যোগ্যতা
১। এই প্রকল্পের আওতায় পেনশন পাওয়ার একজন ব্যক্তি নিম্নলিখিত শর্তাদি পূরণ করতে হবে [বিধবা ভাতা প্রকল্প ২০২১]: –
এই ব্যক্তি 60 (ষাট) বছর বয়স হতে হবে এবং সে রাজ্যের বাসিন্দা: তবে শারীরিক ও মানসিক প্রতিবন্ধী ব্যক্তির ক্ষেত্রে বয়সসীমা পঞ্চাশ বছর হবে।
২। কোন ব্যক্তির কাছে সাহায্য পান না বা কেউ দেখভাল করেন না।
৩। প্রতি মাসে আয় 1000 (এক হাজার টাকা) টাকার কম।
৪। বয়স্ক পেনশনের জন্য আবেদন করা ব্যক্তি অন্য কোনও সরকারী পেনশনের প্রাপক নয়।
৫। বিধবা ভাতা প্রকল্প আবেদনটি করার তারিখে ব্যক্তিটি দশ বছর রাজ্যে বসবাস করছেন
কারা এই প্রকল্পে যুক্ত হতে পারবেন না?
পেশাগত ভিক্ষুক এবং নগর অঞ্চলগুলির শহরগুলি (শহরগুলি এবং শহরগুলি) এবং “প্রতিবন্ধী পেনশন”, “কৃষকদের পেনশন”, “রাজনৈতিক ভুক্তভোগী”, বা কোনও রাজ্য সরকারের বা অন্য কোনও পেনশন প্রাপ্ত ব্যক্তিরা সরকার[বিধবা ভাতা আবেদন ফরম 2021]এই প্রকল্পের আওতায় পেনশনের যোগ্য হবে না। তবে যে ব্যক্তিরা পেশায় আসলে ভিক্ষুক নন তবে কারও কাছ থেকে মাঝেমধ্যে সহায়তা পান তারা অন্যথায় যোগ্য হলে পেনশনের অধিকারী হবেন।
আবেদনেরপদ্ধতিঃ
পেনশনের জন্য পেনশনের ফর্ম (ফর্ম–পি) নিম্নলিখিত অফিসগুলি থেকে পেয়ে যাবেন–
১।পঞ্চায়েত সমিতির আওতাধীন গ্রামীণ অঞ্চলে আবেদনকারী ক্ষেত্রে ব্লক উন্নয়ন অফিসার বা সংশ্লিষ্ট পঞ্চায়েত সমিতির নির্বাহী কর্মকর্তার কার্যালয়।
২। আবেদনকারী যদি কলকাতা পৌর কর্পোরেশনের আওতাধীন অঞ্চলে থাকেন তবে আবেদনকারীর ক্ষেত্রে কলকাতা পুর ভবন, বিধান নগর, কলকাতা-7০০০১১১ এ অবস্থিত পশ্চিমবঙ্গ–এ অবস্থিত নিয়ন্ত্রকের কার্যালয়।
কোথায় জমা হবে?
১। পঞ্চায়েত সমিতির আওতাধীন গ্রামাঞ্চলে বসবাসকারী আবেদনকারীর ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলার জেলা ম্যাজিস্ট্রেট এবং ব্লক উন্নয়ন কর্মকর্তা বা পঞ্চায়েত সমিতির নির্বাহী কর্মকর্তার কাছে জমা দিতে হবে।
২। সংশ্লিষ্ট জেলা জেলা ম্যাজিস্ট্রেট এবং কলকাতা পৌর কর্পোরেশনের এলাকার বাইরের পৌরসভা / বিজ্ঞপ্তিপ্রাপ্ত অঞ্চলে আবেদনকারীদের ক্ষেত্রে সাব–বিভাগীয় কর্মকর্তার কাছে জমা দিতে হবে।
ফর্ম ডাউনলোড করুন Click Here
আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত নথি (স্ব প্রত্যায়িত ) জমা দিতে হবে –
Your article provided us with valuable information Each & every tips of your post are awesome. Thanks a lot for sharing. Lyrical-World
Nice Article Buddy Thanks a lot for sharing. Also Check Here LYRICAL WORLD
your website is great i alos visit you provide best content i got more informationenglishgrammarinurdu
Visit my website to know how to earn money passively while sleeping
Hooklink.blogspot.com
Thank you so much for sharing such an amazing post with us. I would like to share and visit this page for the more amazing details & posts. I have recently launched my dream project named Infozla where I used to share about celebrities and other famous persons.
Keep it up dear!
Nice Article for readers Visit http://www.lhodb.com