[Apply]SSB Head Constable Recruitment 2021/HS পাশে SSB-তে প্রধান কনস্টেবল নিয়ােগ, আবেদন চলবে ২২ আগস্ট পর্যন্ত

 

ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ সশস্ত্র সীমা বলের তরফে হেড কনস্টেবল পদে বেশ কিছু শূন্যপদ নিয়ােগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছেI SSB Head Constable Recruitment 2021

পুরুষ এবং মহিলা উভয়ই আবেদন করতে পারবে যেহেতু এটি কেন্দ্রীয় সরকারের চাকরি তাই পশ্চিমবঙ্গের যেকোনাে জেলা থেকেই ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে


বিজ্ঞপ্তি নং338/RC/SSB/HC(MIN)2020

পদের নাম Head Constable(Ministerial)

 

আবেদন শুরু– 24/07/2O21

আবেদন শেষ-22/08/2021

 

বেতনলেভেল অনুযায়ী প্রতি মাসে 25,500-81,100/- টাকা

 

মােট শূন্যপদসবমিলিয়ে মােট 115টি শূন্যপদ আছে৷

 

শিক্ষাগত যােগ্যতাএইপদে আবেদনের জন্য উচ্চমাধ্যমিক পাশ হতে হবে এবং টাইপিং স্কিল থাকতেহবে


Physical Efficiency Test: পুরুষদের ক্ষেত্রে 6 মিনিট 30 সেকেন্ডে 1.6 কিলােমিটার এবং মহিলাদের ক্ষেত্রে 4 মিনিটে ৪০০ মিটার দৌড়াতে হবে


Physical Standard Test:

 


বয়সসীমা- আবেদনকারীরবয়স 18 বছর থেকে 25 বছরেরমধ্যে হতে হবে সরকারিনিয়মানুসারে বয়সের ঊর্ধসীমার ছাড় পাওয়াযাবে


আবেদন পদ্ধতিঅনলাইনেআবেদন করতে হবেঅফলাইনে কোনাে আবেদন গ্রহন করাহবে নাWWW.ssbrectt.gov.in এই ওয়েবসাইট থেকে আবেদন করতেহবে আবেদনের শেষ তারিখ ২২ আগস্ট২০২১]

All Important Links:-

Official Notice: Download Now

How fill up the online from: Click Here

Apply Link: Click Here

Join Our Telegram: Join Now

Official Website: http://www.ssbrectt.gov.in/

Leave a Comment