবে।রেজিষ্ট্রেশন করার সময় আপনাররাজ্যের নাম,আপনার নাম,মোবাইল নাম্বার, জন্মতারিখ, একাউন্ট নাম্বার, আধার কার্ড নাম্বারইত্যাদি দিয়ে রেজিস্ট্রেশন করতেহবে।
৩) রেজিষ্ট্রেশন করার পর আপনিএকটি রেজিস্ট্রার মোবাইল নাম্বারে আইডিও পাসওয়ার্ড পাবেন।সেটিদিয়ে আপনাকে Login To Apply এ ক্লিক করেলগইন করতে হবে।
৪) এরপর আপনাকে একটিনতুন পাসওয়ার্ড সেট করতে হবে।আপনিআপনার পছন্দ মতো একটিপাসওয়ার্ড তৈরি করে সাবমিটেক্লিক করলে আপনার সামনেআবেদন ফর্মটি চলে আসবে।
৫) এরপর আপনাকে আবেদনফর্মটি ফিলাপ করতে হবে, বাবার নাম,মায়ের নাম,শিক্ষাপ্রতিষ্ঠানের নাম,কবে পরীক্ষাদিয়েছেন, কত% নাম্বার পেয়েছেনইত্যাদি বসিয়ে দিয়ে সাবমিটকরতে হবে।
৬) পরবর্তী পেজে আপনাকে আপনারডকুমেন্টস আপলোড করতে হবে।এরপরফাইনাল সাবমিট করতেই আপনারআবেদন হয়ে যাবে।
ন্যাশনালস্কলারশিপে আবেদন করার জন্যকি কি ডকুমেন্টস লাগবে(National Scholarship Apply Documents):-
১) একটি মোবাইল নাম্বারলাগবে,ওটিপি এর জন্য।
২) একটি জিমেইল আইডিলাহবে ওটিপি এর জন্য।
৩) ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার লাগবে।
৪) আধার কার্ড লাগবে।
৫) শেষ পরীক্ষার মার্কশীটলাগবে।
৬) স্কুল/কলেজ/বিশ্ববিদ্যালয়েভর্তির রিসিভ কপি লাগবে।
৭) SC/ST/OBC সার্টিফিকেট থাকলে লাগবে।না থাকলে লাগবেনা।
৮) আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দাকি না তার জন্যDomicile Certificate লাগবে।
৯) ইনকাম সার্টিফিকেট লাগবে।
১০) পাসপোর্ট সাইজের ফটো লাগবে।
১১) বয়সের প্রমাণপত্র লাগবে।
National Scholarship Portal এ৩ রকমের ফর্ম ফিলাপকরা যায়–
১) Pre Matric Scholarship Scheme
২)Post Matric Scholarship Scheme
৩)Merti Cum Means Scholarship
Pre Matric Scholarship:- এইস্কলারশিপ ক্লাস ১ থেকেমাধ্যমিক পর্যন্ত পড়ুয়াদের জন্য।
Last Date:- 15-11-2021
Post Matric Scholarship/ Mert Cum Means Scholarship/Top Class Scholarship :- এই স্কলারশিপ ক্লাস ১১,১২থেকে শুরু করে ITI, B.SC, B. Com., B. Tech, Medical /students studying top level colleges such as IITs and IIMs/ students doing Technical and Professional courses etc পড়ুয়াদেরজন্য।
Last Date:- 30-11-2021