[Form]West Bengal Old Age Pension Prakalpa 2021| বিধবা ভাতা প্রকল্প পশ্চিমবঙ্গ

                                       

যোগ্যতা

এই প্রকল্পের আওতায় পেনশন পাওয়ার একজন ব্যক্তি নিম্নলিখিত শর্তাদি পূরণ করতে হবে [বিধবা ভাতা প্রকল্প ২০২১]: –

এই ব্যক্তি 60 (ষাট) বছর বয়স হতে হবে এবং সে রাজ্যের বাসিন্দা: তবে শারীরিক মানসিক প্রতিবন্ধী ব্যক্তির ক্ষেত্রে বয়সসীমা পঞ্চাশ বছর হবে

কোন ব্যক্তির কাছে সাহায্য পান না বা কেউ দেখভাল করেন না

প্রতি মাসে আয় 1000 (এক হাজার টাকা) টাকার কম

বয়স্ক পেনশনের জন্য আবেদন করা ব্যক্তি অন্য কোনও সরকারী পেনশনের প্রাপক নয়

বিধবা ভাতা প্রকল্প আবেদনটি করার তারিখে ব্যক্তিটি দশ বছর রাজ্যে বসবাস করছেন

আরও পড়ুন : ওয়েস্ট বেঙ্গল বার্ধক্য ভাতা অনলাইন এপলাই ২০২২ | বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা অনলাইন আবেদন শুরু হলো, দেখুন কিভাবে

কারা এই প্রকল্পে যুক্ত হতে পারবেন না?

পেশাগত ভিক্ষুক এবং নগর অঞ্চলগুলির শহরগুলি (শহরগুলি এবং শহরগুলি) এবংপ্রতিবন্ধী পেনশন”, “কৃষকদের পেনশন”, “রাজনৈতিক ভুক্তভোগী”, বা কোনও রাজ্য সরকারের বা অন্য কোনও পেনশন প্রাপ্ত ব্যক্তিরা সরকার[বিধবা ভাতা আবেদন ফরম 2021]এই প্রকল্পের আওতায় পেনশনের যোগ্য হবে না তবে যে ব্যক্তিরা পেশায় আসলে ভিক্ষুক নন তবে কারও কাছ থেকে মাঝেমধ্যে সহায়তা পান তারা অন্যথায় যোগ্য হলে পেনশনের অধিকারী হবেন


আবেদনেরপদ্ধতিঃ

পেনশনের জন্য পেনশনের ফর্ম (ফর্মপি) নিম্নলিখিত অফিসগুলি থেকে পেয়ে যাবেন

পঞ্চায়েত সমিতির আওতাধীন গ্রামীণ অঞ্চলে আবেদনকারী ক্ষেত্রে ব্লক উন্নয়ন অফিসার বা সংশ্লিষ্ট পঞ্চায়েত সমিতির নির্বাহী কর্মকর্তার কার্যালয়

  আবেদনকারী যদি কলকাতা পৌর কর্পোরেশনের আওতাধীন অঞ্চলে থাকেন তবে আবেদনকারীর ক্ষেত্রে কলকাতা পুর ভবন, বিধান নগর, কলকাতা-7০০০১১১ অবস্থিত পশ্চিমবঙ্গ অবস্থিত নিয়ন্ত্রকের কার্যালয়


কোথায় জমা হবে?

পঞ্চায়েত সমিতির আওতাধীন গ্রামাঞ্চলে বসবাসকারী আবেদনকারীর ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলার জেলা ম্যাজিস্ট্রেট এবং ব্লক উন্নয়ন কর্মকর্তা বা পঞ্চায়েত সমিতির নির্বাহী কর্মকর্তার কাছে জমা দিতে হবে

সংশ্লিষ্ট জেলা জেলা ম্যাজিস্ট্রেট এবং কলকাতা পৌর কর্পোরেশনের এলাকার বাইরের পৌরসভা / বিজ্ঞপ্তিপ্রাপ্ত অঞ্চলে আবেদনকারীদের ক্ষেত্রে সাববিভাগীয় কর্মকর্তার কাছে জমা দিতে হবে

ফর্ম ডাউনলোড করুন Click Here

আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত নথি (স্ব প্রত্যায়িত ) জমা দিতে হবে

  •  Copy of Aadhaar ( আধার কার্ড )*
  •  Copy of Voter Id ( ভোটার কার্ড )*
  •  Copy of Ration Card ( রেশন কার্ড )*
  •  Copy of Disability Certificate ( প্রতিবন্ধী সার্টিফিকেট )
  •  Copy of Income Certificate ( ইনকাম সার্টিফিকেট )*
  •  Copy of Husband’s Death Certificate ( স্বামীর মৃত্যুর সার্টিফিকেট )*
  •  Copy of Bank Pass Book ( ব্যাংক পাস বই )*
  •  Nomination Form (In case of death)

6 thoughts on “[Form]West Bengal Old Age Pension Prakalpa 2021| বিধবা ভাতা প্রকল্প পশ্চিমবঙ্গ”

  1. Thank you so much for sharing such an amazing post with us. I would like to share and visit this page for the more amazing details & posts. I have recently launched my dream project named Infozla where I used to share about celebrities and other famous persons.
    Keep it up dear!

    Reply

Leave a Comment