New Job Card Application Form
নতুন জব কার্ডের জন্য আবেদন করুন
MGNREGA জব কার্ড হল কাজের সম্পাদিত কাজের বিশদ বিবরণ লেখা একটি বই । পরিবারপিছু আলাদা আলাদা জব কার্ড নাম্বার হয়। জব কার্ডে কাজের বিবরণ তারিখ উল্লেখ থাকে । জব কার্ডের ক্রমিক নম্বর এরমধ্যে রাজ্য জেলা ব্লক পঞ্চায়েত ও সংসদের ক্রমিক নম্বর বিন্যস্ত থাকে। উদাহরণ হিসেবে একটি জব কার্ডের নম্বর অনেকটা এইরকম
WB-15-005-003-001/533 ।
কি কি ডকুমেন্টস লাগবে নতুন জব কার্ড আবেদন করার জন্য :
1. আধার কার্ড
2. ভোটার কার্ড
3. রেশন কার্ড
4. ব্যাংকের পাস বই
কোথায় ফর্ম জমা করবেন:
জব কার্ডের আবেদন পত্রটি সঠিকভাবে ফিলাপ করবেন এবং তার সঙ্গে উপরের দেওয়া ডকুমেন্টগুলো জেরক্স করে আপনার গ্রাম পঞ্চায়েতে জমা করে দেবেন।
জব কার্ড সম্পর্কিত আরও বিশেষ কিছু নিয়মাবলী যেগুলি আপনার জেনে রাখা অতি প্রয়োজনীয়।
নতুন জব কার্ড করার ফর্ম ডাউনলোড করুন- Download Now
নিজের জব কার্ডের তথ্য নিজেই কিভাবে দেখবেন- Download Now
পরিবারের থাকা জব কার্ডে অন্য কোনো সদসদের নাম যুক্ত করা বা বাদ দেওয়ার ফর্ম – ডাউনলোড করুন
8016782576
Amar laxmivandar taka aschena ken