পশ্চিমবঙ্গ লক্ষীর ভান্ডার প্রকল্প কি – সুবিধা,আবেদনপদ্ধতিএবংপ্রয়োজনীয়কাগজপত্র।
পশ্চিমবঙ্গেশুরু হচ্ছে মহিলাদের জন্যবিশেষ স্কিম লক্ষীর ভান্ডারপ্রকল্প। এইপ্রকল্পের আওতায় সরকার ১২,৯০০ কোটি টাকাবাজেট বরাদ্দ করেছে।পশ্চিমবঙ্গ লক্ষীর ভান্ডার প্রকল্পও {Lakshmir Bhandar application } তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ইশতেহারের একটি অংশ ছিল। এইপ্রকল্পটির বাস্তবায়ন ২০২১ সালের ১লা জুলাই থেকে শুরুহবে বলে জানানো হয়েছিল। সরকারেরএই প্রকল্পটি বাস্তবায়নের সাথে সাথে রাজ্যেরপল্লী ও নগর অর্থনীতিআরও শক্তিশালী হবে।[লক্ষীর ভান্ডার প্রকল্প ফর্ম ডাউনলোড]
আরও পড়ুন:- [Form]বাংলা সহায়তা কেন্দ্র কি এবং কিভাবে আবেদন করবেন। WB Bangla Sahayata Kendra
পশ্চিমবঙ্গ লক্ষীর ভান্ডার প্রকল্প– র সুবিধা এবং বৈশিষ্ট্য
লক্ষীরভান্ডার প্রকল্প প্রকল্পের মাধ্যমে পরিবারের মহিলা প্রধানকে আর্থিকসহায়তা দেওয়া হবে।পশ্চিমবঙ্গের ১.৬ কোটিপরিবার এই প্রকল্প থেকেসুবিধা পাবেন।প্রকল্পেরমাধ্যমে পরিবারের মহিলা প্রধানদের ৫০০টাকা ( সাধারণ বিভাগএবংওবিসি) এবং ১০০০ টাকা (এসসি এবং এসটিবিভাগ) প্রদান করা হবে।
এইআর্থিক সহায়তার ফলে পশ্চিমবঙ্গের মহিলারাতাদের প্রতিদিনের কাজকর্মের জন্য অর্থায়ন করতেসক্ষম হবেন। এইপ্রকল্প তাদের স্বাবলম্বী করেতুলবে। এইপ্রকল্পের আওতায় অর্থ সরাসরিসুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তরিতহবে।
লক্ষীর ভান্ডার প্রকল্পে আবেদনের যোগ্যতা ( Lakshmir Bhandar application criteria)
আবেদনকারীকে অবশ্যইপশ্চিমবঙ্গেরনাগরিকহতেহবে।
এসসি(SC) এবং এসটি (ST) বিভাগের সমস্ত পরিবার এইপ্রকল্পের আওতায় আবেদন করতেপারবেন।সাধারণবিভাগের জন্য, যে পরিবারগুলিতেকমপক্ষে একজন কর প্রদানকারীসদস্য রয়েছে তারা এইস্কিমের আওতায় আবেদন করতেপারবেন না।
যেসাধারণ শ্রেণির নাগরিকদের ২ হেক্টরের বেশিজমি রয়েছে তারা এইপ্রকল্পের আওতায় আবেদন করতেপারবেন না।
প্রয়োজনীয় কাগজপত্র লক্ষীর ভান্ডার প্রকল্পের জন্য – Documents For Lakkhir Bhandar Scheme 2021
- আধারকার্ড
- রেশনকার্ড
পশ্চিমবঙ্গ লক্ষীর ভান্ডার প্রকল্প –র আওতায় আবেদন করার পদ্ধতি – Lakshmir Bhandar application Process
দুয়ারেসরকার ক্যাম্প এর মাধ্যমে এইপ্রকল্পে আবেদন করা যাবে। প্রয়োজনীয়ফরম এবং কাগজপত্র জমাকরতে হবে। দুয়ারেসরকারের পরে এই প্রকল্পেআবেদন করার জন্য ব্লকঅফিস এ যেতে হবে।
লক্ষীর ভান্ডার প্রকল্প (lakkhir bhandar scheme) – এর আবেদন পত্র ডাউনলোড করুন
Lakshmir Bhandar Application Form (Pdf)–Download Now
আবেদনেরপরে মোবাইলে ম্যাসেজ আসবে?
হ্যাঁ, দুয়ারে সরকার কাম্পে আবেদনেরপরে কয়েকদিনের মধ্যে আপনার দেওয়ামোবাইলে ম্যাসেজ আসবে। আপনারজমা দেওয়া আবেদন এপ্লিকেশনফর্ম সথিকভাবে জমা দেওয়া হয়েছেসেটির মাধ্যমে জানা যাবে।
প্রসঙ্গত, আপনার জমা দেওয়া ফর্মেরজন্য একটি Application ID দেওয়া হবে।যেটি আপনি চায়লে লিখেরাখতে পারেন।
AMI GOLAM RABBANI JANTE CHACHCHI JE BANGLA FORM PAOYA JABE KI ?
AI FORM TA GOVT ENGLISH A PUBLISH KORECHE BANGLA FORM PUBLISH KORLAY AMRA AMADER AI WEBSITE A PUBLISH KORE DABO.APNI AMADER TELEGRAM GROUP A JOINT HOYA JAN OKHANA SOB NEWS PAYE JABEN
আমি চন্দনা বিবি ইসলাম লক্ষীরভাণঢারের ফরম জমা দিয়েছি কিন্তু মাসেস আসেনি
Apni amader telegram group a join karun okhane amra laxmir bhandar nieya update dieya dabo
Mamtaa g is best cheif minster
Nice Article Buddy Thanks a lot for sharing. Also Check Here LYRICAL WORLD