লক্ষ্মীর ভান্ডার প্রকল্প কি?
বর্তমান রাজ্যের সরকার রাজ্যের গৃহস্থ মহিলাদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য লক্ষ্মীর ভান্ডার নামক প্রকল্প (WB Lakshmir Bhandar Scheme) চালু করবে। দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে আবেদন করতে হবে।
Lakshmir Bhandar প্রকল্পের জন্য যােগ্যতাঃ
Ø পশ্চিমবঙ্গেরবাসিন্দা হতে হবে
Ø একজনগৃহস্থ মহিলা হতে হবে।
Ø ব্যাঙ্কেরপাশবই থাকতে হবে।
“লক্ষ্মীর ভান্ডার” প্রকল্পে কত টাকা দেওয়া হবে?
এই প্রকল্পের মাধ্যমে তফসিলি জাতি ও তফশিলি উপজাতিভুক্ত মহিলারা মাসিক ৪০০০ টাকা করে, পাবেন। তফসিলিভুক্ত নন যারা সেই সমস্ত মহিলাদের মাসিক ৫০০ টাকা করে দেওয়া হবে।
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কারা কারা পাবেন?
এই প্রকল্পের টাকা সমস্ত গৃহস্থ মহিলারা পাবেন তফসিলি জাতি এবং তফশিলি উপজাতিভুক্ত মহিলারাই এই টাকা পাবেন। প্রতিমাসে এই টাকা দেওয়া হবে।
Lakshmir Bhandar Scheme উদ্দেশ্য কি ?
এই ‘লক্ষ্মীর ভান্ডার‘ প্রকল্পের প্রধান উদ্দেশ্য হচ্ছে গৃহস্থ মহিলাদের ন্যূনতম আর্থিক সহায়তা প্রদান করা। এই প্রকল্পের টাকা সরাসরি সকল গৃহস্থ মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে।
কারা এই প্রকল্পের টাকা পাবে না?
Ø যারা ইনকাম ট্যাক্স জমা করে। অর্থাৎ যাদের আর্থিক অবস্থা ভালাে।
Ø স্বাস্থ্য সাথীর কার্ড নেই।
Ø ২২ হেক্টরের বেশি জমি আছে তারা এই প্রকল্পের টাকা পাবেন না।
কবে থেকে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে?
১ জুলাই আনুষ্ঠানিকভাবে রাজ্য বাজেট ২০২১ এ এই প্রকল্পের কথা ঘােষনা করা হয়েছে৷ এই প্রকল্পের কাজ ১৬ই আগষ্ট–১৫ সেপ্টেম্বর মাস থেকে শুরু হয়ে যাবে প্রতিটা এলাকায় দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে আবেদন হবে৷ লক্ষীর ভান্ডার প্রকল্প pdf
লক্ষীর ভান্ডারপ্রকল্পর ফর্ম (Form)Pdf (lakkhir bhandar scheme) – এর আবেদনপত্রডাউনলোডকরুন
Application Form PDF: Download Now
Official Website:Click Here