পশ্চিমবঙ্গ চিফ মিনিস্টার রিলিফ ফান্ড স্কলারশিপ বা নবান্ন স্কলারশিপ / উত্তরকন্যা স্কলারশিপ। এই নবান্ন স্কলারশিপ 2021 পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পশ্চিমবঙ্গের Nabanna Scholarship ছাত্র–ছাত্রীদের প্রদান করা হয়।
বর্তমান বছরে মাধ্যমিক,উচ্চমাধ্যমিক, কলেজের কোন পরীক্ষায় পাশ করে এখন পরবর্তী ক্লাসে ভর্তি হয়েছে,এমন ছাত্রছাত্রীরা আবেদন করার মাধ্যমে Wb Nabanna Scholarship 2021 পেতে পারে।
নবান্ন স্কলারশিপের শুরু/শেষ তারিখ ?
Nabanna Scholarship 2021 এমন একটি স্কলারশিপ যার কোনো নির্দিষ্ট শেষ তারিখ নেই। ছাত্রছাত্রীরা তাদের বর্তমান যে বিষয় নিয়ে পড়ছে এবং সদ্য পাস করা কোর্সের নম্বরের ভিত্তিতে এই নবান্ন স্কলারশিপ পাওয়া সম্ভব। নবান্ন স্কলারশিপ লাস্ট ডেট নেই।
নবান্ন স্কলারশিপে কত টাকা প্রদান করা হয়?
প্রতিবছর নবান্ন স্কলারশিপ ২০২১ এর মাধ্যমে ছাত্র–ছাত্রীদের কোর্সের উপর ভিত্তি করে 10 হাজার থেকে ২০ হাজার টাকা প্রদান করা হয়। স্কলারশিপের অর্থ নির্ভর করবে তোমার বর্তমান কোর্সের খরচের উপর। নবান্ন স্কলারশিপ এককালিন দেওয়া হয় ।
নবান্ন স্কলারশিপের অন্য কোনো নাম আছে?
দক্ষিনবঙ্গের ছাত্র–ছাত্রীরা এই স্কলারশিপ কে নবান্ন স্কলারশিপ বলে জানে । আবার উত্তরবঙ্গের ছাত্রছাত্রীরা এই নাবান্ন স্কলারশিপটিকে উত্তরকন্যা স্কলারশিপ ২০২১ বলে জানে। তবে উত্তরকন্যা স্কলারশিপ ও নবান্ন স্কলারশিপ একই স্কলারশিপ ।
নবান্ন স্কলারশিপের জন্য যোগ্যতা ?
নবান্ন স্কলারশিপ/ উত্তরকন্য
- ( যারা বিকাশভবন স্কলারশিপের জন্য আবেদন করবে তাদের এই স্কলারশিপ না করাই ভালো। কারন দুটোই সরকারি স্কলারশিপ।)
- আবেদনকারীর বাসস্থান অবশ্যই পশ্চিমবঙ্গ হতে হবে। পশ্চিমবঙ্গের স্কুল/কলেজ/যেকোনো বোর্ড থেকে পড়াশুনো যারা করেছে তারাই আবেদনের যোগ্য।
- নবান্ন স্কলারশিপ পাওয়া জন্য আবেদনকারীর পরিবারের বাৎসরিক আয় 60 হাজার টাকার কম হতে হবে।
- নবান্ন স্কলারশিপ/উত্তরকন্যা স্কলারশিপটি আবেদনকারীকে নিজে/অভিভাবক দ্বারা নির্দিষ্ট অফিসে গিয়ে জমা দিতে হবে। ( কিভাবে জমা দিতে হবে সে নিয়ে এই পোষ্টের নীচের দিকে বলা হয়েছে।)
নবান্ন স্কলারশিপ হেল্পলাইন নম্বর
Telephone : (033)2214 1902 or (033) 2253 5278
পশ্চিমবঙ্গ ত্রান তহবিল স্কলারশিপের সম্পুর্ন আবেদন পদ্ধতি?
- এখোনো পর্যন্ত Nabanna Scholarship ২০২১ অফলাইনে(Offline) আবেদন করতে হয়।
- আবেদন করার জন্য A4 সাইজের কাগজে নিজে হাতে লিখে আবেদন ফর্ম তৈরি করে জমা দিলেও হবে। অথবা আমাদের Website থেকে নবান্ন স্কলারশিপের ২০২০ আবেদন ফর্ম ডাউনলোড করে নিলেও হবে। সেটি প্রিন্ট করে ফিলাপ করতে হবে।
- পশ্চিমবঙ্গ ত্রান তহবিল নবান্ন স্কলারশিপের ফর্মটি সঠিকভাবে ফিলাপ করতে হবে সবার আগে।
- নবান্ন স্কলারশিপের সাথে তোমাদের এলাকার এমএলএ সুপারিশ ফর্ম (MLA/MP Recommendation Form) এর সাথে নিজের স্বঘোষনা পত্র(Self Decoration Form) যোগ করে দিতে হবে। যেখানে নিজের সই সহ লেখা থাকবে বর্তমান কোর্স,কোর্সের শিক্ষাবর্ষ,সেমিস্টার সম্পর্কে ।
( নীচে দেওয়া নবান্ন স্কলারশিপের ২০২১ আবেদন ফর্মে লিঙ্কে ক্লিক করতে হবে দুটি খসড়া (Draft) Download করার জন্য।)
প্রয়োজনীয় নথি?
এরসাথে আরো কিছু প্রয়োজনীয় নথি প্রয়োজন। সেগুলি হলো:-
(রাজ্য সরকারের গ্রুপ-A অফিসারের থেকে সমস্ত জেরক্সগুলির সই (Attested) করাতে হবে।)
নবান্ন স্কলারশিপের ফর্মফিলাপ 2021, ও প্রয়োজনীয় সকল নথি (Document) জোগাড় করার পরে নাবন্ন স্কলারশিপের আবেদন ফর্মের সাথে যুক্ত করতে হবে। এরপরে নিজের পছন্দমতো পোষ্ট খামে ঢুকিয়ে নিজে / অভিভাবকের মাধ্যমে অফিসে গিয়ে জমা দিয়ে আসতে হবে।
উত্তরবঙ্গের ছাত্রছাত্রীদের জমা দেওয়ার স্থান
UTTARKNYA, P.O.Satellite Township, Fulbari, Jalpaiguri-734015
দক্ষিনবঙ্গের ছাত্রছাত্রীদের জমা দেওয়ার স্থান
Nabanna, 14th Floor, 325 Sarat Chatterjee Road, Shibpur, Howrah- 711102
আবেদনপত্র জমা দেওয়ার পরে,নবান্ন কর্তৃপক্ষের তরফ থেকে তোমাকে একটি Received Copy দেওয়া হবে। যার সাহায্যে তুমি ভবিষ্যতে স্কলারশিপের অবস্থা (Status) জেনে নিতে পারবে।
নবান্ন স্কলারশিপের আবেদনের ফর্ম PDF ডাউনলোড :-