সেপ্টেম্বরেই শুরু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প/wb lakshmir bhandar scheme

 

সেপ্টেম্বরেই শুরু  লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প

কৃষক,পড়ুয়ার পর এবার মহিলা ক্ষমতায়আসার তিনমাসের মধ্যে এক এককরে প্রত্যেককে দেওয়া প্রতিশ্রুতি পূরণকরছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়বিধানসভা ভােটের ইস্তাহার অনুযায়ীকৃষকবন্ধুর নয়া প্রকল্প, স্টুডেন্টসক্রেডিট কার্ডের সূচনা হয়ে গিয়েছে এবারপালালক্ষ্মীর ভাণ্ডার’-এর পুজোরআগে, আগামী সেপ্টেম্বরথেকেই ২৫ বছরের ঊর্ধেমহিলাদেরহাতে মাসিক হাতখরচের টাকাতুলে দেবে পশ্চিমবঙ্গ সরকার বৃহস্পতিবারনবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকেগৃহীত হয়েছে এই প্রস্তাব পুজোরআগে সমাজের পিছিয়ে পড়ামহিলাদেরহাতে টাকা গেলে, তাঁরাউপকৃত হবেন বলে মনেকরেন মুখ্যমন্ত্রী তাঁরমতে, কোনও ডেঞ্জারাস কাজনয়, উন্নয়নই আজকের দিনের মডেল উন্নয়নেরস্বার্থেই এই সিদ্ধান্তমূলত এই কারণেই রাজ্যজুড়েফেরদুয়ারে সরকারশিবির আয়ােজনকরতে চলেছে সরকারতা চলবে ১৬ আগস্টথেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত

প্রকল্প একনজরে

  • আগামী১৬ আগস্ট থেকে ১৫সেপ্টেম্বর পর্যন্ত আবারদুয়ারে সরকারশিবির হবে রাজ্যজুড়ে
  • লক্ষ্মীরভাণ্ডারের জন্য শিবিরেই আবেদনপত্রমিলবে৷ পুরণ করে সেখানেইজমা দেবেন মহিলারা
  • স্বাস্থ্যসাথীকার্ড দেখিয়েও এই প্রকল্পে আবেদনকরা যাবে
  • স্থায়ীসরকারি বা আধা সরকারিচাকরি বা পেনশনভােগী হলেএই প্রকল্পের সুবিধা মিলবে না
  • ২৫ থেকে ৬০ বছরবয়সি মহিলারা আবেদন করতে পারবেন
  • এই প্রকল্পে তফসিলি জাতি উপজাতিভুক্ত মহিলারা মাসে ১০০০ টাকা সাধারণ মহিলারামাসে ৫০০ টাকা করেপাবেন

টাকা মিলবেসেপ্টেম্বরথেকে

 

কীভাবে আবেদনকরতেহবে

লক্ষ্মীরভাণ্ডার’-এর জন্য? মন্ত্রিসভারবৈঠক শেষে সাংবাদিকদের মুখােমুখিহয়ে তা বিস্তারিতভাবে জানিয়েছেনমুখ্যমন্ত্রী তিনিবলেন, ‘দুয়ারে সরকারশিবির যখনহবে, তখন মাবােনেরালক্ষ্মীর ভাণ্ডার’- এর জন্য আবেদনজানাতে পারবেন স্বাস্থ্যসাথীকার্ড থাকলে সেটি সঙ্গেনিয়ে যাবেন পাশাপাশিনতুন প্রকল্পের একটি আবেদনপত্র নিয়েযাবেন এছাড়াওদুয়ারে সরকারশিবিরে স্বাস্থ্যসাথী, কৃষকবন্ধু, স্টুডেন্টস ক্রেডিট কার্ডের মতাে প্রকল্পের জন্যআবেদন গ্রহণ করা হবে

 

Leave a Comment