কিভাবে আপনার এলাকার মৌজা ম্যাপ ডাউনলোড করবেন | জমির দাগ নম্বর থেকে খতিয়ানটি বের করুন দাগসূচি | মৌজা ম্যাপ download | জমির দাগ নম্বর ম্যাপ | জমির দাগ ও খতিয়ান | মৌজা ম্যাপ ডাউনলোড

 

   মৌজা ম্যাপ এখন বাড়িতে বসেই ডাউনলোড করা যাচ্ছে

মৌজা ম্যাপ ডাউনলোড করার জন্য আপনাকে পশ্চিমবঙ্গ সরকারের  ভূমি দপ্তরের নিজস্ব ওয়েবসাইট যেতে হবে ভূমি দপ্তরের ওয়েবসাইট এর জন্য ক্লিক করুন

এই ওয়েবসাইট গিয়ে মেনু বার থেকে, প্রথমে আপনাকে এখানে একাউন্ট তৈরি করতে হবে এবং লগ ইন করতে হবেলগ ইন করার পর সিটিজেন সার্ভিস ( Citizen Service) ক্লিক করবেন এবং এই মেনুর আন্ডার অনেক অপশন দেখতে পাবেন , Service Delivery অপশনে ক্লিক করবেন , তারপর Mouza Map Request অপশনে ক্লিক করবেন।[খতিয়ান ও দাগের তথ্য খতিয়ান প্লট ইনফরমেশন]

এবার যে এপ্লিকেশন ফর্ম টি আসবে , সেই ফর্ম টি যথাযথ ভাবে পূরণ করবেন এবং Calculate Fee অপশনে ক্লিক করবেন এখানে মোবাইল নং এবং ইমেইল আই ডি , সঠিক ভাবে দেবেন , তার কারণ , মোবাইল নং এবং ইমেইল আই ডি তে ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে (OTP)  , সেটা নির্দিষ্ট জায়গায় , পুট করতে হবে

 

Calculate Fee অপশনে ক্লিক করার পর আপনি এপ্লিকেশন নম্বর পেয়ে যাবেন এবং পশে ফিস এর পরিমান জানতে পারবেন এরপর নিদির্ষ্ট ফিস্ অনলাইন মাধ্যমে জমা করলেই , আপনি মৌজা ম্যাপ ডাউনলোড করতে পেয়ে যাবেন

[জমির দাগ ও খতিয়ান তথ্য,খতিয়ান ও দাগের তথ্য খতিয়ান প্লট ইনফরমেশন,জমির রেকর্ড যাচাই,আপনার জমির মৌজাম্যাপ থেকে দাগ দেখুন,দাগ নাম্বার দিয়ে জমির মালিকে,আপনার জমির মৌজাম্যাপ থেকে দাগ দেখুন,জমির দাগ নম্বর থেকে খতিয়ানটি বের করুন দাগসূচি,জমির মালিকানা বের করার উপায়]

এইরকম সরকারি প্রকল্প সংক্রান্ত আরও নানান গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের পেজটি ফলো করুন এবং নীচের ডানদিকের আইকনে ক্লিক করে আজই যুক্ত হন আমাদের টেলিগ্রাম চ্যানেলে

Leave a Comment