লক্ষীর ভান্ডার প্রকল্প কি
7 জুলাই2021 বুধুবার রাজ্য বাজেট প্রকাশিতহয়। এইবাজেটে “লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের 10 হাজার হাজার কোটিটাকা বরাদ্দ “ করা হয়েছে।এবং এই এই প্রকল্পেরআবেদন খুব তাড়াতাড়ি শুরুহবে।[Lakshmi Bhandar Scheme West Bengal 2021]
West Bengal Government New Women Scheme 2021 “Lakshmi Bhandar Prakalpo” লক্ষ্মীরভান্ডার প্রকল্প। (Monthly Rs. 1,000/- for SC/ST & Rs. 500/- for OBC / GEN)
মুখ্যমন্ত্রীমমতা বন্দ্যোপাধ্যায় এবার নিয়ে এলোমহিলাদের জন্য একটি অসাধারণপ্রকল্প। এইপ্রকল্পে বাংলার সমস্ত মহিলারাপাবে প্রতিমাসে একটি নির্দিষ্ট পরিমানটাকা, যা সরাসরি Bank Accunt এদেওয়া হবে।
লক্ষ্মীর ভান্ডার প্রকল্প আবেদন কী ভাবে করবেন?
আপনিযদি মহিলা হয়ে থাকেনতাহলে এই প্রকল্পের আবেদনকরতে পাবেন। আগামীজুলাই মাসেই এই প্রকল্পেরজন্য আবেদন করা যাবে। পশ্চিমবঙ্গেরমহিলাদের আর্থিক সাহার্য্য করতেইএই প্রকল্প।
Benefits Of Lakshmir Bhandar Scheme
Ø এস.সি(SC) ও এস.টি(ST) গ্রাম থেকেশহরের সমস্ত মহিলাদের একহাজার টাকা দেওয়া হবে।
Ø ওবিসি(OBC) ও জেনারেল (General) সমস্ত মহিলাদের Rs.500/- টাকা দেওয়া হবে।
Ø Lakshmi Bhandar Scheme Application Online (Coming soon)
Ø Lakshmi Bhandar Scheme Application Form Pdf Download (Coming Soon)
Eligibility Criteria of Lakshmir Bhandar Scheme
লক্ষ্মীর ভান্ডার প্রকল্প আবেদন করতে হলে সামান্য কিছু যোগ্যতা থাকা চাই মহিলাদের, সেগুলি হল–
Ø আবেদনকারী পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতেহবে।
- Ø Aadhar Card (আধার কার্ড) লাগবে।
- Ø SC/ST or OBC Card যদি থাকে তাহলে লাগবে।
- Ø Ration Card রেশন কার্ড
- Ø Voter Card
আবেদনকারীর নিজেরBank Account প্রয়োজন।
কারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারবে না?
- Ø যারা এই প্রকল্পেরজন্য আবেদন করতে পারবেনা, তারা হল।
- Ø Income Tax দেয় এমন পরিবারের মহিলারাএই প্রকল্পের আবেদন করতে পারবেনা।
- Ø 2হেক্টর জমি যেইপরিবারে রয়েছে, সেই পরিবারেরমহিলারাও এই প্রকল্পের আবেদনথেকে বাতিল করা হবে।
Documents to needs for apply Laxmir Bhandar Scheme
এই প্রকল্পের জন্য আবেদন করার জন্য যেই ডকুমেন্টস আপনার থাকা চাই সেগুলি হল –
- Ø Aadhar Card
- Ø Voter Card
- Ø Bank Account
- Ø Photos
- Ø Cast Certificate (SC/ST/OBC ect.)
- Ø Income Certificate
How to apply Lakshmir Bhandar Scheme
এইপ্রকল্পের জন্য অনেকেই অপেক্ষাকরে আছেন। যেদিনমুখ্যমন্ত্রী এই প্রকল্পের কথাবলেছেন সেদিন থেকেই সমস্তমহিলারা এই প্রকল্পের আবেদনকরার জন্য নেট এখুঁজে চলছে।
আসুনআজকে আমরা সঠিক তথ্যআপনাকে বলি যাতে আপনারআর কোথাও খুঁজতে নাহয়।আমরাজানি যে কিছুদিনের আগেইমুখ্যমন্ত্রীর মততা বন্দ্যোপাধ্যায় বলেছিলেনদুটি প্রকল্পের কথা
1. WB Student Credit Card Scheme
2. Lakhsmir Bhandar Scheme
এইদুটি প্রকল্প জুলাই মাসেই শুরুহওয়ার কথা সরকার তরফেজানানো হয়েছিলো, যার মধ্যে student Credit card Loan Scheme এর আবেদন online এচলছে।
আশাকরছি, কিছুদিনের মধ্যেই হয়তো এইLaxmir Bhandar Prakalpo এরআবেদন Online এ করা যাবে। আমাদেরসঙ্গে থাকুন যখন এইপ্রকল্পের অনলাইন অ্যাপ্লিকেশন শুরুহবে তখন আমরা জানিয়ে দেবো| ধন্যবাদ! লক্ষীর ভান্ডার প্রকল্প pdf