[Form]বাংলা সহায়তা কেন্দ্র কি এবং কিভাবে আবেদন করবেন। WB Bangla Sahayata Kendra

 


বাংলা সহায়তা কেন্দ্রে ফর্ম ফিলাপ শুরু কবেবাংলা সহায়তা কেন্দ্র রেজিস্ট্রেশন


পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক প্রকল্প সম্পর্কিত তথ্য প্রচারের বর্তমান ব্যবস্থাকে আরও জোরদার করতে চায়। রাজ্য সরকার প্রথম পর্যায়ে ২৩ টি জেলায় প্রায় 2788 ” বাংলা সহায়তা কেন্দ্র ” স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে । এই লক্ষ্যেই রাজ্য জুড়ে মোট 66 টি মহকুমা অফিস, ৩৪২ টি ব্লক উন্নয়ন অফিস, ১,৫০০ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং ৮১১ টি গ্রন্থাগার প্রথম পর্যায়ে একটি  ‘বাংলা সহায়তা কেন্দ্রে'[Bangla Sahayata Kendra]তৈরি হচ্ছে। রাজ্য জুড়ে লোকেরা তথ্য পাওয়ার জন্য এই কেন্দ্রগুলি ব্যবহার করতে সক্ষম হবে ।[Bangla Sahayata Kendra Application Form PDF]


কন্যাশ্রী, ঐক্যশ্রী, জাত শংসাপত্র, আবাসিক শংসাপত্র, কর জমা এবং অন্যান্য ফি সহ রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সাথে সম্পর্কিত পরিষেবাগুলি সুবিধা পাওয়া যাবে।বিভিন্ন সরকারি সুবিধের অনলাইন আবেদন এখান থেকে উপভোক্তা বিনামূল্যে করতে পারবেন।

আরও পড়ুন- [Apply] বাংলা সহায়তা কেন্দ্রে ফর্ম ফিলাপ শুরু কবে? West Bengal Bangla Sahayata Kendra

এক সরকারি কর্তা বলেনএখনও সবার হাতে স্মার্টফোনল্যাপটপডেস্কটপট্যাব এবং ইন্টারনেট সংযোগ নেই। অথচ সাধারণ মানুষের যে তথ্যগুলি সরকারের ঘর থেকে নিতে হয়তার নব্বই ভাগই তথ্যপ্রযুক্তির যুগে বিভিন্ন দপ্তরের বাংলা সহায়তা কেন্দ্র  ওয়েবসাইটে সহজলভ্য। সেই কারণে তথ্যপ্রযুক্তির সুবিধা থেকে বঞ্চিত মানুষের জন্য এই ধরনের সহায়তা কেন্দ্র চালু করা হচ্ছে।


কোথায় হবে এই কেন্দ্র

প্রতিটি জেলাশাসকের অফিসমহকুমাশাসকের অফিস ও বিডিও অফিসের পাশাপাশি ১৫০০ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও ৮১৩টি গ্রামীণ গ্রন্থাগারে। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন সচিব জেলাশাসকদের চিঠি দিয়ে জানিয়েছেনপ্রতিটি কেন্দ্রে দু’জন কর্মীর ব্যবস্থা রাখতে হবে। দুটি কম্পিউটার ও প্রিন্টারস্ক্যানার-সহ ইন্টারনেট সংযোগের ব্যবস্থা থাকতে হবে যাতে বাড়ির কাছেই মানুষ অনলাইনে সরকারের সমস্ত পরিষেবা পেতে পারেন।


পদে নাম:- Date Entry Operator

বাংলা সহায়তা কেন্দ্রে মোট শূন্যপদ কত?

বাংলা সহায়তা কেন্দ্র মোট শূন্যপদ ৫,৫০০ জন।


 পশ্চিমবঙ্গে মোট কতগুলি কেন্দ্র খোলা হবে?

মোট ২ হাজার ৭১১ টি কেন্দ্রে খোলা হবে ২৩ টি জেলায়। যেখানে মুর্শিদাবাদ জেলায়় সবথেকে বেশি কেন্দ্র খোলাা হবে প্রায় 205 টিদক্ষিণ 24 পরগনা 198 টি এবং হুগলি জেলার 180 টি কেন্দ্র খোলা হবে। বাকি জেলায় 100 থেকে 110 টি করে কেন্দ্র খোলা হবে।


জেলাভিত্তিক শূন্যপদ কত রয়েছে?

প্রতিটি জেলায় প্রায় ২০০ থেকে ৩০০ টি শূন্যপদ রয়েছে। যেখানে মুর্শিদাবাদ জেলায় সবথেকেে বেশি শূন্যপদ রয়েছে ৪১০ টি।

শিক্ষাগত যোগ্যতা কেমন লাগবে?

 শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। সাথে ছয় মাসের বেসিক কম্পিউটার থাকতে হবে। সাথে ইন্টারনেটের কাজের দক্ষতা থাকতে হবে। টাইপিং স্পিড 40 ওয়ার্ড প্রতি মিনিটে হতে হবে।


কীভাবে আবেদন করতে হবে?

সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে।

বাংলা সহায়তা কেন্দ্রে” কি কি কাজ করতে হবে?

বিভিন্ন অনলাইন ফর্ম ফিলআপ যেমন কন্যাশ্রী, যুবশ্রী,ঐক্যশ্রী,সবুজশ্রী ইত্যাদি। এছাড়াও বিভিন্ন তথ্য সাধারণ মানুষকে জানানো এবং বিভিন্ন ফরম জমা নেয়ার কাজ বাংলা সহায়তা কেন্দ্রের করা বা করতে হবে।

স্থায়ী পদে নিয়োগ করা হবে কি?

না সম্পূর্ণ অস্থায়ী পদে নিয়োগ করবে ওয়েবেল টেকনোলজি লিমিটেড নামক সংস্থা। 6 মাস থেকে 1 বছরের কন্টাকে নিয়োোগ করা হবে। কিন্তু পরবর্তীকালে এই সময়সীমা বাড়াতে পারে।


নিয়োগ প্রক্রিয়া কেমন হবে? 

সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। সাথে কম্পিউটার টাইপিং স্পিড এবং কম্পিউটার নলেজ সম্পর্কে টেস্ট নিতে পারে।

 বাংলা সহায়তা কেন্দ্র বেতন/বেতন ও বয়সসীমা কেমন লাগবে?

বেতন প্রতিমাসে ১০,০০০ টাকা দেওয়া হবে। বয়সসীমা 18 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতেে পারবেন। এছাড়া সংরক্ষিত পার্থী যেমন:- SC/ST/OBC বয়সের ছাড় পাবেন।

 কোথায় পোস্টিং বা কাজ করতে হবে?

এলাকার বিডিও অফিস কিংবা এইচডি অফিস বা পঞ্চায়েত অফিসে পোস্টিং হবে।

আবেদন করুন – Apply Now 



Leave a Comment