পশ্চিমবঙ্গ লক্ষীর ভান্ডার প্রকল্পের নতুন ফর্ম, প্ৰতিমাসে ৫০০ ও ১০০০ টাকা কিভাবে আবেদন করবেন , এখনই দেখে নিন ? WB Lakshmir Bhandar Scheme

 

পশ্চিমবঙ্গ লক্ষীর ভান্ডার প্রকল্প কি – সুবিধা,আবেদনপদ্ধতিএবংপ্রয়োজনীয়কাগজপত্র

 পশ্চিমবঙ্গেশুরু হচ্ছে মহিলাদের জন্যবিশেষ স্কিম লক্ষীর ভান্ডারপ্রকল্প এইপ্রকল্পের আওতায় সরকার ১২,৯০০ কোটি টাকাবাজেট বরাদ্দ করেছেপশ্চিমবঙ্গ লক্ষীর ভান্ডার প্রকল্প {Lakshmir Bhandar application } তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ইশতেহারের একটি অংশ ছিল এইপ্রকল্পটির বাস্তবায়ন ২০২১ সালের লা জুলাই থেকে শুরুহবে বলে জানানো হয়েছিল সরকারেরএই প্রকল্পটি বাস্তবায়নের সাথে সাথে রাজ্যেরপল্লী নগর অর্থনীতিআরও শক্তিশালী হবে[লক্ষীর ভান্ডার প্রকল্প ফর্ম ডাউনলোড]

 আরও পড়ুন:- [Form]বাংলা সহায়তা কেন্দ্র কি এবং কিভাবে আবেদন করবেন। WB Bangla Sahayata Kendra

পশ্চিমবঙ্গ লক্ষীর ভান্ডার প্রকল্প সুবিধা এবং বৈশিষ্ট্য

 

লক্ষীরভান্ডার প্রকল্প প্রকল্পের মাধ্যমে পরিবারের মহিলা প্রধানকে আর্থিকসহায়তা দেওয়া হবেপশ্চিমবঙ্গের . কোটিপরিবার এই প্রকল্প থেকেসুবিধা পাবেনপ্রকল্পেরমাধ্যমে পরিবারের মহিলা প্রধানদের ৫০০টাকা ( সাধারণ বিভাগএবংওবিসি) এবং ১০০০ টাকা (এসসি এবং এসটিবিভাগ) প্রদান করা হবে

 আরও পড়ুন:- [[Download] New Job Card Application Form  -নতুন জব কার্ডের জন্য আবেদন করুন]

এইআর্থিক সহায়তার ফলে পশ্চিমবঙ্গের মহিলারাতাদের প্রতিদিনের কাজকর্মের জন্য অর্থায়ন করতেসক্ষম হবেন এইপ্রকল্প তাদের স্বাবলম্বী করেতুলবে এইপ্রকল্পের আওতায় অর্থ সরাসরিসুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তরিতহবে

 

লক্ষীর ভান্ডার প্রকল্পে আবেদনের যোগ্যতা ( Lakshmir Bhandar application criteria)

 

আবেদনকারীকে অবশ্যইপশ্চিমবঙ্গেরনাগরিকহতেহবে

 

এসসি(SC) এবং এসটি (ST) বিভাগের সমস্ত পরিবার এইপ্রকল্পের আওতায় আবেদন করতেপারবেনসাধারণবিভাগের জন্য, যে পরিবারগুলিতেকমপক্ষে একজন কর প্রদানকারীসদস্য রয়েছে তারা এইস্কিমের আওতায় আবেদন করতেপারবেন না

 

যেসাধারণ শ্রেণির নাগরিকদের হেক্টরের বেশিজমি রয়েছে তারা এইপ্রকল্পের আওতায় আবেদন করতেপারবেন না

 

প্রয়োজনীয় কাগজপত্র লক্ষীর ভান্ডার প্রকল্পের জন্য – Documents For Lakkhir Bhandar Scheme 2021

 

  • আধারকার্ড
  •  ভোটারকার্ড
  • রেশনকার্ড
  •  আবাসিকশংসাপত্র
  •  বয়সেরপ্রমাণপত্র
  •  ব্যাংকেরপাসবই
  •  পাসপোর্টসাইজের ছবি
  •  মোবাইলনম্বর

 

পশ্চিমবঙ্গ লক্ষীর ভান্ডার প্রকল্প আওতায় আবেদন করার পদ্ধতি – Lakshmir Bhandar application Process

 

দুয়ারেসরকার ক্যাম্প এর মাধ্যমে এইপ্রকল্পে আবেদন করা যাবে প্রয়োজনীয়ফরম এবং কাগজপত্র জমাকরতে হবে দুয়ারেসরকারের পরে এই প্রকল্পেআবেদন করার জন্য ব্লকঅফিস যেতে হবে

  

লক্ষীর ভান্ডার প্রকল্প (lakkhir bhandar scheme) – এর আবেদন পত্র ডাউনলোড করুন

       Lakshmir Bhandar Application  Form (Pdf)Download Now

 

আবেদনেরপরে মোবাইলে ম্যাসেজ আসবে?

হ্যাঁ, দুয়ারে সরকার কাম্পে আবেদনেরপরে কয়েকদিনের মধ্যে আপনার দেওয়ামোবাইলে ম্যাসেজ আসবে আপনারজমা দেওয়া আবেদন এপ্লিকেশনফর্ম সথিকভাবে জমা দেওয়া হয়েছেসেটির মাধ্যমে জানা যাবে

প্রসঙ্গত, আপনার জমা দেওয়া ফর্মেরজন্য একটি Application ID দেওয়া হবেযেটি আপনি চায়লে লিখেরাখতে পারেন


এইরকম সরকারি প্রকল্প সংক্রান্ত আরও নানান গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের পেজটি ফলো করুন এবং নীচের ডানদিকের আইকনে ক্লিক করে আজই যুক্ত হন আমাদের টেলিগ্রাম চ্যানেলে

6 thoughts on “পশ্চিমবঙ্গ লক্ষীর ভান্ডার প্রকল্পের নতুন ফর্ম, প্ৰতিমাসে ৫০০ ও ১০০০ টাকা কিভাবে আবেদন করবেন , এখনই দেখে নিন ? WB Lakshmir Bhandar Scheme”

  1. AI FORM TA GOVT ENGLISH A PUBLISH KORECHE BANGLA FORM PUBLISH KORLAY AMRA AMADER AI WEBSITE A PUBLISH KORE DABO.APNI AMADER TELEGRAM GROUP A JOINT HOYA JAN OKHANA SOB NEWS PAYE JABEN

    Reply
  2. আমি চন্দনা বিবি ইসলাম লক্ষীরভাণঢারের ফরম জমা দিয়েছি কিন্তু মাসেস আসেনি

    Reply

Leave a Comment