Purba Bardhaman Data Entry Operator Recruitment 2021[পূর্ব বর্ধমান]

 

পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে Purba Bardhaman Data Entry Operator Recruitment 2021-এর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শ্চিমবঙ্গের সব জেলা থেকে আবেদন করা যাবে। 

পূর্ব বর্ধমান জেলার নং পূর্বস্থলী ডেভলপমেন্ট ব্লকের তরফ থেকে পশ্চিমবঙ্গ সরকারের আধিনস্থ Mid Day Meal Data Entry Operator 2021 নিয়োগ করা হবে

এইDEO Recruitment in West Bengal-  আবেদনেরবয়সসীমা,শিক্ষাগত যোগ্যতা,আবেদন পদ্ধতি,নিয়োগপদ্ধতি,আবেদন করার শেষদিন ইত্যাদি সম্পর্কে আমরা আজ আপনাদেরকেবিস্তারিত জানাবো

Engagement Notice for the post of DEO on a contractual basis at Purbasthali-I Development Block.

Recruitement Board Purbasthali-I BDO
Post Name Data Entry Operator (DEO)
Total Vacancy 01
Application Mode Offline
Job Type Contractual Basis
Job Location Purba Bardhaman
State West Bengal

Education Qualification:

Data Entry Operator Recruitment in Purba Bardhaman District 2021-পদে আবেদনের জন্য যেকোনো বিভাগেস্নাতক হতে হবে এবংকম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট থাকতে হবেপূর্ব বর্ধ্মান জেলার আবেদনকারীকে প্রাধান্যদেওয়া হবে

Starting Application:

24/08/2021

Last Application Date:

08/09/2021(05:00 PM)

Total Vacancy:

BDO Office Job Vacancy 2021 West Bengal- ডাটা এন্ট্রিঅপারেটর পদের জন্য 1টিশূন্যপদ আছে

Age Limit (As On 01/09/2021):

আবেদনকারীরবয়স 18 বছর থেকে 40 বছরেরমধ্যে হতে হবে

Mid Day Meal Data Entry Jobs Salary:

প্রতিমাসে 11,000/-  টাকা

Selection Process:

তিনটিধাপে মোট 100 নম্বরের পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে প্রথমে50 নম্বরের লিখিত পরীক্ষা ,তারপর35 নম্বরের ইংরেজি টাইপিং টেস্টএবং সবশেষে 15 নম্বরের পারসোনালিটি টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে

Application Fees:

কোনোপ্রকারআবেদন মূল্য লাগবে না

How To Apply:

আবেদনকরতে হবে অফলাইনের মাধ্যমে  BDO Office Recruitment in West Bengal 2021 Apply করার জন্যপ্রথমে নীচের বক্সে দেওয়ালিঙ্ক থেকে Data Entry Operator Recruitment in Purba Bardhaman District 2021 PDF টিডাউনলোড করে সেটি ভালোকরে পড়ে নোটিশে দেওয়াআবেদনপত্রটি প্রিন্ট আউট করে সেটিপূরন করতে হবেএর সঙ্গে সমস্ত গুরুত্বপূর্ণনথিপত্রে নিজের সই (Self Attested)  করেসংশ্লিষ্ঠ ঠিকানার ড্রপ বক্সে জমাদিতে হবে আবেদনপত্রজমা দেওয়ার শেষ তারিখ08/09/2021

Adress of  Drop Box: Block Development Officer, Purbostholi-I  Development  Block, on any working days from 11:00 AM to 05:00 PM

  

All Important Links:

Offical Website https://purbabardhman.nic.in/
Official Notification Download Now
Application Form Download Now

Leave a Comment